দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে অনেকেই অনেক জায়গায় খোজাখুজি
  করেন। আজকের এই আর্টিকে লে আমরা দিনাজপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
  সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি দিনাজপুর টু ঢাকা নিয়মিত ট্রেনে চলাচল করে থাকেন তাহলে আজকের এই
  আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। এই আর্টিকেলটি পড়লে আপনি দিনাজপুর টু ঢাকা ট্রেনের
  সকল বিষয় গুলো জানতে পারবেন।
পেজ সূচিপত্র : দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
দিনাজপুর টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে
  দিনাজপুর টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ
  করে যারা দিনাজপুর টু ঢাকা নিয়মিত চলাচল করেন তাদের এই বিষয়টি জানা খুবই
  গুরুত্বপূর্ণ। দিনাজপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্য মোট ৩ টি আন্তঃনগর ট্রেন
  চলাচল করে। এসব আন্তঃনগর ট্রেন গুলোতে আপনি নিরাপদ ও আরামদায়ক ভাবে দিনাজপুর থেকে
  ঢাকা যেতে পারবেন। নিচে দিনাজপুর টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে তা দেওয়া হলো :
 | ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | 
|---|---|
| ০১ | একতা এক্সপ্রেস (৭০৬) | 
| ০২ | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪) | 
| ০৩ | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮) | 
দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
  দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চান। অনেকেই বিভিন্ন
  জায়গায় সার্চ করে খোজাখুজি করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না।আপনি যদি দিনাজপুর
  থেকে ঢাকা নিয়মিত ট্রেন এ চলাচল করেন তাহলে ভোগান্তি এড়াতে আপনাকেই অবশ্যই
  দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে হবে। ইতিমধ্যে জেনে
  গিয়েছেন দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য ৩ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই ট্রেন
  গুলোর সাপ্তাহিক কোনো ছুটি নেয়। এই ট্রেন গুলো সপ্তাহে ৭ দিনই নিয়মিত চলাচল
  করে।নিচে দিনাজপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | 
|---|---|---|---|
| ০১ | একতা এক্সপ্রেস (৭০৬) | রাত ১০:১০ | সকাল ৭:৫০ | 
| ০২ | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪) | দুপুর ২:২০ | রাত : ৯:৫৫ | 
| ০৩ | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮) | সকাল ৯:৪৫ | সন্ধ্যা ৬:৫৫ | 
দিনাজপুর টু ঢাকা ট্রেন ভাড়ার তালিকা ২০২৫
  দিনাজপুর টু ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। দিনাজপুর থেকে
  যেসব যাত্রীগন রাজধানী ঢাকার উদ্দেশ্য যাত্রা করতে চান তাদের দিনাজপুর টু ঢাকা
  ট্রেন ভাড়া সম্পর্কে জানতে হবে। আপনি যদি দিনাজপুর টু ঢাকা ট্রেন ভাড়া সম্পর্কে
  না জানেন তাহলে প্রতারিত হতে পারেন। দিনাজপুর টু ঢাকা আসন ভেদে ভাড়া আলাদা আলাদা
  হয়ে থাকে। নিচে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া হলো :
 | ০১ | শোভন চেয়ার | ৫৭৫ টাকা | 
| ০২ | স্নিগ্ধা | ১১০৪ টাকা | 
| ০৩ | এসি সিট | ১৩২৬ টাকা | 
| ০৪ | এসি বার্থ | ১৯৭৮ টাকা | 
দিনাজপুর টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
  দিনাজপুর টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে তা জানার জন্য অনেকেই অনেক জায়গায়
  খোজাখুজি করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। দিনাজপুর টু ঢাকা নিয়মিত ৩ টি অন্তনগর
  ট্রেন চলাচল করে। এই ট্রেন গুলোর সাপ্তাহিক কোনো ছুটি নেই।দিনাজপুর টু ঢাকা একতা
  এক্সপ্রেস এর যেতে সময় লাগে ৮ঘন্টা ৪০ মিনিট।দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দিনাজপুর
  থেকে ঢাকা যেতে সময় লাগে ৯ ঘন্টা ১০ মিনিট। এছাড়াও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের
  দিনাজপুর টু ঢাকা যেতে সময় লাগে ৭ ঘন্টা৩৫ মিনিট। এক কথায় দিনাজপুর টু ঢাকা
  ট্রেনে যেতে প্রায় ৮ -৯ ঘন্টা সময় লাগে। তবে ট্রেন ও লাইনের অবস্থার ওপর সময়
  কিছুটা কমবেশি হতে পারে।
দিনাজপুর টু ঢাকা কত কিলোমিটার
  দিনাজপুর টু ঢাকা কত কিলোমিটার তা অনেকেই জানেন না। দিনাজপুর টু ঢাকা অনেক দূরত্ব
  একটা রুট। দিনাজপুর থেকে ঢাকা রেলপথের দূরত্ব প্রায় ৪১৩ কিলোমিটার। এছাড়াও সড়কপথে
  দিনাজপুর টু ঢাকা প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার। তবে রুট পরিবর্তনে কিলোমিটার কম
  বা আরো বেশি হতে পারে।
দিনাজপুর টু ঢাকা ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
  দিনাজপুর টু ঢাকা ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
  দিনাজপুর থেকে ঢাকা উদ্দেশ্য প্রতিদিন প্রায় ৩ টি অন্তনগর ট্রেন চলাচল করে। এই
  ট্রেন গুলো দিনাজপুর টু ঢাকার মাঝে বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে থাকে। এসব স্টেশনে
  যাত্রী ও আবার যাত্রী নামে। সে জন্য অনেকেই দিনাজপুর টু ঢাকা ট্রেনের স্টেশন
  স্টপেজ তালিকা সম্পর্কে জানতে চান।নিচে দিনাজপুর টু ঢাকা ট্রেনের স্টেশন স্টপেজ
  তালিকা দেওয়া হলো :
- দিনাজপুর
- চিরিরবন্দর
- পার্বতীপুর জংশন
- ফুলবাড়ী
- বিরামপুর
- পাঁচবিবি
- জয়পুরহাট
- আক্কেলপুর
- সান্তাহার জংশন
- আহসান গঞ্জ
- নাটোর
- ঈশ্বরদী বাইপাস
- চাটমোহর
- জামতৈল
- বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
- টাঙ্গাইল
- জয়দেবপুর জংশন
- ঢাকা বিমানবন্দর
- ঢাকা কমলাপুর
শেষ কথা : দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
  প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা দিনাজপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
  সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি দিনাজপুর টু ঢাকা নিয়মিত চলাচল করেন
  তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই আর্টিকেলে
  আমরা আরো দিনাজপুর টু ঢাকা ট্রেনের স্টেশন স্টপেজ সম্পর্কেও আলোচনা করেছি।
আরো পড়ুন : ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়া 
  এছাড়াও দিনাজপুর টু ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কেও বলেছি। আশা করছি আজকের এই
  আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হবেন। এতোখন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 
 
 
 
 
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url