কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক ২০২৫
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন
জায়গায় সার্চ করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আজকের এই আর্টিকেলে আমরা কানাডা
সকল ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি কানাডা যেতে চান তাহলে ভিসা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই
আর্টিকেলটি পড়লে আপনি কানাডা সকল ভিসা চেক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পেজ সূচিপত্র : কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক
- কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক
- কানাডা ভিসা চেক করতে প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য
- বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়
- কানাডা ভিসা প্রসেসিং টাইম
- কানাডার ভিসা দেখতে কেমন
- শেষ কথা : কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি
খুব সহজেই বাড়িতে বসে থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কানাডা ওয়ার্ক পারমিট
ভিসা চেক করতে পারবেন। আপনি যদি কানাডা কাজ করার জন্য যেতে চান তাহলে আপনার ভিসা
চেক করা খুবই গুরুত্বপূর্ণ। নিচে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম গুলো
দেওয়া হলো :
- কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক করার জন্য প্রথমেই আপনাকে কানাডা ভিসা চেক করার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ওপরের লিংকে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে ওপরের মেনুবার থেকে your Status Tracker এই বাটনের ওপর একটা ক্লিক করুন।
- এর পর আপনার স্কিনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজের একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন দুটি ঘর রয়েছে। এখানে প্রথম ঘর Create a Tracker account এর ঘরে Create your Account লেখার ওপর একটা ক্লিক করুন।
- এর পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে মোট ৬ টি ঘরে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- এখানে প্রথম ঘরে অর্থাৎ UCI ID লেখা ঘরে আপনার UCI ID নাম্বারটি লিখুন।
- এর পর নিচের ঘরে আপনার নয় সংখ্যার ভিসা Application number টি সঠিক ভাবে লিখুন।
- এর পর Fast name লেখার ঘরে আপনার নামের প্রথম অংশ লিখুন। এবং Last name এর ঘরে আপনার নামের শেষের অংশ লিখুন।
- এর পর নিচের ঘরে আপনার জন্ম তারিখ মাস সাল ইত্যাদি ঘরগুলো সুন্দর করে পূরণ করুন।
- এর পর country of birth লেখার ঘরের কোনায় ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন।এর পর নিচের Next step বাটনের ওপর একটা ক্লিক করুন।
- এর পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে Password এর ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড টি অবশ্যই সংখ্যা এবং লেটার মিলে শক্তিশালী করতে হবে। এর নিচের সাবমিট বাটুনে ক্লিক করে সম্পুর্ন করুন।
এর পর Sign in বাটনের ওপর একটা ক্লিক করে প্রথম ঘরে আপনার ভিসার Client ID
নাম্বার এবং পরের ঘরে আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে সাবমিট
বাটনে একটা ক্লিক করুন। এর পর আপনার যদি সকল কাগজ ঠিক থাকে তাহলে আপনার সামনে
আপনার ভিসার সকল তথ্য চলে আসবে।
কানাডা ভিসা চেক করতে প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য
কানাডা ভিসা চেক করতে কি কি কাগজপত্র বা তথ্য লাগে তা অনেকেই জানেন না। আপনি যদি
কানাডা ভিসা চেক করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে বেশ কিছু তথ্য প্রদান করতে
হবে। যেগুলো ছাড়া আপনার কানাডা ভিসা চেক করতে পারবেন না। নিচে কানাডা ভিসা চেক
করার প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হলো :
- ভিসা Application Number
- Client ID নাম্বার
- আপনার ব্যাক্তিগত তথ্য যেমন : নাম,জন্ম তারিখ ইত্যাদি
- অ্যাকাউন্ট Username, Password
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় অবস্থিত তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
অনেকেই কানাডায় বিভিন্ন কাজে যেতে চান তাই ভিসা করার জন্য কানাডার এম্বাসি
খুজতেছেন।আবার অনেকেই ভিসা করতে দিয়েছেন ভিসা সম্পর্কে জানতে বাংলাদেশে কানাডার
এম্বাসি কোথায় তা জানতে চান। আপনি যদি কানাডা ভিসা তৈরি করতে চান তাহলে আপনাকে
অবশ্যই কানাডা ভিসা এম্বাসিতে যেতে হবে।
আরো পড়ুন : পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
কানাডার প্রধান এম্বাসি বাংলাদেশের ঢাকা গুলশানে অবস্থিত। হাউজ নাম্বার #১৬ এ,রোড
নাম্বার #৪৮ গুলশান -২ ঢাকাতে অবস্থিত রয়েছে।
United Nations Road, Baridhara area,Dhaka Bangladesh p.o.Box-569,Dhaka
Bangladesh.
কানাডা ভিসা প্রসেসিং টাইম
কানাডা ভিসা প্রসেসিং টাইম কত দিন লাগে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ
করে যারা কানাডা ভিসা তৈরি করতে দিয়েছেন বা দিবেন তাদের এই বিষয়টি জেনে রাখা খুবই
গুরুত্বপূর্ণ। কানাডা বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। সব ভিসার সময় আলাদা আলাদা হয়ে
থাকে। যেমন :
- স্টুডেন্ট ভিসা করতে সময় লাগে প্রায় ২ মাস।
- ভিজিট ভিসা করতে সময় লাগে ১-২ মাস।
- ওয়ার্ক পারমিট ভিসা করতে সময় লাগে প্রায় ৩-৪ মাস।
- এক্সপ্রেস এন্ট্রি ভিসা প্রসেসিং করতে সময় লাগে প্রায় ৬-৮ মাস।
কানাডার ভিসা দেখতে কেমন
কানাডার ভিসা দেখতে কেমন হয় তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ করে যারা
বিভিন্ন ধরনের ভিসায় কানাডাই যেতে চাচ্ছেন তারা জানতে চান কানাডা ভিসা কেমন হয়।
কানাডা সাধারণ একটি স্টিকার আকারে থাকে। যা আপনার পাসপোর্টের একটি পাতার সাথে
লাগানো হয়। এই ভিসার পাতাই কানাডা সরকারের অফিসিয়াল লোগো দেওয়া থাকে।
এছাড়াও হোল্ডারের নাম,জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, ইস্যু তারিখ, ভিসার ধরন,ভিসার
মেয়াদ শেষ তারিখ, ভিসার নম্বর, কতবার প্রবেশ করতে পারবেন ইত্যাদি ইংরেজিতে লেখা
থাকে।এছাড়াও Security এর জন্য মাইক্রোপ্রিন্টিং, হালকা হোলোগ্রাম, বারকোড ইত্যাদি
দেওয়া থাকে।তবে প্রতিটি ভিসার নাম আলাদা দেওয়া থাকে। যেমন স্টুডেন্ট ভিসা যদি হয়
তাহলে ওপরে তা উল্লেখ দেওয়া হয়। এবং ওয়ার্ক পারমিট ভিসা যদি হয় তাহলেও তা ওপরে
উল্লেখ করে দেওয়া হয়।
শেষ কথা : কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই আর্টিকেলে লেখার পাশাপাশি ইমেজ যুক্ত
করে সুন্দর করে ভিসা চেক করার নিয়ম গুলো আলোচনা করেছি।আপনি যদি কানাডা ভিসা তৈরি
করতে চান তাহলে দালাল থেকে সাবধান। বর্তমানে অনেক দালাল চক্র রয়েছে যারা আপনার
ক্ষতি করতে পারে।
আরো পড়ুন : সৌদি ভিসা চেক অনলাইন
আপনি যদি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে চান তাহলে অবশ্যই আজকের এই
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও
ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই
আপনার কানাডা যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url