কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য অনেকেই অনেক সার্চ করে
জানতে চেয়েও সঠিক তথ্য পাচ্ছেন না। কোনো সমস্যা নাই আজকের এই আর্টিকেলে আমরা
কুমিল্লা থেকে ঢাকা সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
কুমিল্লা টু ঢাকা দূরত্ব রেলপথ হওয়ায় সবাই ট্রেনে চলাচল করতে পছন্দ করেন। ট্রেনে
নিরাপদ চলাচলের জন্য কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সকল বিষয় গুলো জানতে হবে। আজকের
এই আর্টিকেলটি পড়লে আপনি কুমিল্লা টু ঢাকা ট্রেনের সকল বিষয় গুলো বিস্তারিত জানতে
পারবেন।
পেজ সূচিপত্র : কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী জানুন
- কুমিল্লা টু ঢাকা যেসকল ট্রেন চলাচল করে
- কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
- কুমিল্লা টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
- কুমিল্লা টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা ২০২৫
- কুমিল্লা টু ঢাকা রেলপথের দূরত্ব কত কিলোমিটার
- কুমিল্লা টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা
- লেখকের মন্তব্য : কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী
কুমিল্লা টু ঢাকা যেসকল ট্রেন চলাচল করে
কুমিল্লা টু ঢাকা যেসকল ট্রেন চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি
যদি কুমিল্লা টু ঢাকা নিয়মিত ট্রেন চলাচল করতে পছন্দ করেন তাহলে আপনাকে অবশ্যই
কুমিল্লা টু ঢাকা যে ট্রেন গুলো চলাচল করে তা সম্পর্কে জানতে হবে।আপনি যদি
কুমিল্লা টু ঢাকা যে ট্রেনগুলো চলাচল করে তা না জানেন তাহলে সঠিক সময়ে পৌঁছাতে
পারবেন না। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য প্রতিদিন প্রায় ৯ টি ট্রেন চলাচল করে।
এই ট্রেনগুলোতে আপনি নিরাপদ ও আরামদায়ক ভাবে কুমিল্লা থেকে ঢাকা যেতে পারবেন।
আপনাদের সুবিধার জন্য নিচে কুমিল্লা টু ঢাকা যে ট্রেন গুলো চলাচল করে তা তালিকা
দেওয়া হলো :
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নম্বর |
---|---|---|
০১ | মহানগর গোধূলি | ৭০৩ |
০২ | তৃর্ণা এক্সপ্রেস | ৭৪১ |
০৩ | উপকূল এক্সপ্রেস | ৭১১ |
০৪ | মহানগর এক্সপ্রেস | ৭২১ |
০৫ | ঢাকা মেইল | ০১ |
০৬ | চট্রলা এক্সপ্রেস | ৬৭ |
০৭ | কর্ণফুলী এক্সপ্রেস | ০৩ |
০৮ | ঢাকা এক্সপ্রেস | ১১ |
০৯ | কুমিল্লা কমিউটার | ৮৯ |
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য অনেকেই অনেক জায়গায়
খোজাখুজি করেন। আপনি যদি কুমিল্লা টু ঢাকা নিয়মিত ট্রেনে চলাচল করেন তাহলে আপনাকে
অবশ্যই কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। সময়সূচী জানা থাকলে
সহজেই ভ্রমণ করতে পারবেন। আর যাই আপনি ট্রেনের সময়সূচী না জানেন তাহলে ভোগান্তিতে
পড়বেন। সঠিক সময়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তাই আপনাদের সুবিধার জন্য
নিচে কুমিল্লা টু ঢাকা সকল ট্রেনের সময়সূচী তালিকা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
---|---|---|---|
০১ | মহানগর গোধূলি (৭০৩) | বিকেল ০৫:৫৪ | রাত ০৯:১০ |
০২ | তৃর্ণা এক্সপ্রেস (৭৪১) | রাত ০১:৪২ | সকাল ০৫:২৫ |
০৩ | উপকূল এক্সপ্রেস (৭১১) | সকাল ০৮:০১ | সকাল ১১:৫০ |
০৪ | মহানগর এক্সপ্রেস (৭২১) | বিকেল ০৩:১৯ | সন্ধ্যা ৭:০০ |
০৫ | ঢাকা মেইল (০১) | রাত ০১:৩০ | সকাল ০৬:৫৫ |
০৬ | চট্রলা এক্সপ্রেস (৬৭) | সকাল ১১:৪০ | বিকেল ০৩:৩৫ |
০৭ | কর্ণফুলী এক্সপ্রেস (০৩) | দুপুর ০১:৩০ | সন্ধ্যা ৭:৪৫ |
০৮ | ঢাকা এক্সপ্রেস (১১) | রাত ১১:৩৩ | সকাল ৬:৪০ |
০৯ | কুমিল্লা কমিউটার (৮৯) | সকাল ৬:১০ | দুপুর ১২:৫০ |
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যারা কুমিল্লা টু ঢাকা নিয়মিত ট্রেন চলাচল করে। কারণ আপনি যদি কুমিল্লা
টু ঢাকা ট্রেনে চলাচল করতে চান এবং কুমিল্লা টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
না জানেন তাহলে ভোগান্তিতে পড়বেন।আমরা সবাই জানি প্রতিটি ট্রেন রক্ষণাবেক্ষণ ও
যোগাযোগের মান উন্নত করতে সপ্তাহে একদিন বন্ধ রাখা হয়। তাই ভোগান্তি এড়াতে
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো জেনে নিন।সিলেট টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন ।
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ছুটির দিন |
---|---|---|
০১ | মহানগর গোধূলি (৭০৩) | নাই |
০২ | তৃর্ণা এক্সপ্রেস (৭৪১) | নাই |
০৩ | উপকূল এক্সপ্রেস (৭১১) | বুধবার |
০৪ | মহানগর এক্সপ্রেস (৭২১) | রবিবার |
০৫ | ঢাকা মেইল (০১) | নাই |
০৬ | চট্রলা এক্সপ্রেস (৬৭) | মঙ্গলবার |
০৭ | কর্ণফুলী এক্সপ্রেস (০৩) | নাই |
০৮ | ঢাকা এক্সপ্রেস (১১) | নাই |
০৯ | কুমিল্লা কমিউটার (৮৯) | মঙ্গলবার |
কুমিল্লা টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা ২০২৫
কুমিল্লা টু ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।
বিশেষ করে যারা কুমিল্লা টু ঢাকা নিয়মিত ট্রেনে চলাচল করেন তাদের কুমিল্লা টু
ঢাকা ট্রেনের ভাড়া সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কুমিল্লা টু ঢাকা
নিয়মিত ট্রেন চলাচল করেন কিন্তু ট্রেনের ভাড়া সম্পর্কে না জানেন তাহলে প্রতারিত
হতে পারেন।আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট থেকে
টিকেট বুকিং করতে পারবেন। কুমিল্লা টু ঢাকা ট্রেনের আসন ভেদে ভাড়া আলাদা আলাদা
হয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য নিচে কুমিল্লা টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা দেওয়া
হলো :
ক্রমিক নম্বর | আসনের নাম | ট্রেন ভাড়া |
---|---|---|
০১ | শোভন | ৫৬০ |
০২ | শোভন চেয়ার | ২০৫ |
০৩ | প্রথম আসন | ২৭০ |
০৪ | স্নিগ্ধা | ৩৯১ |
০৫ | প্রথম বার্থ | ৪০৫ |
০৬ | এসি সিট | ৪৬৬ |
০৭ | এসি বার্থ | ৭০২ |
কুমিল্লা টু ঢাকা রেলপথের দূরত্ব কত কিলোমিটার
কুমিল্লা টু ঢাকা রেলপথের দূরত্ব কত কিলোমিটার তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
বিশেষ করে যারা কুমিল্লা টু ঢাকা নিয়মিত ট্রেন চলাচল করেন তারা সময় নির্ধারণের
জন্য কুমিল্লা টু ঢাকা কত কিলোমিটার তা জানতে চান। কুমিল্লা টু ঢাকা রেলপথের
দূরত্ব প্রায় ১৯৬ কিলোমিটার। কুমিল্লা থেকে ঢাকা ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৫-৭
ঘন্টা। তবে ইন্টাসিটি ট্রেনগুলো খুবই তাড়াতাড়ি যেতে পারে। আপনি যদি কুমিল্লা টু
ঢাকা তাড়াতাড়ি যেতে চান তাহলে ইন্টারসিটি ট্রেনে ৩-৪ ঘন্টাই যেতে পারবেন।ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে জানুন ।
কুমিল্লা টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা
কুমিল্লা টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা
কুমিল্লা থেকে নিয়মিত ঢাকায় ট্রেন চলাচল করেন। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য
ট্রেন ছাড়ার পর অনেক গুলো স্টেশনে বিরতি দিয়ে থাকে। এসব স্টেশনে যাত্রী উঠে আবার
নামে। কুমিল্লা টু ঢাকা প্রতিদিন অনেক গুলো ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো সব
আলাদা আলাদা স্টেশনে বিরতি দিয়ে থাকে। তবে ইন্টারসিটি ট্রেনগুলো সাধারণ প্রধান
প্রধান স্টেশন গুলোতে বিরতি দিয়ে থাকে। আর মেইল ট্রেনগুলো সাধারণত সব স্টেশনেই
বিরতি দেয়। নিচে কুমিল্লা টু ঢাকা ট্রেনের সকল স্টপেজ স্টেশন তালিকা দেওয়া হলো :
- কুমিল্লা স্টেশন
- আখাউড়া
- ব্রাহ্মণবাড়িয়া
- আশুগঞ্জ
- ভৈরব
- নরসিংদী
- টঙ্গী
- বিমানবন্দর
- ক্যান্টনমেন্ট
- ঢাকা কমলাপুর
লেখকের মন্তব্য : কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কুমিল্লা টু ঢাকা একটি দূরত্বময় রেলপথ। এই
লাইনে প্রতিদিন প্রায় অনেক ট্রেন চলাচল করে। আপনি যদি কুমিল্লা টু ঢাকা ট্রেনে
চলাচল করতে পছন্দ করেন তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
আরো পড়ুন : কুমিল্লা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া
এছাড়াও আজকের এই আর্টিকেলে কুমিল্লা টু ঢাকা ট্রেন স্টপেজ স্টেশন সম্পর্কেও
আলোচনা করেছি। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে
আপনার পরিচিত দের সাথে শেয়ার করুন। এতোখন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url