ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি যদি ঢাকা
থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
বাংলাদেশের সবচেয়ে ব্যস্তময় রেলপথ হলো ঢাকা টু রাজশাহী। আজকের এই আর্টিকেলে ঢাকা
টু রাজশাহীর সময়সূচী, ভাড়া এবং অন্য অন্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
তাহলে চলুন বিস্তারিত জেনে নি।
পেজ সূচীপত্র : ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী সম্পর্কে জানুন
- ঢাকা টু রাজশাহী ট্রেনের তালিকা ২০২৫
- ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট ও ভাড়া ২০২৫
- ঢাকা টু রাজশাহী ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ২০২৫
- ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট
- ঢাকা টু রাজশাহী কত কিলোমিটার
- ঢাকা টু রাজশাহী সকল ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা ২০২৫
- লেখকের মন্তব্য : ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
ঢাকা টু রাজশাহী ট্রেনের তালিকা ২০২৫
ঢাকা টু রাজশাহী ট্রেনের তালিকা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। অনেকেই ঢাকা টু
রাজশাহী ট্রেনের তালিকা সম্পর্কে বিভিন্ন জায়গায় জানতে চেয়েছেও সঠিক তথ্য খুঁজে
পাচ্ছেন না। আমি আপনাকে জানাচ্ছি ঢাকা টু রাজশাহী সারাদিনে মোট ৫ টি ট্রেন চলাচল
করে। অনেকেই ঢাকা টু রাজশাহী নিয়মিত চলাচল করেন। ঢাকা টু রাজশাহী দূরত্ব বেশি
হওয়ায় নিরাপদ ও আরামদায়ক হিসেবে ট্রেন সবার পছন্দ।আপনি যদি ঢাকা টু রাজশাহী
নিয়মিত চলাচল করেন তাহলে আজকের এই তালিকা টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে
ঢাকা টু রাজশাহী ট্রেনের তালিকা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নম্বর |
---|---|---|
০১ | পদ্মা এক্সপ্রেস | ৭৫৯ |
০২ | সিল্কসিটি এক্সপ্রেস | ৭৫৩ |
০৩ | ধূমকেতু এক্সপ্রেস | ৭৬৯ |
০৪ | বনলতা এক্সপ্রেস | ৭৯১ |
০৫ | চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস | ৭৯৩ |
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী সম্পর্কে আমরা অনেকেই জানি না। ঢাকা টু রাজশাহী
যারা নিয়মিত চলাচল করেন তারা বিভিন্ন জায়গায় সার্চ করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন
না। ঢাকা টু রাজশাহী বাংলাদেশের সবচেয়ে বড়ো দূরত্বময় রেলপথ। আপনি যদি ঢাকা টু
রাজশাহী নিয়মিত চলাচল করেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশ মনোযোগ দিয়ে পড়ুন। ঢাকা
টু রাজশাহী নিয়মিত ৫ টি ট্রেন চলাচল করে। নিচে ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
দেওয়া হলো :
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নম্বর | ছাড়ার সময় (ঢাকা) | পৌঁছানোর সময় (রাজশাহী) |
---|---|---|---|---|
০১ | পদ্মা এক্সপ্রেস | ৭৫৯ | রাত ১০:৪৫ | ভোর ৪:২৫ |
০২ | সিল্কসিটি এক্সপ্রেস | ৭৫৩ | ০২:৪৫(দুপুর) | ০৮:৩০(রাত) |
০৩ | ধূমকেতু এক্সপ্রেস | ৭৬৯ | সকাল ৬:০০ | সকাল ১১:৪০ |
০৪ | বনলতা এক্সপ্রেস | ৭৯১ | ১:৩০(বিকেল) | ৬:২৫(সন্ধ্যা) |
০৫ | চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস | ৭৯৩ | (সকাল)৫:৪৫ (বিমানবন্দর) | ১২:৩০(দুপুর) |
ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট ও ভাড়া ২০২৫
ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট ও ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।ঢাকা টু
রাজশাহী দূরত্ব অনেক বেশি হওয়ায় বেশির ভাগ মানুষই ট্রেন এ চলাচল করতে পছন্দ
করেন।ঢাকা টু রাজশাহী নিয়মিত পাঁচটি ট্রেন চলাচল করে এসব ট্রেনগুলোতে আপনি নিরাপদ
ও আরামদায়ক ভাবে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন।নিচে ঢাকা টু রাজশাহী সকল ট্রেন
ভাড়ার তালিকা দেওয়া হলো :
ঢাকা টু রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নম্বর | আসনের নাম | ভাড়ার তালিকা (১৫% ভ্যাটসহ) |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৪০৫ টাকা |
০২ | স্নিগ্ধা | ৭৭১ টাকা |
০৩ | এসি সিট | ৯২৬ টাকা |
০৪ | এসি বার্থ | ১৩৮৬ টাকা |
ঢাকা টু রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নম্বর | আসনের নাম | ভাড়ার তালিকা (১৫% ভ্যাটসহ) |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৪০৫ টাকা |
০২ | স্নিগ্ধা | ৭৭১ টাকা |
০৩ | এসি সিট | ৯২৬ টাকা |
ঢাকা টু রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নম্বর | আসনের নাম | ভাড়ার তালিকা (১৫% ভ্যাটসহ) |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৪০৫ টাকা |
০২ | স্নিগ্ধা | ৭৭১ টাকা |
০৩ | এসি সিট | ৯২৬ টাকা |
ঢাকা টু রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নম্বর | আসনের নাম | ভাড়ার তালিকা (১৫% ভ্যাটসহ) |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৫১৫ টাকা |
০২ | স্নিগ্ধা | ৯৭৮ টাকা |
০৩ | এসি সিট | ১১৭৩ টাকা |
ঢাকা টু রাজশাহী চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নম্বর | আসনের নাম | ভাড়ার তালিকা (১৫% ভ্যাটসহ) |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৫৬৫ টাকা |
০২ | স্নিগ্ধা | ১,০৭০ টাকা |
০৩ | এসি সিট | ১,২৮৮ টাকা |
ঢাকা টু রাজশাহী ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ২০২৫
ঢাকা টু রাজশাহী ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো সম্পর্কে অনেকেই জানতে
চেয়েছেন। ঢাকা টু রাজশাহী বাংলাদেশের সবচেয়ে বড়ো রেলপথ। এই লাইনে প্রতিদিন অনেক
ট্রেন চলাচল করে। ঢাকা টু রাজশাহী মোট পাঁচটি এবং অন্য অন্য ট্রেন চলাচল করে।
আমরা সবাই জানি প্রতিটি ট্রেনের সপ্তাহে এক দিন ছুটি থাকে।
ট্রেন ও ট্রেন লাইন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার মান আরো উন্নত করতে প্রতি সপ্তাহে
এক দিন বন্ধ রাখা হয়। আপনি যদি ঢাকা টু রাজশাহী নিয়মিত চলাচল করেন কিন্তু ট্রেনের
সাপ্তাহিক ছুটির দিন গুলো না জানেন তাহলে ভোগান্তিতে পড়তে হবে। নিচে ঢাকা টু
রাজশাহী ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো দেওয়া হলো :
ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নম্বর | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|
০১ | পদ্মা এক্সপ্রেস | ৭৫৯ | মঙ্গলবার |
০২ | সিল্কসিটি এক্সপ্রেস | ৭৫৩ | রবিবার |
০৩ | ধূমকেতু এক্সপ্রেস | ৭৬৯ | বৃহস্পতিবার |
০৪ | বনলতা এক্সপ্রেস | ৭৯১ | শুক্রবার |
০৫ | চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস | ৭৯৩ | শনিবার |
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট কিভাবে সংগ্রহ করবেন তা অনেকেই জানতে
চেয়েছেন। আমরা অনেকেই স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে অনেক বিরক্তি অনুভব করি। আপনি
চাইলে লাইনে না দাড়িয়ে বাড়িতে বসে থেকেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন
টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন টিকিট সংগ্রহ করতে
নিচের দেখানো স্টেপ গুলো ফলো করুন।
- ঢাকা টু রাজশাহী অনলাইন টিকিট সংগ্রহের জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।
- এর পর Register বাটনে একটা ক্লিক করুন। এর পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার নাম,মোবাইল নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি সঠিক ভাবে পূরণ করুন।এভাবে রেজিষ্ট্রেশন সম্পুর্ন করুন।
- এর পর আপনার ইউজার নেম ও যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা দিয়ে লগইন করুন।
- এর পর অনলাইন টিকিট এ গিয়ে From ঢাকা To রাজশাহী দিন। এর পর আপনার যাত্রার তারিখ সিলেক্ট করুন।
- এর পর Search Train এ একটা ক্লিক করুন। এর পর আপনি যে ট্রেন এ যাত্রা করতে চাচ্ছেন সেই ট্রেন সিলেক্ট করুন।
- এর পর আপনি ট্রেনের কোন ক্লাস এর সিট এ যেতে চান তা সিলেক্ট করুন। এর পর আপনার নাম, বয়স, ইত্যাদি দিন
- এর পর আপনাকে টিকিট এর টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখবেন বিকাশ, নগদ, রকেট সবকিছুই রয়েছে যে কোনো একটি দিয়ে পেমেন্ট কনফার্ম করলে আপনার অনলাইন টিকিট চলে আসবে।
ঢাকা টু রাজশাহী কত কিলোমিটার
ঢাকা টু রাজশাহী কত কিলোমিটার তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা টু রাজশাহী
যারা নিয়মিত চলাচল করেন তাদের অনেকেরই জানতে ইচ্ছে করে ঢাকা টু রাজশাহী কত
কিলোমিটার। ঢাকা টু রাজশাহী রেলওয়ে অনেক দুরন্ত রেলপথ। ঢাকা টু রাজশাহী রেলপথে
প্রায় ২৪৫ কিলোমিটার। ঢাকা টু রাজশাহী ট্রেনে চলাচল করতে আপনার প্রায় ৫-৭ ঘন্টা
সময় লাগবে।
তবে সব ট্রেনে এক সময় লাগে না ট্রেন ভেদে সময় কমবেশি হতে পারে। এছাড়াও আপনি যদি
সড়ক পথে ঢাকা টু রাজশাহী চলাচল করতে পারবেন। ঢাকা টু রাজশাহী সড়ক পথে প্রায় ২৫৬
কিলোমিটার। সড়ক পথে ঢাকা থেকে রাজশাহী যেতে আপনার প্রায় ৭-৮ ঘন্টা সময় লাগবে। তবে
বর্তমানে ঢাকা শহরে অনেক যানজট এজন্য সময় কম বেশি হতে পারে।
ঢাকা টু রাজশাহী সকল ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা ২০২৫
ঢাকা টু রাজশাহী সকল ট্রেনের স্টপেজ তালিকা অনেকেই অনেক জায়গায় খোজাখুজি করেও
সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে যারা নিয়মিত ঢাকা টু রাজশাহী চলাচল করেন
তাদের অনেকের জানতে ইচ্ছে করে ঢাকা টু রাজশাহীর মধ্যে কত গুলো স্টপেজ স্টেশন
রয়েছে। এসব ট্রেন গুলো থেকে মানুষ উঠে আবার নামে। আজকের আর্টিকেলের এই অংশ মনোযোগ
দিয়ে পড়লে আপনি ঢাকা টু রাজশাহী সকল ট্রেনের স্টপেজ তালিকা পেয়ে যাবেন। নিচে ঢাকা
টু রাজশাহী সকল ট্রেনের স্টপেজ তালিকা দেওয়া হলো :
ঢাকা টু রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকা
ক্রমিক নম্বর | স্টেশন নাম | ছাড়ার সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | ১০:৪৫ |
০২ | বিমানবন্দর | ১১:০৮ |
০৩ | জয়দেবপুর | ১১:৩৬ |
০৪ | টাঙ্গাইল | ১২:৩২ |
০৫ | বঙ্গবন্ধু সেতু পূর্ব | ১২:৫৪ |
০৬ | শহীদ এম মনসুর আলী | ০১:৩০ |
০৭ | উল্লাপাড়া | ০১:৫০ |
০৮ | বড়াল ব্রিজ | ০২:১৪ |
০৯ | চাটমোহর | ০২:৩৭ |
১০ | ঈশ্বরদী বাইপাস | ০৩:০৬ |
১১ | আব্দুলপুর | ০৩:২৪ |
১২ | রাজশাহী | ০৪:২৫ |
ঢাকা টু রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকা
ক্রমিক নম্বর | স্টেশন নাম | ছাড়ার সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | ০২:৪৫ |
০২ | বিমানবন্দর | ০৩:০৩ |
০৩ | জয়দেবপুর | ০৩:৩০ |
০৪ | মির্জাপুর | ০৪:১২ |
০৫ | টাঙ্গাইল | ০৪:৩৮ |
০৬ | বঙ্গবন্ধু সেতু পূর্ব | ০৫:০৪ |
০৭ | শহীদ এম মনসুর আলী | ০৫:৪০ |
০৮ | জামতৈল | ০৫:৪৯ |
০৯ | উল্লাপাড়া | ০৬:০৮ |
১০ | বড়াল ব্রিজ | ০৬:২৪ |
১১ | চাটমোহর | ০৬:৪৭ |
১২ | ঈশ্বরদী বাইপাস | ০৭:২১ |
১৩ | আব্দুলপুর | ০৭:৩৮ |
১৪ | রাজশাহী | ০৮:৩০ |
ঢাকা টু রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকা
ক্রমিক নম্বর | স্টেশন নাম |
---|---|
০১ | ঢাকা (কমলাপুর) |
০২ | বিমানবন্দর |
০৩ | রাজশাহী |
০৪ | চাঁপাইনবাবগঞ্জ |
টাকা টু রাজশাহী চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকা
ক্রমিক নম্বর | স্টেশন নাম |
---|---|
০১ | ঢাকা (কমলাপুর) |
০২ | তেজগাঁও |
০৩ | বিমানবন্দর |
০৪ | টঙ্গী |
০৫ | জয়দেবপুর |
০৬ | মৌচাক |
০৭ | মির্জাপুর |
০৮ | চাটমোহর |
০৯ | গোফুরাবাদ |
১০ | মুলাডুলি |
১১ | মাঝগ্রাম |
১২ | ঈশ্বরদী জংশন |
১৩ | আজিমনগর |
১৪ | আব্দুলপুর |
১৫ | লোকমানপুর |
১৬ | আড়ানী |
১৭ | নন্দনগাছি |
১৮ | সরদহ রোড |
‘১৯ | হরিয়ান |
২০ | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
২১ | রাজশাহী |
২২ | রাজশাহী কোর্ট |
২৩ | শীতলাই |
২৪ | ২৪ নগর |
২৫ | কাকনহাট |
২৬ | ললিতনগর |
২৭ | আমনুরা |
২৮ | চাঁপাইনবাবগঞ্জ |
ঢাকা টু রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকা
ক্রমিক নম্বর | স্টেশন নাম | ছাড়ার সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | ৬:০০ |
০২ | বিমানবন্দর | ৬:২৭ |
০৩ | জয়দেবপুর | ৬:৫৭ |
০৪ | টাঙ্গাইল | ৭:৫৫ |
০৫ | বঙ্গবন্ধু সেতু পূর্ব | ৮:১৭ |
০৬ | শহীদ এম মনসুর আলী | ৮:৫৪ |
০৭ | জামতৈল | ৯:০৫ |
০৮ | উল্লাপাড়া | ৯:১৯ |
০৯ | বড়াল ব্রিজ | ৯:৪৬ |
১০ | চাটমোহর | ১০:০৩ |
১১ | ঈশ্বরদী বাইপাস | ১০:২৫ |
১২ | আব্দুলপুর | ১০:৪১ |
১৩ | আড়ানি | ১০:৫৫ |
১৪ | রাজশাহী | ১১:৪০ |
লেখকের মন্তব্য : ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক আজকের আর্টিকেলে ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আপনি কিভাবে অনলাইনে আপনার ঢাকা টু রাজশাহীর
টিকিট সংগ্রহ করবেন তা নিয়েও বিস্তারিত বলেছি।এছাড়াও ঢাকা টু রাজশাহী কয়েকটি
ট্রেন চলাচল করে এবং কোন ট্রেন কোন কোন স্টেশনে স্টপেজ দেয় তা নিয়েও আলোচনা
করেছি।
এছাড়াও কোন ট্রেন কোন দিন বন্ধ রাখা হয় তা নিয়েও আলোচনা করেছি। আপনি যদি ঢাকা টু
রাজশাহী একজন নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। প্রিয় পাঠক
ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম তথ্য মূলক আর্টিকেল পেতে ফলো করে পাশে থাকুন
ধন্যবাদ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url