ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে জানুন
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন যাত্রা ঢাকা থেকে খুলনা। আজকের এই আর্টিকেলে আমরা
ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ঢাকা টু খুলনা যাতায়াতের সহজ ও অল্প খরচের একমাত্র মাধ্যম হলো ট্রেন। আজকের এই
আর্টিকেলটি সম্পুর্ন পড়া শেষ হলে ঢাকা টু খুলনা ট্রেনের সকল তথ্য পেয়ে যাবেন।
পেজ সূচীপত্র : ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
- ঢাকা টু খুলনা যে সকল ট্রেন চলাচল করে ২০২৫
- ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
- ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
- চিত্রা এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
- ঢাকা টু খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
- সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
- ঢাকা টু খুলনা নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
- ঢাকা টু খুলনা ট্রেনে যেতে কত সময় লাগে
- শেষ কথা : ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
ঢাকা টু খুলনা যে সকল ট্রেন চলাচল করে ২০২৫
ঢাকা টু খুলনা যে সকল ট্রেন চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা
থেকে খুলনার দুরত্ব বেশি হওয়ায় মানুষের যোগাযোগের নিরাপদ ও আরামদায়ক এক মাত্র
মাধ্যম হলো ট্রেন। অনেক মানুষ ঢাকা থেকে খুলনা ট্রেন এ যাওয়ার জন্য ঢাকা টু খুলনা
ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চান। ঢাকা থেকে খুলনা আরাম ও নিরাপদে
যাওয়ার জন্য চারটি ট্রেন চলাচল করে। এই চারটি ট্রেন এর যে কোনো ট্রেন এ আপনি ঢাকা
টু খুলনা চলাচল করতে পারবেন। নিচে ঢাকা টু খুলনা চলাচলের ট্রেন এর নাম ট্রেন
নম্বর গুলো দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ট্রেন নম্বর |
---|---|---|
০১ | চিত্রা এক্সপ্রেস | ৭৬৪ |
০২ | সুন্দরবন এক্সপ্রেস | ৭২৬ |
০৩ | নকশিকাঁথা এক্সপ্রেস | ৮২৮ |
০৪ | জাহানাবাদ এক্সপ্রেস | ৮২৬ |
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে আমরা অনেকেই জানি। অনেকেই ঢাকা
থেকে খুলনার দূরত্ব বেশি হওয়ায় ট্রেন এ নিরাপদে চলাচল করতে পছন্দ করেন। কিন্তু
ঢাকা থেকে খুলনা যাওয়ার ট্রেন এর সময়সূচী সম্পর্কে জানেন। এজন্য বিভিন্ন জায়গায়
খোঁজাখুজি করে সঠিক তথ্য পাচ্ছেন না। আমি বলছি ঢাকা থেকে খুলনা যাওয়ার মোট চারটি
ট্রেন রয়েছে। এসব ট্রেন গুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতে
পারে।নিচে ঢাকা টু খুলনার চারটি ট্রেনের নাম ও সময়সূচী দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ট্রেন নম্বর | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
---|---|---|---|---|
০১ | চিত্রা এক্সপ্রেস | ৭৬৪ | ৭:00 (সন্ধ্যা) | ০৩:৪০ (পরদিন ভোর) |
০২ | সুন্দরবন এক্সপ্রেস | ৭২৬ | ০৮:১৫ (সকাল) | ৩:৫০ (বিকেল) |
০৩ | নকশিকাঁথা এক্সপ্রেস | ৮২৮ | ১১:৪০ (সকাল) | ১০:২০ (রাত) |
০৪ | জাহানাবাদ এক্সপ্রেস | ৮২৬ | ৮:০০ (রাত) | ১১:৪০ (রাত) |
ঢাকা টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে আমরা অনেকেই জানি না।
বাংলাদেশের সবচেয়ে ব্যস্তময় ট্রেন চলাচল হয় এই লাইনে। এই লাইনে ভিন্ন ভিন্ন
ট্রেন দিয়ে ৭ টি ট্রেন চলাচল করে। এই ট্রেন গুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনার মান
উন্নত করতে প্রতি সপ্তাহে এক দিন বন্ধ রাখা হয়। আপনি যদি ঢাকা টু খুলনা ট্রেনের
সাপ্তাহিক ছুটি সম্পর্কে না জানেন তাহলে অনেক ভোগান্তিতে পড়তে হবে । তাই
ভোগান্তি এড়াতে ঢাকা টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটি সম্পর্কে জেনে নিন।নিচে
ঢাকা টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ট্রেন নম্বর | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|
০১ | চিত্রা এক্সপ্রেস | ৭৬৪ | রবিবার |
০২ | সুন্দরবন এক্সপ্রেস | ৭২৬ | বুধবার |
০৩ | নকশিকাঁথা এক্সপ্রেস | ৮২৮ | নেই |
০৪ | জাহানাবাদ এক্সপ্রেস | ৮২৬ | সোমবার |
ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। যারা ঢাকা টু
খুলনা নিয়মিত চলাচল করেন বিশেষ করে তাদের জন্য ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়া জানা
খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু খুলনা চলাচলের সহজ মাধ্যম ট্রেন হওয়ায় বেশির ভাগ
মানুষ এই ট্রেন এ চলাচল করেন। আপনি যদি ঢাকা টু খুলনা ট্রেন এ চলাচল করেন আর ঢাকা
টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক না জানেন তাহলে প্রতারিত হতে
পারেন। কেননা বর্তমানে সকল জায়গায় দালাল চক্র রয়েছে যারা আপনার থেকে টিকিটের দাম
বেশি নিতে পারে।নিচে ঢাকা টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো :
ঢাকা টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নাম্বার | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৬২৫ টাকা |
০২ | স্নিগ্ধা | ১,১৯৬ টাকা |
০৩ | এসি চেয়ার | ১,৪৩২ টাকা |
ঢাকা টু খুলনা চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নাম্বার | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৬৩০ টাকা |
০২ | স্নিগ্ধা | ১,২০৮টাকা |
০৩ | এসি বার্থ | ২,১৬৮ টাকা |
ঢাকা টু খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নাম্বার | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | শোভন চেয়ার | ৪৪৫ টাকা |
০২ | স্নিগ্ধা (এসি চেয়ার) | ৮১৫ টাকা |
০৩ | এসি বার্থ | ১,০১৮ টাকা |
ঢাকা টু খুলনা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
ক্রমিক নাম্বার | আসনের নাম | ভাড়ার তালিকা |
---|---|---|
০১ | শোভন | ৩৯০ টাকা |
০২ | শোভন চেয়ার | ৪৬৫ টাকা |
০৩ | প্রথম শ্রেণি | ৬২০ টাকা |
০৪ | প্রথম শ্রেণি বার্থ | ৯৩০ টাকা |
০৫ | স্নিগ্ধা | ৮৯১ টাকা |
০৬ | এসি চেয়ার | ১,০৭০ টাকা |
০৭ | এসি বার্থ | ১,৫৯৯ টাকা |
চিত্রা এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
ঢাকা টু খুলনা চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচলের সময় অনেক কয়েকটি স্টেশনে স্টপেজ
দিয়ে থাকে।যে স্টেশন গুলোতে যাত্রীদের সুবিধা মতো নামে এবং উঠে।তাই অনেক মানুষ
জানতে চেয়েছেন ঢাকা টু খুলনা চিত্রা এক্সপ্রেস কোন কোন স্টেশনে স্টপেজ দেয়। নিচে
ঢাকা টু খুলনা চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজ স্টেশন গুলোর নাম দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | স্টেশন নাম | আগমনের সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | ০৭:০০ |
০২ | বিমানবন্দর | ০৭:২৭ |
০৩ | জয়দেবপুর | ০৭:৫৫ |
০৪ | টাঙ্গাইল | ০৮:৫৮ |
০৫ | বঙ্গবন্ধু সেতু পূর্ব | ০৯:২০ |
০৬ | শহীদ এম. মনসুর আলী | ০৯:৫৬ |
০৭ | উল্লাপাড়া | ১০:১৪ |
০৮ | বড়াল ব্রিজ | ১০:৩৪ |
০৯ | চাটমোহর | ১০:৪৯ |
১০ | ঈশ্বরদী জংশন | ১১:১৫ |
১১ | ভেড়ামারা | ১১:৫৫ |
১২ | পোড়াদহ | ১২:১৬ |
১৩ | আলমডাঙ্গা | ১২:৩৫ |
১৪ | চুয়াডাঙ্গা | ১২:৫৫ |
১৫ | কোটচাঁদপুর | ০১:৪১ |
১৬ | মোবারকগঞ্জ | ০১:৫২ |
১৭ | যশোর | ০২:২০ |
১৮ | নওয়াপাড়া | ০২:৫২ |
১৯ | খুলনা | ০৩:৪০ |
ঢাকা টু খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
ঢাকা টু খুলনা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সম্পর্কে অনেকেই জানতে
চেয়েছেন। ঢাকা থেকে খুলনা যাওয়ার আরামদায়ক মাধ্যম হলো ট্রেন। ঢাকা থেকে খুলনা
যেতে সবচেয়ে কম স্টপেজ দেয় এই ট্রেন। আপনি যদি খুলনা তাড়াতাড়ি এবং আরামদায়ক ভাবে
যেতে চান তাহলে জাহানাবাদ এক্সপ্রেস এ যেতে পারেন। নিচে ঢাকা টু খুলনা জাহানাবাদ
এক্সপ্রেস এর স্টপেজ তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | স্টেশন নাম | আগমনের সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | রাত ৮:০০ |
০২ | ভাঙ্গা জংশন | ০৯:০৩ |
০৩ | কাশিয়ানী | ০৯:৩৪ |
০৪ | লোহাগড়া | ০৯:৪৮ |
০৫ | নড়াইল | ১০:০১ |
০৬ | সিঙ্গিয়া জংশন | ১০:১৫ |
০৭ | নওয়াপাড়া | ১০:৪০ |
০৮ | খুলনা | ১১:৪৫ |
সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু খুলনা ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
ঢাকা টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ স্টেশন সম্পর্কে অনেকেই জানতে
চেয়েছেন। ঢাকা টু খুলনা চলাচলের সময় অনেকেরই জানতে ইচ্ছে করে কোন কোন স্টেশনে
স্টপেজ দেয়। আবার অনেকেই এসব স্টেশনে নামতে চান।আজকের আর্টিকেলের এই অংশে আমি
আপনাকে জানিয়ে দিবো ঢাকা টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস স্টপেজ স্টেশন। নিচে ঢাকা
টু খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | স্টেশন নাম | আগমনের সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | ০৮:১৫ |
০২ | বিমানবন্দর | ০৮:৪২ |
০৩ | জয়দেবপুর | ০৯:১২ |
০৪ | মির্জাপুর | ০৯:৫৭ |
০৫ | টাঙ্গাইল | ১০:২৮ |
০৬ | বঙ্গবন্ধু সেতু পূর্ব | ১০:৪৫ |
০৭ | শহীদ এম. মনসুর আলী | ১১:২১ |
০৮ | জামতাইল | ১১:৩২ |
০৯ | উল্লাপাড়া | ১১:৪৬ |
১০ | বড়াল ব্রিজ | ১২:০৮ |
১১ | চাটমোহর | ১২:২৪ |
১২ | ঈশ্বরদী | ০১:০০ |
১৩ | ভেড়ামারা | ০১:৪০ |
১৪ | মিরপুর | ০১:৫৪ |
১৫ | পোড়াদহ | ০২:০৫ |
১৬ | আলমডাঙ্গা | ০২:২৪ |
১৭ | চুয়াডাঙ্গা | ০২:৪১ |
১৮ | দর্শনা | ০৩:১৫ |
১৯ | কোটচাঁদপুর | ০৩:৪২ |
২০ | মোবারকগঞ্জ | ০৩:৫৬ |
২১ | যশোর | ০৪:২১ |
২২ | নওয়াপাড়া | ০৪:৫২ |
২৩ | দৌলতপুর | ০৫:১৯ |
২৪ | খুলনা | ০৫:৪০ |
ঢাকা টু খুলনা নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
ঢাকা টু খুলনা নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ সম্পর্কে আমরা অনেকেই
জানি না। ঢাকা থেকে খুলনা যাওয়ার সহজ মাধ্যম হলো নকশিকাঁতা এক্সপ্রেস। আপনি যদি
ঢাকা থেকে খুলনা যেতে চান তাহলে এই নকশিকাঁথা এক্সপ্রেসেও যেতে পারেন। নিচে ঢাকা
টু খুলনা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন এর স্টপেজ তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | স্টেশন নাম | আগমনের সময় |
---|---|---|
০১ | ঢাকা (কমলাপুর) | ১১:৪০ |
০২ | গেন্ডারিয়া | ১১:৫০ |
০৩ | নিমতলা | ১২:১২ |
০৪ | শ্রীনগর | ১২:২৪ |
০৫ | মাওয়া | ১২:৩৩ |
০৬ | পদ্মা সেতু স্টেশন | ১২:৪৮ |
০৭ | শিবচর | ০১:১০ |
০৮ | ভাঙ্গা জংশন | ০১:২৩ |
০৯ | ভাঙ্গা | ০১:৩১ |
১০ | পুকুরিয়া | ০১:৪১ |
১১ | তালমা | ০১:৫৫ |
১২ | বাখুন্ডা | ০২:০৫ |
১৩ | ফরিদপুর | ০২:১৭ |
১৪ | আমিরাবাদ | ০২:৩১ |
১৫ | খানখানাপুর | ০২:৪৩ |
১৬ | রাজবাড়ী | ০৩:০৫ |
১৭ | বেলগাছি | ০৩:৩৮ |
১৮ | কালুখালী জংশন | ০৩:৫০ |
১৯ | পাংসা | ০৪:৮ |
২০ | মাছপাড়া | ০৪:২০ |
২১ | খোকসা | ০৪:৩১ |
২২ | কুমারখালী | ০৪:৪৩ |
২৩ | কুষ্টিয়া | ০৪:৫৯ |
২৪ | কুষ্টিয়া কোর্ট | ০৫:১৪ |
২৫ | পোড়াদহ জংশন | ০৫:৩২ |
২৬ | হালসা | ০৫:৪৫ |
২৭ | আলমডাঙ্গা | ০৫:৫৫ |
২৮ | মুন্সিগঞ্জ | ০৬:০৭ |
২৯ | চুয়াডাঙ্গা | ০৬:১৯ |
৩০ | দর্শনা হল্ট | ০৬:৪৭ |
৩১ | উথলী | ০৬:৫৮ |
৩২ | আনসারবাড়িয়া | ০৭:০৬ |
৩৩ | সাফদারপুর | ০৭:১৮ |
৩৪ | কোটচাঁদপুর | ০৭:২৯ |
৩৫ | মোবারকগঞ্জ | ০৭:৪৩ |
৩৬ | যশোর | ০৮:১৮ |
৩৭ | নওয়াপাড়া | ০৮:৫০ |
৩৮ | দৌলতপুর | ০৯:২১ |
৩৯ | খুলনা | ১০:২০ |
ঢাকা টু খুলনা ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা টু খুলনা ট্রেনে যেতে কত সময় লাগে তা অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা থেকে খুলনা
সরাসরি চারটি ট্রেন চলাচল করে। এর যে কোনো একটিতে আপনি ঢাকা থেকে খুলনা নিরাপদে
যেতে পারবেন।ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে হবে।
ঢাকা থেকে খুলনা রেলপথের দূরত্ব প্রায় ৪০৪ কিলোমিটার এর মতো। নিচে ঢাকা টু খুলনা
যেতে কোন ট্রেন এর কত মিনিট সময় লাগে নিচে দেওয়া হলো :
- ঢাকা থেকে খুলনা সুন্দরবন এক্সপ্রেস যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট সময় লাগে।
- ঢাকা থেকে খুলনা জাহানাবাদ এক্সপ্রেস যেতে প্রায় ৩ ঘন্টা ৪০ মিনিট এর মতো সময় লাগে।জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচল করে সে জন্য সময় খুবই কম লাগে।
- ঢাকা থেকে খুলনা চিত্রা এক্সপ্রেস যেতে প্রায় ৮ ঘন্টা ৪০ মিনিট এর মতো সময় লাগে।
- ঢাকা থেকে খুলনা নকশিকাঁথা এক্সপ্রেস যেতে প্রায় ১০ ঘন্টা ৪০ মিনিট সময় লাগে।
ওপরে ঢাকা থেকে খুলনা যাওয়ার সকল ট্রেনের সময় দেওয়া হলো। ট্রেন গুলো সব সময় সঠিক
সময়ে
পোঁছাতে পারে না। যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে দেরিও হতে পারে।
শেষ কথা : ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও ঢাকা টু খুলনা চলাচলের ট্রেনের ছুটির
দিন গুলো সম্পর্কেও আলোচনা করেছি। আপনি যদি ঢাকা টু খুলনা নিয়মিত ট্রেন চলাচল
করেন তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। ঢাকা টু খুলনা ট্রেন এর সঠিক
ভাড়া জানা থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না।
আরো পড়ুন :
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড চেক
তাই নিয়ম অনুসরণ করে টিকিট সংগ্রহ করে বাংলাদেশ রেল চলাচল করুন নিরাপদে। প্রিয়
পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে আপনার পরিচিত
মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ
হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url