ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
  ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে জানার জন্য অনেকেই অনেক জায়গায়
  খোজাখুজি করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা থেকে
  পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
  ঢাকা টু পটুয়াখালী দূরত্ব অনেক বেশি। আপনি যদি ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সকল বিষয়ে
  জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পেজ সূচিপত্র : ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী
ঢাকা টু পটুয়াখালী যেসব লঞ্চ চলাচল করে
  ঢাকা টু পটুয়াখালী যেসব লঞ্চ চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানেন না। বিশেষ যারা
  ঢাকা টু পটুয়াখালী নিয়মিত লঞ্চে চলাচল করেন তাদের ঢাকা টু পটুয়াখালী লঞ্চ
  সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সম্পর্কে জানা
  থাকলে সঠিক সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।ঢাকা থেকে পটুয়াখালীর
  উদ্দেশ্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৮ টি লঞ্চ চলাচল করে। নিচে ঢাকা
  টু পটুয়াখালী যেসব লঞ্চ চলাচল করে দেওয়া হলো :
| ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | 
|---|---|
| ০১ | এম ভি এ আর খান ১ | 
| ০২ | এম ভি কাজল ৭ | 
| ০৩ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | 
| ০৪ | এম ভি সাত্তার খান ১ | 
| ০৫ | এম ভি কুয়াকাটা ১ | 
| ০৬ | এম ভি জামাল ৫ | 
| ০৭ | এম ভি সুন্দরবন ৯ | 
| ০৮ | এম ভি সুন্দরবন ১১ | 
ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ২০২৫
  ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। অনেকেই বিভিন্ন
  জায়গায় সার্চ দিয়ে খোজাখুজি করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আপনি যদি ঢাকা টু
  পটুয়াখালী নিয়মিত চলাচল করেন তাহলে লঞ্চ হতে পারে এক মাত্র নিরাপদ ও আরামদায়ক
  বাহন। ইতি মধ্যে জেনেছেন ঢাকা থেকে প্রতিদিন পটুয়াখালীর উদেশ্য ৮ টি লঞ্চ চলাচল
  করে। আপনি যদি ঢাকা টু পটুয়াখালী লঞ্চের সময়সূচি সম্পর্কে না জানেন তাহলে
  ভোগান্তিতে পরতে হবে। নিচে ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | লঞ্চ ছাড়ার সময় | পৌঁছানোর সময় | 
|---|---|---|---|
| ০১ | এম ভি এ আর খান ১ | রাত ৮:০০ | বিকাল ৪:০০ | 
| ০২ | এম ভি কাজল ৭ | রাত ৮:৪৫ | বিকাল ৫:০০ | 
| ০৩ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | রাত ৮:৩০ | বিকাল ৪:৩০ | 
| ০৪ | এম ভি সাত্তার খান ১ | রাত ৯:০০ | বিকাল ৫:০০ | 
| ০৫ | এম ভি কুয়াকাটা ১ | রাত ৮:০০ | বিকাল ৪:০০ | 
| ০৬ | এম ভি জামাল ৫ | সকাল ৮:০০ | বিকাল ৫:০০ | 
| ০৭ | এম ভি সুন্দরবন ৯ | সকাল ৯:০০ | রাত ৯:০০ | 
| ০৮ | এম ভি সুন্দরবন ১১ | সকাল ৯:৩০ | রাত ৯:৩০ | 
ঢাকা টু পটুয়াখালী লঞ্চের ভাড়ার তালিকা ২০২৫
  ঢাকা টু পটুয়াখালী লঞ্চের ভাড়া সম্পর্কে জানতে অনেকেই অনেক জায়গায় খোজাখুজি করেন।
  আপনি যদি ঢাকা টু পটুয়াখালী নিয়মিত চলাচল করেন তাহলে আপনাকে অবশ্যই ঢাকা টু
  পটুয়াখালী লঞ্চের ভাড়া সম্পর্কে জানতে হবে তা না হলে প্রতারিত হতে পারেন। আসন
  ভেদে লঞ্চ ভাড়া আলাদা আলাদা হয়ে থাকে। যেমন : ডেক ভাড়া,এসি সিট, নন এসি সিট, এসি
  কেবিন, নন এসি কেবিন ইত্যাদি সবগুলোর ভাড়া আলাদা। তবে আপনার সামর্থ্য অনুযায়ী
  সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভাড়ার আসন বুকিং করতে পারবেন। নিচে ঢাকা টু পটুয়াখালী
  লঞ্চের ভাড়ার তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নাম্বার | আসনের নাম | লঞ্চ ভাড়া | 
|---|---|---|
| ০১ | ডেক ভাড়া | ২০০ | 
| ০২ | সিঙ্গেল কেবিন | ৯০০ | 
| ০৩ | ডাবল কেবিন | ১৬০০ | 
  ওপরে দেওয়া ঢাকা টু পটুয়াখালী সকল লঞ্চের জন্য প্রযোজ্য। তবে ঢাকা টু পটুয়াখালী
  লঞ্চের কিছু উন্নত আসনের ভাড়া ভিন্ন হতে পারে। তবে আপনার সুবিধা মতো যে কোনো আসনে
  যেতে পারবেন। নিচে ঢাকা টু পটুয়াখালী লঞ্চের উন্নত আসনের ভাড়ার তালিকা দেওয়া হলো
  :
 | ক্রমিক নাম্বার | আসনের নাম | লঞ্চ ভাড়া | 
|---|---|---|
| ০১ | ডেক ভাড়া | ৩০০ | 
| ০২ | সোফা | ৬০০ | 
| ০৩ | সিঙ্গেল কেবিন | ১০০০ | 
| ০৪ | ডাবল কেবিন | ১৮০০ | 
| ০৫ | ফ্যামিলি কেবিন | ২৫০০ | 
| ০৬ | সেমি ভিআইপি | ৩০০০ | 
| ০৭ | ভিআইপি | ৫০০০ | 
ঢাকা টু পটুয়াখালী দূরত্ব কত কিলোমিটার
  ঢাকা টু পটুয়াখালী দূরত্ব কত কিলোমিটার তা অনেকেরই অজানা। ঢাকা টু পটুয়াখালী
  দূরত্ব জানার জন্য বিভিন্ন জায়গায় সার্চ করেও সঠিক তথ্য না পেয়ে হতাশ। আজকের
  আর্টিকেলের এই অংশে আমি জানাবো ঢাকা টু পটুয়াখালী দূরত্ব কত কিলোমিটার। ঢাকা টু
  পটুয়াখালী নদীপথে প্রায় ২২০ থেকে ২৫০ কিলোমিটার। এছাড়াও সড়ক পথে ঢাকা টু
  পটুয়াখালী দূরত্ব প্রায় ২২৫ কিলোমিটার। তবে রুট পরিবর্তন এ কিলোমিটার কম বেশি হতে
  পারে।
ঢাকা টু পটুয়াখালী লঞ্চের যোগাযোগ নাম্বার ও টিকেট বুকিং
  ঢাকা টু পটুয়াখালী লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। যারা
  নিয়মিত ঢাকা টু পটুয়াখালী লঞ্চে চলাচল করেন তাদের ঢাকা টু পটুয়াখালী লঞ্চের
  যোগাযোগ নাম্বার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ঢাকা টু পটুয়াখালী লঞ্চের
  অগ্রীম টিকেট বুকিং করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারবেন।
  এছাড়াও এই নাম্বারে যোগাযোগ করে লঞ্চের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও
  লঞ্চের কেবিনে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারবেন। নিচে ঢাকা টু পটুয়াখালী
  লঞ্চের যোগাযোগ নাম্বার গুলো দেওয়া হলো :
| ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | যোগাযোগ নাম্বার | 
|---|---|---|
| ০১ | এম ভি এ আর খান ১ | 01823-391563 | 
| ০২ | এম ভি কাজল ৭ | 01798-849747 | 
| ০৩ | এম ভি প্রিন্স আওলাদ ৭ | 01760-998537 | 
| ০৪ | এম ভি সাত্তার খান ১ | 01770-673060 | 
| ০৫ | এম ভি কুয়াকাটা ১ | 01736-620580 | 
| ০৬ | এম ভি জামাল ৫ | 01712-561520 | 
| ০৭ | এম ভি সুন্দরবন ৯ | 01711-358810 | 
| ০৮ | এম ভি সুন্দরবন ১১ | 01711-358838 | 
ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যেতে কত সময় লাগে
  ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যেতে কত সময় লাগে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
  আজকের আর্টিকেলের এই অংশ পড়লে আপনি ঢাকা টু পটুয়াখালী লঞ্চে যেতে কত সময় লাগে তা
  জানতে পারবেন। বিশেষ করে যারা ঢাকা টু পটুয়াখালী নিয়মিত লঞ্চে চলাচল করেন তাদের
  ঢাকা টু পটুয়াখালী যেতে কত সময় লাগে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ কেউ কেউ বিভিন্ন
  কাজে যাতায়াত করে থাকেন।
  আরো পড়ুন : ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ও ভাড়া 
  সঠিক সময়ে পৌঁছাতে কত সময় লাগে তা জানা গুরুত্বপূর্ণ। ঢাকা টু পটুয়াখালী লঞ্চে
  যেতে প্রায় ৮-১০ ঘন্টা সময় লাগে। তবে নদীর চাপ এবং আবহাওয়া পরিবর্তনে সময় কম বেশি
  লাগতে পারে। এছাড়াও আপনি ঢাকা টু পটুয়াখালী সড়ক পথে যেতে পারবেন। সড়ক পথে ঢাকা টু
  পটুয়াখালী যেতে প্রায় ৯-১০ ঘন্টা সময় লাগে। তবে রুট পরিবর্তন এবং যানজটের কারণে
  সময় কম বেশি লাগতে পারে।
লেখকের মন্তব্য : ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী
  প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী সম্পর্কে
  বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ঢাকা থেকে পটুয়াখালী নিয়মিত লঞ্চে চলাচল করেন
  তাহলে আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু
  পটুয়াখালী সকাল থেকে রাত পর্যন্ত লঞ্চ চলাচল করে তাই লঞ্চের সঠিক সময়সূচী জেনে
  রাখুন। 
  আরো পড়ুন : বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া 
  এছাড়াও আজকের এই আর্টিকেলে ঢাকা টু পটুয়াখালী লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কেও
  আলোচনা করেছি। প্রিয় পাঠক আশা করছি আজকের এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। আমরা
  প্রতিনিয়ত এই ধরনের তথ্য মূলক আর্টিকেল পোস্ট করে থাকি।এরকম তথ্য মূলক আর্টিকেল
  পেতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

 
 
 
 
 
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url