ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
  ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই আর্টিকেলে
  আমরা ঢাকা থেকে ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
  ঢাকা থেকে ভোলার উদ্দেশ্য অনেকগুলো লঞ্চ চলাচল করে।আজকের এই আর্টিকেলটি সম্পুর্ন
  মনোযোগ দিয়ে পড়লে আপনি ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচি ও ভাড়া এবং লঞ্চের তথ্য
  সম্পর্কে জানতে পারবেন।
পেজ সূচিপত্র : ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী
ঢাকা টু ভোলা যেসব লঞ্চ চলাচল করে
  ঢাকা টু ভোলা যেসব লঞ্চ চলাচল করে তা অনেকেই জানেন না। আপনি যদি ঢাকা টু ভোলা
  নিয়মিত লঞ্চে চলাচল করেন তাহলে আপনাকে অবশ্যই ঢাকা টু ভোলা লঞ্চ সম্পর্কে জানতে
  হবে। ঢাকা থেকে ভোলার উদ্দেশ্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১১ টি লঞ্চ
  চলাচল করে। এর মধ্যে সকাল থেকে সন্ধার মধ্যে ৫ টি এবং বাকি ৬ টি রাতে চলাচল করে।
  আপনি যদি ঢাকা টু ভোলা নিরাপদ ও আরামদায়ক ভাবে যেতে চান তাহলে লঞ্চে যেতে পারবেন।
  নিচে ঢাকা টু ভোলা যেসব লঞ্চ চলাচল করে তা  ৫ টি লঞ্চের তালিকা দেওয়া হলো :
 | ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | 
|---|---|
| ০১ | এম.ভি. আল-আমিন | 
| ০২ | এম.ভি. আকাশী | 
| ০৩ | এম.ভি. সোনার বাংলা | 
| ০৪ | এম.ভি. রহমত উল্লাহ | 
| ০৫ | এম.ভি. নূরজাহান | 
ঢাকা টু ভোলা লঞ্চের সময়সূচী ২০২৫
  ঢাকা টু ভোলা লঞ্চের সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা টু ভোলা
  প্রতিদিন প্রায় ৫ টি লঞ্চ চলাচল করে। আপনি যদি ঢাকা টু ভোলা লঞ্চ নিয়মিত চলাচল
  করেন তাহলে ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি
  ঢাকা টু ভোলা লঞ্চের সঠিক সময়সূচী সম্পর্কে না জানেন তাহলে ভোগান্তিতে পড়বেন।
  ঢাকা থেকে ভোলা লঞ্চে আপনি নিরাপদ ও আরামদায়ক ভাবে চলাচল করতে পারবেন। নিচে ঢাকা
  টু ভোলা লঞ্চ সময়সূচী দেওয়া হলো :
 | ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | লঞ্চ ছাড়ার সময় | পৌঁছানোর সময় | 
|---|---|---|---|
| ০১ | এম.ভি. আল-আমিন | সকাল ৮:০০ | বিকাল ৪:০০ | 
| ০২ | এম.ভি. আকাশী | সন্ধ্যা ৬:০০ | সকাল ৫:০০ | 
| ০৩ | এম.ভি. সোনার বাংলা | সকাল ৯:০০ | বিকেল ৫:০০ | 
| ০৪ | এম.ভি. রহমত উল্লাহ | বিকেল ৩:০০ | রাত ১১:০০ | 
| ০৫ | এম.ভি. নূরজাহান | দুপুর ১:০০ | রাত ৯:০০ | 
ঢাকা টু ভোলা লঞ্চ ভাড়া তালিকা
  ঢাকা টু ভোলা লঞ্চ ভাড়া তালিকা সম্পর্কে অনেকেই জানতে চান। অনেকেই ঢাকা টু ভোলা
  লঞ্চ ভাড়া সম্পর্কে জানতে বিভিন্ন জায়গায় সার্চ করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না।
  আপনি যদি ঢাকা টু ভোলা নিয়মিত লঞ্চে চলাচল করেন তাহলে ঢাকা টু ভোলা লঞ্চ ভাড়া
  সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু ভোলা নিয়মিত অনেক গুলো লঞ্চ চলাচল করে।
  লঞ্চের আসন ভেদে আলাদা আলাদা ভাড়া হয়ে থাকে। ঢাকা টু ভোলা সমিতি কৃতিক যে ভাড়া
  নির্ধারন করা হয়েছে তা তারা চাইলে আবার পরিবর্তন করতে পারে। নিচে ঢাকা টু ভোলা
  লঞ্চ ভাড়া তালিকা দেওয়া হলো :
 | ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | ডেক ভাড়া | কেবিন ভাড়া | 
|---|---|---|---|
| ০১ | এম.ভি. আল-আমিন | ৩০০ টাকা | ৮০০ টাকা | 
| ০২ | এম.ভি. আকাশী | ৫০০ টাকা | ১২০০ টাকা | 
| ০৩ | এম.ভি. সোনার বাংলা | ৩৫০ টাকা | ৯০০ টাকা | 
| ০৪ | এম.ভি. রহমত উল্লাহ | ৪৫০ টাকা | ১১০০ টাকা | 
| ০৫ | এম.ভি. নূরজাহান | ৪০০ টাকা | ১০০০ টাকা | 
  ঢাকা টু ভোলা লঞ্চের ভাড়া তালিকা ওপরে দেওয়া হলো। এই ভাড়া সময় ভেদে স্থানীয় কমিটি
  পরিবর্তন করতে পারে। এছাড়াও আপনি যদি অনলাইনে ঢাকা টু ভোলা লঞ্চের টিকেট বুকিং
  করতে চান তাহলে Jatri ticket এই
  ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এছাড়াও
  Shohoz এই সকল ওয়েবসাইটে
  আপনি অনলাইনে ঢাকা টু ভোলার অগ্রীম টিকেট বুকিং করতে পারবেন।
  চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচী ও ভাড়া
  সম্পর্কে জানুন।
ঢাকা টু ভোলা কত কিলোমিটার
  ঢাকা টু ভোলা কত কিলোমিটার তা অনেকেই জানতে চেয়েছেন। রাজধানী ঢাকা থেকে অনেক
  মানুষ ভোলাই গিয়ে থাকেন। সেজন্য অনেকেই জানতে চান ঢাকা টু ভোলা কত কিলোমিটার।
  ঢাকা টু ভোলা নদীপথে প্রায় ১৭০-১৮০ কিলোমিটার। এছাড়াও সড়ক পথে ঢাকা টু ভোলা
  দূরত্ব প্রায় ২০০-২৫০ কিলোমিটার।
ঢাকা টু ভোলা লঞ্চ যোগাযোগ নাম্বার ও টিকেট বুকিং
  ঢাকা টু ভোলা লঞ্চ যোগাযোগ নাম্বার সম্পর্কে অনেকেই জানেন না। ঢাকা টু ভোলা
  লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে জানতে অনেকেই অনেক জায়গায় সার্চ দিয়ে খোজাখুজি
  করেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আপনি যদি নিয়মিত ঢাকা টু ভোলা লঞ্চ চলাচল করেন
  তাহলে লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ লঞ্চে
  যাতায়াত সময়ে লঞ্চের কেবিনে যে কোনো সমস্যাই যোগাযোগ করতে পারবেন। এছাড়াও লঞ্চের
  অগ্রীম টিকেট বুকিং করতে পারবেন। এছাড়াও ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া
  সম্পর্কে জানতে পারবেন। নিচে ঢাকা টু ভোলা লঞ্চের যোগাযোগ নাম্বার তালিকা দেওয়া
  হলো :
 | ক্রমিক নাম্বার | লঞ্চের নাম | যোগাযোগ নাম্বার | 
|---|---|---|
| ০১ | এম.ভি. আল-আমিন | ০১৭১১২২২৩৩৩ | 
| ০২ | এম.ভি. আকাশী | ০১৭১৫৬৬৬৭৭৭ | 
| ০৩ | এম.ভি. সোনার বাংলা | ০১৭১২৩৩৩৪৪৪ | 
| ০৪ | এম.ভি. রহমত উল্লাহ | ০১৭১৪৫৫৫৬৬৬ | 
| ০৫ | এম.ভি. নূরজাহান | ০১৭১৩৪৪৪৫৫৫ | 
ঢাকা টু ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে
  ঢাকা টু ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা টু
  ভোলা দূরত্ব বেশি হওয়ায় অনেক মানুষ নিরাপদ ও আরামদায়ক ভাবে যেতে লঞ্চ বেছে নেন।
  ঢাকা টু ভোলা প্রতিদিন নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করে। ঢাকা থেকে লঞ্চে ভোলা যেতে
  প্রায় ৮-১০ ঘন্টা সময় লাগে।
শেষ কথা : ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী
  প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে
  বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ঢাকা টু ভোলা নিয়মিত লঞ্চে চলাচল করেন তাহলে
  আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু ভোলা
  লঞ্চ যোগাযোগ নাম্বার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি।
  আরো পড়ুন : ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ও ভাড়া
  এছাড়াও ঢাকা টু ভোলা কত কিলোমিটার তা নিয়েও আলোচনা করেছি। প্রিয় পাঠক আশা করছি
  আজকের এই আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হবেন। এতোখন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য
  ধন্যবাদ।

 
 
 
 
 
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url