চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি ও ভাড়া ২০২৫

চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই আর্টিকেলে চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি, ভাড়া এবং সকল বিষয় গুলো বিস্তারিত আলোচনা করবো।
চাঁদপুর-টু-ঢাকা-লঞ্চের-সময়সূচি
চাঁদপুর টু ঢাকা অনেকগুলো লঞ্চ নিয়মিত চলাচল করে। আজকের আর্টিকেলটি সম্পুর্ন মনোযোগ দিয়ে পড়লে চাঁদপুর টু ঢাকা লঞ্চের সকল বিষয় গুলো জানতে পারবেন।

পেজ সূচিপত্র : চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি

চাঁদপুর টু ঢাকা যেসব লঞ্চ চলাচল করে ২০২৫

চাঁদপুর টু ঢাকা যেসব লঞ্চ চলাচল করে তা অনেকেই জানতে চেয়েছেন। আপনি যদি নিয়মিত চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে চলাচল করেন তাহলে এই বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাঁদপুর থেকে প্রতিদিন রাজধানী ঢাকার উদ্দেশ্য প্রায় ১৯ টি লঞ্চ চলাচল করে। আপনি যদি চাঁদপুর থেকে লঞ্চে ঢাকা যেতে চান তাহলে বেশ কয়েকটি লঞ্চ রয়েছে যেগুলো নিরাপদ ও আরামদায়ক ভাবে ঢাকা যেতে পারবেন।নিচে চাঁদপুর টু ঢাকার লঞ্চ তালিকা দেওয়া হলো:
ক্রমিক নম্বর লঞ্চের নাম
০১ এম ভি নিউ আল-বোরাক
০২ এম ভি দেশান্তর
০৩ এম ভি ঈগল-৩
০৪ এম ভি রিফল
০৫ এম ভি ঈগল-২
০৬ এম ভি ইমাম হাসান-৫
০৭ এম ভি বোগদাদীয়া ৮/৯
০৮ এম ভি বোগদাদীয়া-৭
০৯ এম ভি রাসেল ৩
১০ এম ভি সোনার তরী-২
১১ এম ভি রফরফ ২
১২ এম ভি সোনার তরী-১
১৩ আব-এ-জমজম
১৪ এম ভি মেঘনা রাণী
১৫ এম ভি ময়ুর-৭
১৬ এম ভি মিতালী-৪
১৭ এম ভি জমজম-১/তাকওয়া
১৮ এম ভি রফ রফ
১৯ এম ভি ইমাম হাসান-২

চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি ২০২৫

চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি সম্পর্কে অনেকেই জানে না। বিভিন্ন জায়গায় চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি সম্পর্কে জানতে চেয়েছেও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। চাঁদ থেকে ঢাকার উদ্দেশ্য প্রতিদিন বিভিন্ন সময় ১৯ টি লঞ্চ চলাচল করে। আপনার সময় অনুযায়ী এসব লঞ্চগুলোতে নিরাপদ ও আরামদায়ক ভাবে চলাচল করতে পারবেন। নিচে চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি দেওয়া হলো:
ক্রমিক নম্বর লঞ্চের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময়(আনুমানিক)
০১ এম ভি নিউ আল-বোরাক (সকাল) ৬:০০ (সকাল) ১১:০০
০২ এম ভি দেশান্তর (সকাল)৭:৩০ (সকাল) ১২:৩০
০৩ এম ভি ঈগল-৩ (সকাল)৯:০০ (দুপুর) ২:০০
০৪ এম ভি রিফল (সকাল)৬:৪৫ (সকাল) ১১:৪৫
০৫ এম ভি ঈগল-২ (সকাল)৮:০০ (দুপুর) ১:০০
০৬ এম ভি ইমাম হাসান-৫ (সন্ধ্যা)৬:০০ (রাত) ১১:০০
০৭ এম ভি বোগদাদীয়া ৮/৯ (সকাল)১০:৩০ (দুপুর) ৩:৩০
০৮ এম ভি বোগদাদীয়া-৭ (বিকাল) ৫:০০ (রাত) ১০:০০
০৯ এম ভি রাসেল ৩ (সকাল) ১১:০৫ (দুপুর) ৪:০০
১০ এম ভি সোনার তরী-২ (বিকাল) ৩:৪০ (সন্ধ্যা) ৮:৪০
১১ এম ভি রফরফ ২ (দুপুর) ১২:০০ (বিকাল) ৫:০০
১২ এম ভি সোনার তরী-১ (দুপুর) ২:৫০ (সন্ধ্যা) ৭:৫০
১৩ আব-এ-জমজম (দুপুর)১:০০ (বিকাল) ৬:০০
১৪ এম ভি মেঘনা রাণী (দুপুর)২:০০ (সন্ধ্যা) ৭:০০
১৫ এম ভি ময়ুর-৭ (রাত)১২:১৫ (ভোর) ৫:১৫
১৬ এম ভি মিতালী-৪ (রাত) ৯:৪০ (রাত) ২:৪০
১৭ এম ভি জমজম-১/তাকওয়া (রাত) ১১:২০ (ভোর) ৪:২০
১৮ এম ভি রফ রফ (সকাল) ৯:৩০ (দুপুর) ২:৩০
১৯ এম ভি ইমাম হাসান-২ (রাত) ১১:১০ (ভোর) ৪:১০

চাঁদপুর টু ঢাকা লঞ্চের ভাড়া তালিকা

চাঁদপুর টু ঢাকা লঞ্চের ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।বিশেষ করে যারা চাঁদপুর টু ঢাকা নিয়মিত লঞ্চে চলাচল করেন তারা বিভিন্ন জায়গায় সার্চ করেও লঞ্চ ভাড়ার সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। চাঁদপুর থেকে অন্য অন্য যানবাহনেও যাওয়া যায় তবে নিরাপদ ও আরামদায়ক হিসেবে লঞ্চই সেরা। এছাড়াও চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে যাতায়াত খরচও অনেক কম। চাঁদপুর থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্য প্রায়১৯ টি লঞ্চ চলাচল করে সেগুলো আপনি নিরাপদে ও কম খরচে যাতায়াত করতে পারবেন। নিচে চাঁদপুর টু ঢাকা লঞ্চের ভাড়ার তালিকা দেওয়া হলো :

চাঁদপুর টু ঢাকা এম ভি নিউ আল- বোরাক লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১১৫ টাকা
০২ এসি চেয়ার ৩০০ টাকা
০৩ নন এসি চেয়ার ১৮০ টাকা
০৪ এসি কেবিন ৬০০ টাকা
০৫ নন এসি কেবিন ৫০০ টাকা
০৬ VIP কেবিন ২০০০+টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি দেশান্তর লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১২০ টাকা
০২ এসি চেয়ার ৩১০ টাকা
০৩ নন এসি চেয়ার ১৯০ টাকা
০৪ এসি কেবিন ৬১০ টাকা
০৫ নন এসি কেবিন ৫১০টাকা
০৬ VIP কেবিন ২৫০০০+টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি সোনার তরী লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১৩০ টাকা
০২ এসি চেয়ার ৩২০ টাকা
০৩ নন এসি চেয়ার ২০০ টাকা
০৪ এসি কেবিন ৬২০ টাকা
০৫ নন এসি কেবিন ৫২০টাকা
০৬ VIP কেবিন ৩০০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি ঈগল -৩ লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১১৫ টাকা
০২ এসি চেয়ার ৩০০ টাকা
০৩ নন এসি চেয়ার ১৮০ টাকা
০৪ এসি কেবিন ৬০০ টাকা
০৫ নন এসি কেবিন ৫০০টাকা
০৬ VIP কেবিন ২০০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি রফ রফ লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১২০ টাকা
০২ এসি চেয়ার ৩১০ টাকা
০৩ নন এসি চেয়ার ১৯০ টাকা
০৪ এসি কেবিন ৬১০ টাকা
০৫ নন এসি কেবিন ৫১০টাকা
০৬ VIP কেবিন ২৫০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি বোগদাদীয়া লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১২৫ টাকা
০২ এসি চেয়ার ৩১৫ টাকা
০৩ নন এসি চেয়ার ১৯৫ টাকা
০৪ এসি কেবিন ৬১৫ টাকা
০৫ নন এসি কেবিন ৫১৫ টাকা
০৬ VIP কেবিন ৩০০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি রাসেল -৩ লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১৩০ টাকা
০২ এসি চেয়ার ৩২০ টাকা
০৩ নন এসি চেয়ার ২০০ টাকা
০৪ এসি কেবিন ৬২০ টাকা
০৫ নন এসি কেবিন ৫২০ টাকা
০৬ VIP কেবিন ৪০০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি মেঘনা রাণী লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১২৫ টাকা
০২ এসি চেয়ার ৩১৫ টাকা
০৩ নন এসি চেয়ার ১৯৫ টাকা
০৪ এসি কেবিন ৬১৫ টাকা
০৫ নন এসি কেবিন ৫১৫ টাকা
০৬ VIP কেবিন ৩০০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি ইমাম হাসান -৫ লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১২০ টাকা
০২ এসি চেয়ার ৩১০ টাকা
০৩ নন এসি চেয়ার ১৯০ টাকা
০৪ এসি কেবিন ৬১০ টাকা
০৫ নন এসি কেবিন ৫১০ টাকা
০৬ VIP কেবিন ২৫০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা এম ভি ময়ুর -৭ লঞ্চ ভাড়া

ক্রমিক নম্বর আসনের নাম লঞ্চ ভাড়া
০১ ডেক ভাড়া ১১৫ টাকা
০২ এসি চেয়ার ৩০০ টাকা
০৩ নন এসি চেয়ার ১৮০ টাকা
০৪ এসি কেবিন ৬০০ টাকা
০৫ নন এসি কেবিন ৫০০ টাকা
০৬ VIP কেবিন ২০০০+ টাকা

চাঁদপুর টু ঢাকা সকল লঞ্চের যোগাযোগ নাম্বার

চাঁদপুর টু ঢাকা সকল লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। চাঁদপুর থেকে ঢাকা নিয়মিত ১৯ টি লঞ্চ চলাচল করে। আপনি যদি চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে যাতায়াত করেন তাহলে অল্প খরচে ঢাকা যেতে পারবেন।চাঁদপুর থেকে যে লঞ্চে ঢাকা যাবেন সেই লঞ্চের যোগাযোগ নাম্বার রাখা খুবই গুরুত্বপূর্ণ। লঞ্চের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে লঞ্চের মানুষের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন।
এছাড়াও যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে আপনার টিকেট বুকিং করতে পারবেন। এছাড়াও লঞ্চের অবস্থান জানতে পারবেন। এজন্য আপনি যদি চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে যাতায়াত করেন তাহলে লঞ্চের যোগাযোগ নাম্বার গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে চাঁদপুর টু ঢাকা লঞ্চের যোগাযোগ নাম্বার গুলো দেওয়া হলো :
ক্রমিক নম্বর লঞ্চের নাম যোগাযোগ নম্বর
০১ এম ভি নিউ আল-বোরাক ০১৮১৮০০২০২৯
০২ এম ভি দেশান্তর আসবে খুব শীঘ্রই
০৩ এম ভি ঈগল-৩ ০১৭১১০০৮৭৭৭
০৪ এম ভি রিফল ০১৭১৬৫০১০৭৭
০৫ এম ভি ঈগল-২ ০১৭১১০০৮৭৭৭
০৬ এম ভি ইমাম হাসান-৫ ০১৭১১০০৮৭৭৭
০৭ এম ভি বোগদাদীয়া ৮/৯ ০১৭১১০০৮৭৭৭
০৮ এম ভি বোগদাদীয়া-৭ ০১৭১১০০৮৭৭৭
০৯ এম ভি রাসেল ৩ ০১৭১২৭৩৫৩০০
১০ এম ভি সোনার তরী-২ ০১৭১৬৫০১০৭৭
১১ এম ভি রফরফ ২ ০১৮১৮০০২০২৯
১২ এম ভি সোনার তরী-১ ০১৭১৬৫০১০৭৭
১৩ আব-এ-জমজম ০১৭২৪৭৬৬৭২০
১৪ এম ভি মেঘনা রাণী ০১৭১১০০৮৭৭৭
১৫ এম ভি ময়ুর-৭ ০১৭৫৯৯৪৪১৪৪
১৬ এম ভি মিতালী-৪ ০১৮১৮০০২০২৯
১৭ এম ভি জমজম-১/তাকওয়া ০১৭১৪২৪৮৫৮৯
১৮ এম ভি রফ রফ ০১৮১৮০০২০২৯
১৯ এম ভি ইমাম হাসান-২ ০১৭১১০০৮৭৭৭

চাঁদপুর টু ঢাকা কত কিলোমিটার

চাঁদপুর টু ঢাকা কত কিলোমিটার তা অনেকেই জানেন না। চাঁদপুর থেকে অনেকেই রাজধানী ঢাকায় গিয়ে থাকেন। সেই অবস্থান থেকে অনেকেই জানতে চেয়েছেন চাঁদপুর থেকে ঢাকা কত কিলোমিটার। আপনি যদি নদী পথে চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে প্রায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার এর মতো। এই দূরত্ব লঞ্চের গতি ও চলার স্থান ভেদে পরিবর্তন হতে পারে।
এছাড়াও সড়ক পথে চাঁদপুর থেকে ঢাকা দূরত্ব প্রায় ১১৫ থেকে ১৩০ কিলোমিটার হয়ে থাকে। এছাড়াও যানজট ও রুট পরিবর্তন অনুযায়ী কম বেশি হতে পারে। চাঁদপুর থেকে ঢাকা লঞ্চে যেতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে। তবে আবহাওয়া ও নদীর স্রোত এর কারণে কম বেশি হতে পারে।
এছাড়াও সড়ক পথে চাঁদপুর থেকে ঢাকা ৩-৫ ঘন্টা লাগে। তবে যানজট ও রাস্তায় সমস্যার কারণে আরো বেশি লাগতে পারে।

লেখকের মন্তব্য : চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে চাঁদপুর টু ঢাকা লঞ্চের সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আপনি যদি চাঁদপুর টু ঢাকা নিয়মিত লঞ্চে চলাচল করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।এছাড়াও চাঁদপুর টু ঢাকা লঞ্চের ভাড়া কত এবং যোগাযোগ নাম্বার সহ সকল বিষয় গুলো নিয়ে আলোচনা করেছি। 
আপনি যদি লঞ্চে যাতায়াত করেন তাহলে সাবধানে চলাচল করুন। এবং যে কোনো প্রয়োজনে ওপরে দেওয়া লঞ্চ নাম্বারে যোগাযোগ করুন। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট কে উৎসাহিত করুন। প্রিয় পাঠক এরকম তথ্য মূলক আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url