ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।অনেকেই ঢাকা টু
সিলেট ট্রেন এ চলাচল করেন কিন্তু ভাড়া ও সময়সূচী সম্পর্কে জানেন না।আজকের এই
আর্টিকেলে আমরা ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী সম্পর্কে জানবো।
অনেকেই ঢাকা টু সিলেট ভ্রমণের জন্য ট্রেন পছন্দ করেন কিন্তু ট্রেনের সময় ও ভাড়া
সম্পর্কে জানেন না। আজকের এই আর্টিকেলটি সম্পুর্ন মনোযোগ দিয়ে পড়লে আপনি ঢাকা টু
সিলেট ট্রেন সকল তথ্য পেয়ে যাবেন।
পেজ সূচীপত্র : ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা টু সিলেট যেসকল ট্রেন চলাচল করে ২০২৫
ঢাকা টু সিলেট যেসকল ট্রেন চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ
করে ঢাকা টু সিলেট যারা নিয়মিত চলাচল করেন তাদের নিরাপদ ও আরামদায়ক ভাবে ট্রেন
যাতায়াত করতে ঢাকা টু সিলেট কয়টি ট্রেন চলাচল করে তা সম্পর্কে জানা খুবই
গুরুত্বপূর্ণ। ঢাকা টু সিলেট এর দূরত্ব বেশি হওয়ায় যাত্রীদের সুবিধা ও আরামদায়ক
ভাবে যেতে ৪ টি আন্তঃনগর ও ১ টি লোকাল মোট ৫ টি ট্রেন চলাচল করে। নিচে ঢাকা টু
সিলেট ট্রেনের তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নাম্বার |
|---|---|---|
| ০১ | পার্বত এক্সপ্রেস | ৭০৯ |
| ০২ | জয়ন্তিকা এক্সপ্রেস | ৭১৭ |
| ০৩ | কালনী এক্সপ্রেস | ৭৭৩ |
| ০৪ | উপবন এক্সপ্রেস | ৭৩৯ |
| ০৫ | সুরমা মেইল | ০৯ |
ঢাকা টু সিলেট ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু সিলেট ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ
করে যারা ঢাকা টু সিলেট ট্রেন রুটে নিয়মিত চলাচল করেন তাদের এই বিষয়টি জানা খুবই
গুরুত্বপূর্ণ। ঢাকা টু সিলেট দূরত্বময় একটি রেলপথ, এই লাইনে প্রতিদিন বিভিন্ন সময়
মোট পাঁচটি ট্রেন চলাচল করে। এই পাঁচটি ট্রেন প্রতি সপ্তাহে এক দিন করে বন্ধ রাখা
হয়। ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার মান উন্নত করতে প্রতি সম্পর্কে একদিন বন্ধ
থাকে।আপনি যদি ঢাকা টু সিলেট নিয়মিত ট্রেন চলাচল করেন তাহলে ভোগান্তি এড়াতে
সাপ্তাহিক ছুটির দিন গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে ঢাকা টু সিলেট ট্রেনের
সাপ্তাহিক ছুটির দিন গুলো দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নাম্বার | ছুটির দিন |
|---|---|---|---|
| ০১ | পার্বত এক্সপ্রেস | ৭০৯ | মঙ্গলবার |
| ০২ | জয়ন্তিকা এক্সপ্রেস | ৭১৭ | নেই |
| ০৩ | কালনী এক্সপ্রেস | ৭৭৩ | শুক্রবার |
| ০৪ | উপবন এক্সপ্রেস | ৭৩৯ | বুধবার |
| ০৫ | সুরমা মেইল | ০৯ | নেই |
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী সম্পর্কে আমরা অনেকেই জানি না। ঢাকা টু সিলেট মোট
পাঁচ টি ট্রেন বিভিন্ন সময় চলাচল করে। আপনি যদি ঢাকা টু সিলেট ট্রেন চলাচল করতে
চান তাহলে এই পাঁচটির মধ্যে যে কোনো ট্রেনে আপনি চলাচল করতে পারবেন। বিশেষ করে
যারা ঢাকা টু সিলেট নিয়মিত চলাচল করেন তাদের ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
সম্পর্কে জানতে হবে। যদি ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী না জানেন তাহলে
ভোগান্তিতে পড়তে হবে। নিচে ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | ট্রেনের নাম | ট্রেন নাম্বার | ছাড়ার সময়(ঢাকা) | পৌঁছানোর সময়(সিলেট) |
|---|---|---|---|---|
| ০১ | পার্বত এক্সপ্রেস | ৭০৯ | ০৬:৩০ (সকাল) | ০১:০০ (দুপুর) |
| ০২ | জয়ন্তিকা এক্সপ্রেস | ৭১৭ | ১১:১৫ (সকাল) | ০৭:০০ (সন্ধ্যা) |
| ০৩ | কালনী এক্সপ্রেস | ৭৭৩ | ০৩:০০ (দুপুর) | ০৯:৩০ (রাত) |
| ০৪ | উপবন এক্সপ্রেস | ৭৩৯ | ০৮:০০ (রাত) | ০৫:০০(ভোর) |
| ০৫ | সুরমা মেইল | ০৯ | ৯:০০ (রাত) | ৯:১০ (সকাল) |
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা টু সিলেট দূরত্ব
বেশি হওয়ায় বেশির ভাগ মানুষ ট্রেন এ চলাচল করেন। যারা নিয়মিত ঢাকা টু সিলেট ট্রেন
চলাচল করেন তাদের ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমানে অনলাইনে ও টিকিট কাউন্টারের আশেপাশে অনেক দালাল চক্র রয়েছে যারা আপনার
টিকিটের মূল্য অনেক বেশি নিতে পারে। তাই আপনি যদি ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া
সম্পর্কে জানেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না।নাটোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন । নিচে ঢাকা টু সিলেট ট্রেনের
ভাড়ার তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | আসনের নাম | টিকিট মূল্য |
|---|---|---|
| ০১ | শোভন | ৩২০ |
| ০২ | শোভন চেয়ার | ৩৭৫ |
| ০৩ | প্রথম শ্রেণি সিট | ৫৭৫ |
| ০৪ | প্রথম বার্থ | ৬৪০ |
| ০৫ | স্নিগ্ধা | ৭১৯ |
| ০৬ | এসি সিট | ৮৬৩ |
| ০৭ | এসি বার্থ | ১,২৮৮ |
ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং
ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং করার জন্য আপনাকে কোনোও যেতে হবে না। আপনি ঘরে
বসেই আপনার মোবাইল ফোন দিয়েই আপনার ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং করতে
পারবেন। ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং করতে নিচের চাপ গুলো সম্পুর্ন করুন।
- ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং করতে প্রথমে আপনাকে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এর এখানে রেজিষ্ট্রেশন করে একটা একাউন্ট তৈরি করতে হবে। এজন্য Sign Up বাটনে একটা ক্লিক করুন।
- এর পর আপনার সামনে একটি ঘর আসবে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি যা যা চায় তা দিয়ে একাউন্ট খোলা সম্পুর্ন করুন। যদি আগে একাউন্ট করা থাকে তাহলে আর দরকার নাই শুধু লগইন করুন।
- এর পর টিকিট বুকিং এ গিয়ে From station এ ঢাকা এবং To station সিলেট লিখুন। এর পর আপনি যে তারিখে যাত্রা করতে চাচ্ছেন সেই তারিখ লিখুন।
- এর পর আপনি যে আসনে যেতে চাচ্ছেন সেই আসন সিলেক্ট করুন। যেমন : শোভন, শোভন চেয়ার,স্নিগ্ধা,এসি, এসি বার্থ ইত্যাদি।
- এর পর ট্রেন নির্বাচন করতে হবে। এজন্য ট্রেন এর নাম লিখে সার্চ দিয়ে ট্রেন নির্বাচন করুন।
- এর পর আপনাকে টিকিট এর টাকা পেমেন্ট করতে হবে। এজন্য নিচে দেখবেন নগদ, বিকাশ, রকেট আরো অন্য অন্য মাধ্যম দেওয়া রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট সম্পুর্ন করুন। এর পর Buy Ticket এ ক্লিক করে আপনার টিকেট সম্পুর্ন করুন।
ঢাকা টু সিলেট সকল ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা ২০২৫
ঢাকা টু সিলেট সকল ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা সম্পর্কে আমরা অনেকেই জানি
না।ঢাকা টু সিলেট রেলপথে প্রতিদিন মোট পাঁচটি ট্রেন চলাচল করে। ঢাকা টু সিলেট
দূরত্ব বেশি হওয়ায় মাঝখানে অনেক গুলো স্টেশনে স্টপেজ দেয়। সে স্টেশন গুলোতে
যাত্রী উঠে আবার অনেকেই নামে। নিচে সকল ট্রেনের স্টেশন স্টপেজ তালিকা দেওয়া হলো :
ঢাকা টু সিলেট পার্বত এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ
| ক্রমিক নম্বর | স্টেশন নাম | পৌঁছানোর সময় |
|---|---|---|
| ০১ | ঢাকা (কমলাপুর) | সকাল ৬:৩০ |
| ০২ | বিমানবন্দর | সকাল ৬:৫৩ |
| ০৩ | ভৈরব বাজার | সকাল ৮:০৩ |
| ০৪ | ব্রাহ্মণবাড়িয়া | সকাল ৮:২৬ |
| ০৫ | আজমপুর | সকাল ৮:৫০ |
| ০৬ | নয়াপাড়া | সকাল ৯:৩০ |
| ০৭ | শায়েস্তাগঞ্জ | সকাল ৯:৫২ |
| ০৮ | শ্রীমঙ্গল | সকাল ১০:৩২ |
| ০৯ | ভানুগাছ | সকাল ১০:৫৪ |
| ১০ | কুলাউড়া | সকাল ১১:২৫ |
| ১১ | মাইজগাঁও | সকাল ১১:৫৫ |
| ১২ | সিলেট | দুপুর ১:০০ |
ঢাকা টু সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ
| ক্রমিক নম্বর | স্টেশন নাম | পৌঁছানোর সময় |
|---|---|---|
| ০১ | ঢাকা (কমলাপুর) | সকাল ১১:১৫ |
| ০২ | বিমানবন্দর | সকাল ১১:৪৭ |
| ০৩ | আশুগঞ্জ | দুপুর ১:০৩ |
| ০৪ | ব্রাহ্মণবাড়িয়া | দুপুর ১:২৫ |
| ০৫ | আজমপুর | দুপুর ১:৪৮ |
| ০৬ | নয়াপাড়া | দুপুর ২:২৮ |
| ০৭ | শায়েস্তাগঞ্জ | দুপুর ২:৫০ |
| ০৮ | শ্রীমঙ্গল | বিকেল ৪:১৩ |
| ০৯ | ভানুগাছ | বিকেল ৪:৩৫ |
| ১০ | কুলাউড়া | বিকেল ৫:০৫ |
| ১১ | মাইজগাঁও | বিকেল ৫: ৩৫ |
| ১২ | সিলেট | সন্ধা ৭:০০ |
ঢাকা টু সিলেট কালনী এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ
| ক্রমিক নম্বর | স্টেশন নাম | পৌঁছানোর সময় |
|---|---|---|
| ০১ | ঢাকা (কমলাপুর) | বিকেল ৩:০০ |
| ০২ | বিমানবন্দর | বিকেল ৩:৩২ |
| ০৩ | আজমপুর | বিকেল ৪:৫৯ |
| ০৪ | হরষপুর | দুপুর ১:২৫ |
| ০৫ | ব্রাহ্মণবাড়িয়া | দুপুর ১:৪৮ |
| ০৬ | মনতলা | দুপুর ২:২৮ |
| ০৭ | নয়াপাড়া | দুপুর ২:৫০ |
| ০৮ | শাহজীবাজার | বিকেল ৪:১৩ |
| ০৯ | শায়েস্তাগঞ্জ | সন্ধা ৬:৫৩ |
| ১০ | শ্রীমঙ্গল | সন্ধা ৭:৩০ |
| ১১ | ভানুগাছ | সন্ধা ৭:৫৪ |
| ১২ | শমশেরনগর | রাত ৮:০৫ |
| ১৩ | কুলাউড়া | রাত ৮:৩০ |
| ১৪ | মাইজগাঁও | রাত ৯:০০ |
| ১৫ | সিলেট | রাত ৯:৩০ |
ঢাকা টু সিলেট উপবন এক্সপ্রেস ট্রেনের স্টেশন স্টপেজ
| ক্রমিক নম্বর | স্টেশন নাম | পৌঁছানোর সময় |
|---|---|---|
| ০১ | ঢাকা (কমলাপুর) | রাত ১০:০০ |
| ০২ | বিমানবন্দর | রাত ১০:৩২ |
| ০৩ | নরসিংদী | রাত ১১:২০ |
| ০৪ | ভৈরব বাজার | রাত ১১:৫৩ |
| ০৫ | শায়েস্তাগঞ্জ | রাত ১:৩০ |
| ০৬ | শ্রীমঙ্গল | রাত ২:০৮ |
| ০৭ | ভানুগাছ | রাত ২:২৯ |
| ০৮ | শমশেরনগর | রাত ২:৪০ |
| ০৯ | কুলাউড়া | রাত ৩:০৫ |
| ১০ | বরমচাল | রাত ৩:২০ |
| ১১ | মাইজগাঁও | রাত ৩:৪০ |
| ১২ | সিলেট | ভোর ৫:০০ |
ঢাকা টু সিলেট সুরমা মেইল ট্রেনের স্টেশন স্টপেজ
ঢাকা টু সিলেট সুরমা মেইল ট্রেনের স্টেশন স্টপেজ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।সুরমা মেইল ট্রেন ঢাকা থেকে রাত ৯:০০ টার সময় যাত্রা শুরু করে সিলেট পোঁছায় সকাল ৯:১০ মিনিট সময়ে। সুরমা মেইল ট্রেন একটি লোকাল ট্রেন। এই সুরমা মেইল ট্রেন ঢাকা কমলাপুর থেকে সিলেট স্টেশনের আগে যতোগুলো স্টেশন রয়েছে সকল স্টেশনে স্টপেজ দিয়ে থাকে।
শেষ কথা : ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী নিয়ে
বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ঢাকা টু সিলেট নিয়মিত চলাচল করেন তাহলে আজকের
এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ঢাকা টু সিলেট অনলাইনে
কিভাবে টিকেট বুকিং করবেন তাও জানিয়েছি। আপনাদের সুবিধার জন্য কোন আসনের ভাড়া কত
তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি।
আরো পড়ুন : ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
আপনি যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে ট্রেনে খুব সহজেই নিরাপদে ও আরামদায়ক
ভাবে যেতে পারবেন। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি আপনার যদি একটুও উপকারে এসে
থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করে আপনার জেলার নাম লিখে যাবেন।প্রিয় পাঠক আজকের
মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url