সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে জানতে অনেকেই অনেক জায়গায় সার্চ করেও
সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না।আজকের এই আর্টিকেলে আমরা সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ
সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
সদরঘাট টু চাঁদপুর যদি আপনি লঞ্চের মাধ্যমে চলাচল করেন তাহলে আজকের এই আর্টিকেলটি
মনোযোগ দিয়ে পড়ুন। আজকের এই আর্টিকেলটি পড়লে সদরঘাট টু চাঁদপুর ভাড়া,সময়সূচী
ইত্যাদি বিষয় গুলো জানতে পারবেন।
পেজ সূচীপত্র : সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী
সদরঘাট টু চাঁদপুর যে লঞ্চগুলো যাতায়াত করে ২০২৫
সদরঘাট টু চাঁদপুর সে লঞ্চগুলো চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
বিশেষ করে যারা নিয়মিত সদরঘাট টু চাঁদপুর চলাচল করে তাদের এই বিষয়টি জানা উচিত।
কম সময়ে এবং আরামদায়ক ভাবে সদরঘাট টু চাঁদপুর যাওয়ার জন্য বেশির ভাগ মানুষের
পছন্দ লঞ্চ। বর্তমানে বেশ কয়েকটি লঞ্চ সদরঘাট টু চাঁদপুর চলাচল করে। নিচে সদরঘাট
টু চাঁদপুর যে সকল লঞ্চ চলাচল করে তার তালিকা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম |
---|---|
০১ | এম.ভি. নূরজাহান |
০২ | এম.ভি. সোনার বাংলা |
০৩ | এম.ভি. আকাশী |
০৪ | এম.ভি. রহমত উল্লাহ |
০৫ | এম.ভি. বঙ্গবন্ধু |
সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ২০২৫
সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। প্রতিদিন সদরঘাট
টু চাঁদপুর হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সদরঘাট টু চাঁদপুর লঞ্চ খরচ কম হওয়ায়
ও যাতায়াতে সময় কম লাগায় বেশির ভাগ মানুষ লঞ্চে চলাচল করেন। এজন্য তারা বিভিন্ন
জায়গায় সার্চ করে সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে জানতে চান।নিচে সদরঘাট
টু চাঁদপুর লঞ্চ সময়সূচী তালিকা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
---|---|---|---|
০১ | এম.ভি. নূরজাহান | সকাল ৯:০০ টা | দুপুর ৩:০০ টা |
০২ | এম.ভি. সোনার বাংলা | সকাল ৭:০০ টা | দুপুর ১:০০ টা |
০৩ | এম.ভি. আকাশী | দুপুর ৩:০০ টা | সন্ধ্যা ৭:০০ টা |
০৪ | এম.ভি. রহমত উল্লাহ | দুপুর ১:০০ টা | বিকাল ৫:০০ টা |
০৫ | এম.ভি. বঙ্গবন্ধু | সন্ধ্যা ৬:০০ টা | সকাল ৯:০০ টা (পরদিন) |
সদরঘাট টু চাঁদপুর সকল লঞ্চের যোগাযোগ নাম্বার
সদরঘাট টু চাঁদপুর সকল লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
আপনি যদি সদরঘাট টু চাঁদপুর লঞ্চে নিয়মিত যাত্রা করেন তাহলে আপনাকে অবশ্যই লঞ্চের
যোগাযোগ নাম্বার সম্পর্কে জানতে হবে। লঞ্চের যোগাযোগ নাম্বার থাকলে টিকেট বুকিং
এবং লঞ্চের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।এছাড়াও লঞ্চের ভিতরে কোনো
জায়গায় সমস্যা হলে যোগাযোগ করতে পারবেন। নিচে সদরঘাট টু চাঁদপুর সকল লঞ্চের
যোগাযোগ নাম্বার তালিকা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম | যোগাযোগ নাম্বার |
---|---|---|
০১ | এম.ভি. নূরজাহান | ০১৭১৬৫০১০৭৭ |
০২ | এম.ভি. সোনার বাংলা | ০১৭১৬৫০১০৭৭ |
০৩ | এম.ভি. আকাশী | ০১৭১১০০৮৭৭৭ |
০৪ | এম.ভি. রহমত উল্লাহ | ০১৭১৬৫০১০৭৭ |
০৫ | এম.ভি. বঙ্গবন্ধু | ০১৭১১০০৮৭৭৭ |
সদরঘাট টু চাঁদপুর লঞ্চ ভাড়া ২০২৫
সদরঘাট টু চাঁদপুর লঞ্চ ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। সদরঘাট থেকে
প্রতিদিন ৫ টি লঞ্চ চলাচল করে। আপনি যদি সদরঘাট টু চাঁদপুর নিয়মিত চলাচল করেন
তাহলে সদরঘাট টু চাঁদপুর লঞ্চ ভাড়া সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সদরঘাট টু
চাঁদপুর লঞ্চে কয়েক ভাগে সিট রাখা হয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার পছন্দ
অনুযায়ী সিট বুকিং করে সদরঘাট টু চাঁদপুর যেতে পারবেন।
আরো পড়ুন: ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
আজকের এই আর্টিকেলের এই
অংশে আমরা সদরঘাট টু চাঁদপুর লঞ্চ ভাড়া সম্পর্কে জানবো। তবে সদরঘাট টু চাঁদপুর
লঞ্চ ভাড়ার পরিবর্তন হতে পারে। তাই সদরঘাট টু চাঁদপুর যাত্রার আগে আপনি যে লঞ্চে
সদরঘাট টু চাঁদপুর যেতে চান। ওপরে দেওয়া সেই লঞ্চের যোগাযোগ নাম্বার থেকে যোগাযোগ
করুন। নিচে সদরঘাট টু চাঁদপুর লঞ্চ ভাড়া তালিকা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম | ডেক ভাড়া | কেবিন ভাড়া |
---|---|---|---|
০১ | এম.ভি. নূরজাহান | ২০০ টাকা | ৫০০ টাকা |
০২ | এম.ভি. সোনার বাংলা | ২৫০ টাকা | ৬০০ টাকা |
০৩ | এম.ভি. রহমত উল্লাহ | ৩০০ টাকা | ৭০০ টাকা |
০৪ | এম.ভি. আকাশী | ৩৫০ টাকা | ৮০০ টাকা |
০৫ | এম.ভি. বঙ্গবন্ধু | ৪০০ টাকা | ৯০০ টাকা |
সদরঘাট টু চাঁদপুর আসন ভেদে ভাড়ার তালিকা ২০২৫
ক্রমিক নম্বর | আসনের নাম | লঞ্চ ভাড়া |
---|---|---|
০১ | ডেক | ২০০ টাকা |
০২ | ইকোনমি চেয়ার | ২৫০ টাকা |
০৩ | ফার্স্ট ক্লাস চেয়ার | ৩৫০ টাকা |
০৪ | সিঙ্গেল কেবিন (নন-এসি) | ৭০০ টাকা |
০৫ | সিঙ্গেল কেবিন (এসি) | ৮০০ টাকা |
০৬ | ডাবল কেবিন (নন-এসি) | ১,৩০০ টাকা |
০৭ | ডাবল কেবিন (এসি) | ১,৫০০ টাকা |
০৮ | ফ্যামিলি কেবিন (নন-এসি) | ১,৮০০ টাকা |
০৯ | ফ্যামিলি কেবিন (এসি) | ২,০০০ টাকা |
১০ | ভিআইপি কেবিন | ২,৫০০ টাকা |
শেষ কথা : সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চের মাধ্যমে যেতে
চান তাহলে খুব অল্প সময়ে অল্প টাকায় যেতে পারবেন।সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার অনেক
গুলো লঞ্চ রয়েছে।যে সব লঞ্চে আপনি নিরাপদ ও আরামদায়ক ভাবে সদরঘাট থেকে চাঁদপুর
যেতে পারবেন।
আরো পড়ুন : ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
আজকের আর্টিকেলে আমরা সদরঘাট টু চাঁদ লঞ্চ ভাড়া নিয়ে বিস্তারিত
আলোচনা করেছি। এছাড়াও সকল লঞ্চের যোগাযোগ নাম্বার তালিকাও দিয়েছি। প্রিয় পাঠক
আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট
করুন। প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url