ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ও ভাড়া ২০২৫
ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি সম্পর্কে বা জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি
আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা থেকে বরিশাল লঞ্চের সময়সূচি ও ভাড়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি ঢাকা টু বরিশাল লঞ্চের মাধ্যমে যেতে চান তাহলে ঢাকা থেকে বরিশাল লঞ্চের
সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলটি সম্পুর্ন
মনোযোগ দিয়ে পড়লে ঢাকা টু বরিশাল লঞ্চ সকল বিষয় গুলো জানতে পারবেন।
পেজ সূচিপত্র : ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি
ঢাকা টু বরিশাল যেসব লঞ্চ চলাচল করে
ঢাকা টু বরিশাল যেসব লঞ্চ চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা টু
বরিশাল দূরত্ব বেশি হওয়ায়। এই এলাকার মানুষ বেশির ভাগই নদী পথে লঞ্চে চলাচল করেন।
আপনি যদি ঢাকা টু বরিশাল লঞ্চে চলাচল করেন তাহলে ঢাকা বরিশাল কোন কোন লঞ্চ চলাচল
করে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু বরিশাল বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে
যেগুলোতে নিরাপদ ও আরামদায়ক ভাবে ঢাকা থেকে বরিশাল যেতে পারবেন। নিচে ঢাকা টু
বরিশাল লঞ্চের তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নাম্বার | লঞ্চের নাম |
|---|---|
| ০১ | এম ভি মানামি |
| ০২ | এম ভি কামাল খান ১ |
| ০৩ | এম ভি পারাবত ৭ |
| ০৪ | এম ভি সুন্দরবন ৭ |
| ০৫ | এম ভি পারাবত ৯ |
| ০৬ | এম ভি সুরভী ৮ |
| ০৭ | এম ভি পারাবত ১১ |
| ০৮ | এম ভি পারাবত ২ |
| ০৯ | এম ভি সুরভী ৭ |
| ১০ | এম ভি সুন্দরবন ৮ |
ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ২০২৫
ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি যদি ঢাকা
নিয়মিত ঢাকা টু বরিশাল লঞ্চে যাতায়াত করেন তাহলে ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি
সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু বরিশাল নদী পথে কাছে ও আরামদায়ক হওয়ায়
বেশির ভাগ মানুষ লঞ্চে চলাচল করতে পছন্দ করেন। ঢাকা টু বরিশাল সকাল থেকে রাত
পর্যন্ত বিভিন্ন সময় অনেক গুলো লঞ্চ চলাচল করে। আপনার সময় অনুযায়ী এর যে কোনো
একটি চলাচল করতে পারবেন। নিচে ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | লঞ্চের নাম | ছাড়ার সময় |
|---|---|---|
| ০১ | এম ভি মানামি | রাত ৮:৪৫ |
| ০২ | এম ভি কামাল খান ১ | রাত ৮:৪৫ |
| ০৩ | এম ভি পারাবত ৭ | রাত ৮:৩০ |
| ০৪ | এম ভি সুন্দরবন ৭ | রাত ৯:০০ |
| ০৫ | এম ভি পারাবত ৯ | রাত ৮:৪৫ |
| ০৬ | এম ভি সুরভী ৮ | রাত ৮:৪৫ |
| ০৭ | এম ভি পারাবত ১১ | রাত ৯:০০ |
| ০৮ | এম ভি পারাবত ২ | রাত ৮:১৫ |
| ০৯ | এম ভি সুরভী ৭ | রাত ৯:০০ |
| ১০ | এম ভি সুন্দরবন ৮ | রাত ৮:৩০ |
ঢাকা টু বরিশাল সকল লঞ্চের যোগাযোগ নাম্বার
ঢাকা টু বরিশাল সকল লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ
করে যারা নিয়মিত ঢাক টু বরিশাল লঞ্চে চলাচল করেন তাদের জন্য এই বিষয়টি খুবই
গুরুত্বপূর্ণ। এই লঞ্চের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ঢাকা টু বরিশাল
লঞ্চের অগ্রিম টিকেট বুকিং করতে পারবেন। এছাড়াও এই নাম্বারে যোগাযোগ করে আপনি
লঞ্চের বর্তমান অবস্থান সম্পর্কেও জানতে পারবেন। এছাড়াও লঞ্চের ভিতরে কোনো সমস্যা
বা বিপদে পড়লে এই সকল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নিচে ঢাকা টু বরিশাল সকল
লঞ্চের যোগাযোগ নাম্বার তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | লঞ্চের নাম | যোগাযোগ নাম্বার |
|---|---|---|
| ০১ | এম ভি মানামি | ০১৩০৯০৩৩৫৮৬ |
| ০২ | এম ভি কামাল খান ১ | ০১৭১২৩৮২৪১৪ |
| ০৩ | এম ভি পারাবত ৭ | ০১৭১১৩৪৬০৮০ |
| ০৪ | এম ভি সুন্দরবন ৭ | ০১৭১১৩৫৮৮৩৮ |
| ০৫ | এম ভি পারাবত ৯ | ০১৫৫২৪২৯৭৪৬ |
| ০৬ | এম ভি সুরভী ৮ | ০১৭১২৭৭২৭৮৬ |
| ০৭ | এম ভি পারাবত ১১ | ০১৫৫২৪২৯৭৪৬ |
| ০৮ | এম ভি পারাবত ২ | ০১৭১৫৩৮৪১৩১ |
| ০৯ | এম ভি সুরভী ৭ | ০১৭১২৭৭২৭৮৬ |
| ১০ | এম ভি সুন্দরবন ৮ | ০১৭৫৮১১৩০১১ |
ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা ২০২৫
ঢাকা টু বরিশাল লঞ্চের তালিকা সম্পর্কে অনেকেই জানেন না। বিভিন্ন জায়গায় সার্চ
দিয়ে খোজাখুজি করেও সঠিক তথ্য পাচ্ছেন না।ঢাকা থেকে বরিশাল নিয়মিত অনেক গুলো লঞ্চ
চলাচল করে। এসব লঞ্চ গুলোর কেবিন ও এসি, নন এসি ভাগে ভাড়া কম বেশি হয়। আপনি যদি
ঢাকা টু বরিশাল লঞ্চে নিয়মিত চলাচল করেন তাহলে ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়া
সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা টু বরিশাল লঞ্চের আসল ভাড়া জানা থাকলে
আপনাকে কেউ ঠকাতে পারবে না। এছাড়াও আপনি যে লঞ্চে যাত্রা করবেন ওপর দেওয়া সেই
লঞ্চের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে ভাড়া সম্পর্কে জানতে পারেন। নিচে ঢাকা টু
বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা দেওয়া হলো :
| ক্রমিক নম্বর | আসনের নাম | লঞ্চ ভাড়া |
|---|---|---|
| ০১ | ডেক সিট | ২০০ টাকা |
| ০২ | সিঙ্গেল কেবিন | ১,০০০ টাকা |
| ০৩ | ডাবল কেবিন | ১,৮০০ টাকা |
| ০৪ | ফ্যামিলি কেবিন | ২,৫০০ টাকা |
| ০৫ | সেমি ভিআইপি কেবিন | ৩,০০০ টাকা |
| ০৬ | ভিআইপি কেবিন | ৫,০০০ টাকা |
ঢাকা টু বরিশাল কত কিলোমিটার
ঢাকা টু বরিশাল কত কিলোমিটার তা অনেকেই জানতে চেয়েছেন। ঢাকা টু বরিশাল অনেকেই
নিয়মিত চলাচল করেন কিন্তু কত কিলোমিটার তা জানেন না। ঢাকা টু বরিশাল নৌপথে প্রায়
২৫০ কিলোমিটার। ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে প্রায় ৭-৮ ঘন্টা সময় লাগতে পারে। তবে
আবহাওয়া ও নদীর স্রোট এর ওপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে। এছাড়াও ঢাকা টু
বরিশাল সড়ক পথে প্রায় ২৫০-২৬০ কিলোমিটার। তবে রাস্তা ভেদে একটু কমবেশি হতে পারে।
এই ঢাকা টু বরিশাল সড়ক পথে যেতে প্রায় ৭-৮ ঘন্টা সময় লাগে। তবে সড়কের যানজট ও
রাস্তার পরিবর্তনে সময় কমবেশি লাগতে পারে।
শেষ কথা : ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়া সম্পর্কে ও
জানিয়েছি।আপনি যদি ঢাকা টু বরিশাল লঞ্চে নিয়মিত চলাচল করেন তাহলে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু বরিশাল যেসকল লঞ্চ চলাচল করে
তাও জানিয়েছি।ঢাকা টু বরিশাল দূরত্ব বেশি হওয়ায় নিরাপদ ও আরামদায়ক ভাবে লঞ্চে
যেতে পারবেন।
আরো পড়ুন : সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া
ওপরে দেওয়া ঢাকা টু বরিশাল লঞ্চের নাম্বারে যোগাযোগ করে অগ্রিম টিকেট বুকিং করতে
পারবেন। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে আপনার
পরিচিত দের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই এতোখন
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url