রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন? কিন্তু কোথাও
সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। কোনো সমস্যা নেই আজকের এই আর্টিকেলে আমরা রংপুর টু
ঢাকা সকল ট্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
রংপুর থেকে ঢাকা যাওয়ার সহজ মাধ্যম হলো ট্রেন। আপনি যদি রংপুর টু ঢাকা ট্রেন
সম্পর্কে না জানেন তাহলে আজকের এই আর্টিকেলটি পড়তে থাকুন। আজকের এই আর্টিকেলটি
মনোযোগ দিয়ে পড়লে আপনি রংপুর টু ঢাকা সকল ট্রেন সম্পর্কে জানতে পারবেন।
পেজ সূচিপত্র : রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী জানুন
রংপুর টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে
রংপুর টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি যদি
রংপুর টু ঢাকা ট্রেনে চলাচল করেন তাহলে আপনাকে অবশ্যই রংপুর টু ঢাকা যেসব ট্রেন
চলাচল করে তা সম্পর্কে জানতে হবে। রংপুর টু ঢাকা নিয়মিত দুটি ট্রেন চলাচল করে। এই
ট্রেনগুলোতে আপনি নিরাপদ ও আরামদায়ক ভাবে রংপুর থেকে ঢাকা যেতে পারবেন।ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে জানুন । নিচে রংপুর টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে তা
তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ট্রেন নম্বর |
---|---|---|
০১ | রংপুর এক্সপ্রেস | ৭৭২ |
০২ | কুড়িগ্রাম এক্সপ্রেস | ৭৯৮ |
রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন জায়গায়
খোজাখুজি করেন। ইতি মধ্যে রংপুর টু ঢাকা রেলপথে যেসব ট্রেন চলাচল করে তা সম্পর্কে
জানিয়েছি।আপনি যদি রংপুর টু ঢাকা নিয়মিত ট্রেন চলাচল করেন তাহলে ভোগান্তি
এড়াতে রংপুর থেকে ঢাকা সকল ট্রেনের সময়সূচী জেনে রাখা ভালো। সকাল
থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় এসব ট্রেন চলাচল করে। তাই ভোগান্তি এড়াতে রংপুর
থেকে ঢাকা সকল ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে রাখুন।নিচে রংপুর টু ঢাকা ট্রেনের
সময়সূচী তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
---|---|---|---|
০১ | রংপুর এক্সপ্রেস (৭৭২) | রাত :৮:১০ মিনিট | সকাল ৬:০৫ মিনিট |
০২ | কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮) | সকাল ৮:২৬ মিনিট | বিকেল ৫:১৫ মিনিট |
রংপুর টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
রংপুর টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
ইতিমধ্যে রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আমরা জানি
প্রতিটি আন্তঃনগর ট্রেনের সপ্তাহে একদিন ছুটি রয়েছে। আপনি যদি রংপুর টু ঢাকা
ট্রেন চলাচল করেন তাহলে ভোগান্তি এড়াতে রংপুর টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির
দিন গুলো জানতে হবে। ঢাকা টু কুমিল্লা ট্রেনের
সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন । নিচে রংপুর টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক
ছুটির দিন গুলো দেওয়া হলো:
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ছুটির দিন |
---|---|---|
০১ | রংপুর এক্সপ্রেস (৭৭২) | রবিবার |
০২ | কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮) | বুধবার |
রংপুর টু ঢাকা ট্রেন ভাড়া তালিকা ২০২৫
রংপুর টু ঢাকা ট্রেন ভাড়া সম্পর্কে অনেকেই বিভিন্ন জায়গায় জানতে চান। রংপুর টু
ঢাকা আন্তঃনগর ট্রেনের বাংলাদেশ রেলওয়ে কতৃক ভাড়া নির্ধারন করা রয়েছে। আপনি যদি
রংপুর টু ঢাকা ট্রেনে চলাচল করেন তাহলে আপনাকে অবশ্য রংপুর টু ঢাকা ট্রেন ভাড়া
সম্পর্কে জানতে হবে। আপনি যদি রংপুর টু ঢাকা ট্রেনের ভাড়ূা সম্পর্কে না জানেন
তাহলে ভোগান্তিতে পড়বেন। রংপুর টু ঢাকা ট্রেনের আসন ভেদে ভাড়া আলাদা আলাদা হয়ে
থাকে। নিচে রংপুর টু ঢাকা ট্রেনের ভাড়া তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | আসনের নাম | ট্রেন ভাড়া |
---|---|---|
০১ | শোভন | ৪২০ টাকা |
০২ | শোভন চেয়ার | ৫০৫ টাকা |
০৩ | প্রথম সিট | ৬৭৫ টাকা |
০৪ | স্নিগ্ধা | ৮৪০ টাকা |
০৫ | প্রথম বার্থ | ১০১০ টাকা |
০৬ | এসি সিট | ১০১০ টাকা |
০৭ | এসি বার্থ | ১৫১০ টাকা |
রংপুর টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা
রংপুর টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা সম্পর্কে অনেকেই জানতে চায়। রংপুর টু
ঢাকা একটি দূরত্বময় রেলপথ। তাই রংপুর টু ঢাকা স্টেশনের মাঝে অনেক গুলো স্টেশনে
ট্রেন বিরতি দিয়ে থাকে। এসব স্টেশনে যাত্রী উঠে আবার অনেক যাত্রী নামে। নিচে
রংপুর টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা গুলো দেওয়া হলো :
- রংপুর স্টেশন
- কাউনিয়া জংশন
- পীরগাছা
- বামনডাঙ্গা
- গাইবান্ধা
- বোনারপাড়া
- সোনাতলা
- বগুড়া
- তালোড়া
- সান্তাহার জংশন
- নাটোর
- চাটমোহর
- ইব্রাহিমাবাদ
- ঢাকা বিমানবন্দর
- কমলাপুর ঢাকা
লেখকের মন্তব্য : রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা রংপুর থেকে ঢাকা সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি রংপুর টু ঢাকা নিয়মিত ট্রেন চলাচল
করেন তাহলে অবশ্যই আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
আরো পড়ুন : ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী
এছাড়াও আজকের এই আর্টিকেলে রংপুর টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন সম্পর্কে আলোচনা
করেছি। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে ফলো করে
সাথে ই থাকুন। প্রিয় পাঠক আপনার রংপুর টু ঢাকা যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url