ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025 জানুন
ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025 সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো। বিশেষ করে আপনি যদি ওমান প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নি।
আপনি যদি ওমান থেকে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে অবশ্যই ওমানের ১ টাকা সমান
বাংলাদেশের কত টাকা এই বিষয় গুলো জানতে হবে। আজকের এই আর্টিকেলে আমরা ওমানের টাকা
এবং ওমানের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পেজ সূচীপত্র : ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025
- ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025
- ওমান ১ রিয়াল = কত টাকা
- ওমানের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
- ওমানের ১৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা
- ওমানের ১০০ টাকার ছবি
- ওমানের টাকার রেট
- ওমানের ছোট নোটগুলোর নাম ও মান
- ওমানের টাকার মান ২০২৫ আজকের
- ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সঠিক সময়
- লেখকের মন্তব্য : ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025
ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025
ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025 সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ওমান
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এ দেশের সরকার প্রধান বিভিন্ন
কাজের জন্য অন্য অন্য দেশ থেকে হাজার হাজার শ্রমিক ভিসা দিয়ে থাকে। সেই হিসেবে
প্রতি বছর হাজার হাজার শ্রমিক বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের জন্য ওমান গিয়ে থাকেন।
বর্তমানে বাংলাদেশি অনেক মানুষ ওমানে কাজ করতেছেন এবং নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে
দেশের অর্থনীতিতে অবদান রাখতেছেন।
আরো পড়ুন : কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত
সেই অবস্থান থেকে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার রেট দেখা উচিত। কারণ টাকার রেট
কখনো সমান থাকে না কম বেশি হতে থাকে। যেমন ২০২৫ সালের ৪ এপ্রিল ওমানের ১ রিয়াল
সমান বাংলাদেশের ৩১৪.৬৬ টাকা পাওয়া গেছে। আবার ২০২৫ সালের ২২ এপ্রিল ওমানের ১
রিয়ালে বাংলাদেশের ৩১৯.৩৮ টাকা পাওয়া গেছে।
আবার আজ ২০২৫ সালের ২৩ এপ্রিল ওমানের ১ রিয়ালে বাংলাদেশের ৩১৮.০৫ টাকা পাওয়া
যাচ্ছে। তাই যদি কেউ ওমান থেকে টাকা পাঠাতে চান তাহলে ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025 এসব বিষয় গুলো ভালো করে জানতে হবে। আপনি যদি ওমানের টাকা এবং
ওমানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পুর্ন
মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
ওমান ১ রিয়াল = কত টাকা
ওমান ১ রিয়াল = কত টাকা অনেকেই জানতে চেয়েছেন। আমাদের বাংলাদেশের যেমন লেনদেনের
জন্য টাকা ব্যবহার করি। তেমনি ওমানে রয়েছে রিয়াল। ওমানের এই রিয়ালের মুল্য আমাদের
বাংলাদেশের টাকার থেকে অনেক বেশি। এই রিয়ালের মুল্য সব সময় একরকম থাকে না। সময়,
দিনের ব্যবধানে এর দাম কম বেশি হতে পারে।
আরো পড়ুন : কাতারের টাকার মান কত
২০২৫ সালের ২৩ এপ্রিল ওমান ১ রিয়াল সমান বাংলাদেশের ৩১৮.০৫ টাকা পাওয়া যাচ্ছে।
আপনি যদি ওমান প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ওমান রিয়ালের বিষয়ে
জানতে হবে। রিয়ালের সঠিক মুল্য যদি জানতে না পারেন তাহলে আমি কিছু ওয়েবসাইট এর
নাম বলতেছি। যেগুলোতে আপনি রিয়ালের আবডেট খবর পেয়ে যাবেন।
যেমন : xe.com, exchange - rates.org ইত্যাদি এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে আপনি
ওমান রিয়ালের আবডেট খবর পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এই ওয়েবসাইট ভিজিট করেও আপনি
আবডেট খবর নিতে পারবেন।
ওমানের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
ওমানের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা তা আমরা অনেকেই জানি না। ওমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উন্নত একটি দেশ। আমাদের বাংলাদেশের যেমন নিজস্ব মুদ্রা রয়েছে ওমানের ও রয়েছে। আমাদের বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে থাকি আর ওমানের মুদ্রাকে রিয়াল বলা হয়। আমাদের বাংলাদেশের যেমন ১০,২০,৫০,১০০ টাকার নোট রয়েছে তেমনি ওমানের রয়েছে ১০০ টাকার নোট।
যারা ওমান প্রবাসী প্রতিদিন কাজ করে রেমিট্যান্স হিসেবে টাকা বাংলাদেশে পাঠান।
বিশেষ করে তারা জানতে চান ওমানের ১০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা। ওমানের ১০০
টাকা সমান বাংলাদেশের কত টাকা জানার আগে আপনাকে জানতে হবে। ওমানের ১ টাকা সমান
বাংলাদেশের কত টাকা এই বিষয়টি জানতে হবে।
ওমানের ১ টাকা সমান বাংলাদেশের ৩১৮.০৫ টাকা। এখন হয়তো বাকি হিসাব আপনি বুঝেই
গেছেন ৩১৮.০৫× ১০০ তাহলেই হিসাব চলে আসবে। তাও আমি বলে দিচ্ছি ওমানের ১০০ টাকা
সমান বাংলাদেশের ৩১,৮০৫ টাকা।
ওমানের ১৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা
ওমানের ১৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা অনেকেই জানতে চেয়েছেন। আমরা যেমন টাকা
ব্যবহার করে বিভিন্ন ধরনের লেনদেন করি তেমনি ওমানের লেনদেন করার জন্য রয়েছে
রিয়াল। এই রিয়াল ছোট বড়ো সব ধরনের আছে। আমাদের বাংলাদেশের যেমন ৫০, ১০০, ২০০, ৫০০
টাকার নোট রয়েছে তেমনি ওমানেরও রয়েছে ১৫০ টাকার নোট।
আরো পড়ুন : ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনেকেই বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে জানতে চান ওমানের ১৫০ রিয়াল বাংলাদেশের কত
টাকা কিন্তু সঠিক তথ্য না পাওয়াই ব্যর্থ হয়ে পড়েন। আজকে আমি আপনাকে জানাবো ১৫০
রিয়াল বাংলাদেশের কত টাকা। এর আগে আপনাকে জানতে হবে ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025। ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের ৩১৮.০৫ টাকা।
এখন ১৫০× ৩১৮.০৫ দিলেই ওমানের ১৫০ রিয়ালের মুল্য বের হয়ে যাবে। ২০২৫ সালের ২৩
এপ্রিল ১৫০ রিয়ালের মুল্য ৪৭,৭০৭.৫ টাকা পাওয়া যাচ্ছে। তবে সময় বা দিনের
ব্যাবধানে এই রিয়ালের বিনিময় হার কমবেশি হতে পারে।
ওমানের ১০০ টাকার ছবি
ওমানের ১০০ টাকার ছবি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ওমানের মুদ্রাকে রিয়াল বলা
হয়। ওমানের ১০০ রিয়ালের নোট রয়েছে। ওমানের এই বেগুনি এবং গাঢ় নীলচে রঙের মিশ্রণে
১০০ রিয়ালের নোটে প্রধান প্রতিকৃতি হিসেবে স্থান পেয়েছে প্রয়াত সুলতান সুলতান
কাবুস বিন সাঙ্গিদ। এছাড়াও আল আলম প্রাসাদ এর ঐতিহাসিক সাংস্কৃতিক স্হাপনা গুলো
তুলে ধরা হয়েছে।
এছাড়াও আরবি ভাষাতে লিখে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক ও হোলোগ্রাফিক করা হয়েছে। এর
নিচের অংশে ওমানের গুরুত্বপূর্ণ স্থাপনা ওমান সেন্ট্রাল ব্যাংক এবং নখল ফোর্ট এর
ছবি প্রকাশ পেয়েছে। এখানে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে। এই ওমানের ১০০ টাকা
উন্নত কাগজ দিয়ে তৈরি করা। যেখানে বিভিন্ন সিকিউরিটি ফিচার দেওয়া রয়েছে।
ওমানের টাকার রেট
ওমানের টাকার রেট সম্পর্কে আমরা অনেকেই জানি না। ওমানের টাকার রেট সম্পর্কে জানা
খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ওমান প্রবাসী রয়েছেন তাদের এই বিষয়গুলো ভালো
করে জানতে হবে। ২০২৫ সালের এক্সচেঞ্জ রেট অনুযায়ী ওমানের টাকার রেট আমরা অনেকেই
জানি না।
আপনি যদি ওমান থেকে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে ২০২৫ সালে ওমান এক্সচেঞ্জ রেট
কত টাকা। আমরা জানি বাহিরের অন্য অন্য দেশের এক্সচেঞ্জ রেট সব সময় এক থাকে না। কম
বেশি হতে থাকে। ২০২৫ সালের ২৪ এপ্রিল এর হিসাব অনুযায়ী ওমান রিয়ালের মুল্য নিচে
দেওয়া হলো :
রিয়াল | বাংলাদেশি টাকা |
---|---|
১ রিয়াল | ৩১৫.৫২ টাকা |
৫ রিয়াল | ১,৫৭৭.৬০ টাকা |
১০ রিয়াল | ৩,১৫৫.২০ টাকা |
২০ রিয়াল | ৬,৩১০.৪০ টাকা |
৫০ রিয়াল | ১৫,৭৭৬.০০ টাকা |
১০০ রিয়াল | ৩১,৫৫২০ টাকা |
১৫০ রিয়াল | ৪৭,৩২৮০ টাকা |
৫০০ রিয়াল | ১৫৭,৭৬০ টাকা |
১০০০ রিয়াল | ৩১৫,৫২০ টাকা |
ওমানের ছোট নোটগুলোর নাম ও মান
ওমানের ছোট নোটগুলোর নাম ও মান সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ওমানের বড়ো নোট
গুলোকে রিয়াল বলা হয়। আর ছোট নোট গুলোকে বাইসা বলা হয়। আমাদের বাংলাদেশের যেমন :
২,৫,১০,২০,৫০ টাকার নোট রয়েছে তেমনি ওমানের রয়েছে বাইসা। ওমানের এই বাইসা গুলো
তাদের ছোট কেনাকাটাই লেনদেন করে।
বিশেষ করে যারা ওমান প্রবাসী রয়েছেন তাদের এই ছোট নোট গুলো চিনা খুবই
গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিদিনই বিভিন্ন লেনদেন এ ধরনের নোট এর সম্মুখীন হতে
হয়। তাহলে চলুন আজকের আর্টিকেলের এই অংশে কতো বাইসাই বাংলাদেশের কত টাকা ইত্যাদি
বিশেষ গুলো নিচে দেওয়া হলো :
বাইসা | রিয়াল মান | বাংলাদেশি টাকায় |
---|---|---|
৫ বাইসা | ০.০০৫ রিয়াল | ১.৫৮ টাকা |
১০ বাইসা | ০.০১০ রিয়াল | ৩.১৬ টাকা |
২৫ বাইসা | ০.০২৫ রিয়াল | ৭.৮৯ টাকা |
৫০ বাইসা | ০.০৫০ রিয়াল | ১৫.৭৯ টাকা |
১০০ বাইসা | ০.১০০ রিয়াল | ৩১.৫৭ টাকা |
৫০০ বাইসা | ০.৫০০ রিয়াল | ১৫৭.৮৬ টাকা |
১০০০ বাইসা | ১.০০০ রিয়াল | ৩১৫.৭৩ টাকা |
ওমানের টাকার মান ২০২৫ আজকের
ওমানের টাকার মান ২০২৫ আজকের রেট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ওমান একটি বড়ো
এবং উন্নত রাষ্ট্র। এই ওমানে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি বিভিন্ন কাজের জন্য
গিয়ে থাকেন। ওমানের প্রদান সম্পদ হলো তেল ও গ্যাস যা অন্য অন্য দেশে বিক্রি করে
এদেশের অর্থনীতি চলে। এছাড়াও জাহাজ তৈরি ঘর নির্মান আরো বিভিন্ন কাজের জন্য
বাংলাদেশ থেকে অনেক মানুষ ওমান গিয়ে থাকেন।
তাদের অর্জিত টাকা বাংলাদেশে পাঠাতে চান। তখন বিভিন্ন জায়গায় সার্চ করে ওমানের
টাকার মান ২০২৫ আজকের এই সম্পর্কে জানতে চান। কিন্তু কোনো জায়গায় সঠিক তথ্য খুঁজে
পাচ্ছেন না। আজকের আর্টিকেলের এই অংশে আমি জানাচ্ছি ওমানের টাকার মান ২০২৫ আজকের
আজ ২০২৫ সালের ২৪ এপ্রিল ওমানের ১ রিয়াল(OMR) এ বাংলাদেশের ৩১৫.৫৪৭১ টাকা পাওয়া
যাচ্ছে।
এই রিয়াল এক্সচেঞ্জ হার সব সময় এক থাকে না। যেমন গত কাল ওমানের ১ রিয়ালে বাংলাদেশের ৩১৬.১১ টাকা পাওয়া গেছে। আপনি যদি ওমান প্রবাসী হয়ে থাকেন তাহলে ওমান রিয়ালের সঠিক আবডেট খবর পেতে কিছু ওয়েবসাইট ভিজিট করতে পারেন। যেমন : Xe,world Remit, wise এই ওয়েবসাইট গুলোর মধ্যে যে কোনো ওয়েবসাইট এ আপনি ওমান রিয়ালের আবডেট খবর পেয়ে যাবেন।
ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সঠিক সময়
ওমান থেকে বাংলাদেশের টাকা পাঠানোর সঠিক সময় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
বাংলাদেশ থেকে অনেক মানুষ ওমানে বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্য আছেন। আপনাদের এই
কষ্টের টাকা যেন যথাযথ দেশে পাঠাতে পারেন তার জন্য আজকের আর্টিকেলের এই অংশে কিছু
গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। ওমান থেকে টাকা পাঠানোর আগে আপনাকে অবশ্যই ওমানের
টাকার মান ২০২৫ আজকের এই সম্পর্কে জানতে হবে।
মনে করেন আজ ২০২৫ সালের ২৪ এপ্রিল ওমানের ১ রিয়ালে বাংলাদেশের প্রায় ৩১৫.৫৪
টাকা পাওয়া যাচ্ছে। আগের সপ্তাহে ওমানের ১ রিয়ালে বাংলাদেশের ৩১৬.৫৪ টাকা পাওয়া
গেছে। তাহলে আগের সপ্তাহই ভালো ছিলো। এজন্য আপনাকে সপ্তাহের প্রথমদিন গুলো খেয়াল
রাখতে হবে। যখনি দেখবেন রিয়ালের দাম বৃদ্ধি পেয়েছে তখনি দেশে টাকা পাঠিয়ে দিবেন।
সপ্তাহের মাঝামাঝি দিনে যেমন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিনিময় হার কমবেশি হতে পারে।
যদি হঠাৎ রিয়ালের বিনিময় হার কমে যায় মনে করেন গত কাল ছিলো ৩১৯ টাকা আজকে ৩১০
টাকা তাহলে টাকার খুব প্রয়োজন না হলে কিছুদিন অপেক্ষা করুন। কারণ রিয়ালের মুল্য
অনেক সময় কমে যায় আবার বেড়ে যায়। তাই সবকিছু দেখে তার পর বাংলাদেশ ব্যাংকে টাকা
লেনদেন করুন।
লেখকের মন্তব্য : ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025
ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা তা আপনারা ইতি মধ্যে বুঝতে পেরেছেন। প্রিয় পাঠক
আজকের এই আর্টিকেলে আমরা ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025 তা নিয়ে
বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো।
আমরা জানি বাহিরের দেশের টাকার এক্সচেঞ্জ রেট সব সময় এক থাকে না। কম বেশি হতে
থাকে। তাই আপনি যদি ওমান থেকে টাকা পাঠাতে চান তাহলে সব সময় আবডেট খবর রাখতে হবে
না হলে ক্ষতির সম্মুখীন হবেন। যেমন আজকে ওমানের ১ রিয়ালে বাংলাদেশের ৩১৫.৫৪ টাকা
পাওয়া যাচ্ছে। কালকে কমবেশি হতে পারে। তাই নিয়ম অনুসরণ করে সঠিক মাধ্যমে দেশে
টাকা পাঠান।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে আপনার
পরিচিত মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো
থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ওমানের মুদ্রা নিয়ে সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১ : ওমানি মুদ্রার নাম কি?
উত্তর : ওমানি মুদ্রার নাম হলো ওমানি রিয়াল (omani Rial) এর সংক্ষিপ্ত নাম হলো (OMR)।
প্রশ্ন ২: ওমানি উপ - মুদ্রার নাম কি?
উত্তর : ওমানের উপ - মুদ্রার নাম হলো বাইসা (Baisa)। এগুলো ওমানের ছোট নোট। ১
রিয়াল সমান ১০০০ বাইসা।
প্রশ্ন ৩: ১ ওমানি রিয়ালের মুল্য কত?
উত্তর : বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং মুল্যবান মুদ্রাগুলোর মধ্যে একটি হলো ওমানি
মুদ্রা। ওমানি ১ রিয়াল প্রায় ২.৬ মার্কিন ডলারের সমান।
প্রশ্ন ৪: ওমান থেকে টাকা পাঠিয়ে কিভাবে লাভবান হওয়া যায়?
উত্তর : ওমান থেকে টাকা পাঠানোর আগে ওমানের এক্সচেঞ্জ রেট সম্পর্কে আবডেট খবর
রাখতে হবে। তার পর এক্সচেঞ্জ রেট যখন বেশি হবে তখন টাকা পাঠিয়ে দিতে হবে।
প্রশ্ন ৫ : ওমানি রিয়াল কোথায় এক্সচেঞ্জ করা যায়?
উত্তর : বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর এক্সচেঞ্জ বুথ , অনুমোদিত মানি
এক্সচেঞ্জ , এবং সরকারি এক্সচেঞ্জ ব্যাংক।
প্রশ্ন ৬ : ওমানের সরকারি ভাষা কি?
উত্তর : ওমানের সরকারি ভাষা আরবি। কিন্তু অন্য অন্য দেশের সাথে যোগাযোগ এবং
বিভিন্ন কারণে ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
প্রশ্ন ৭: ওমানের রাজধানীর নাম কি?
উত্তর : ওমানের রাজধানীর নাম হলো মাসকাট (Muscat)।
প্রশ্ন ৮ : ওমানের মোট জনসংখ্যা কত?
উত্তর : ২০২৫ সালের হিসাব অনুযায়ী ওমানের জনসংখ্যা প্রায় ৪.৬ মিলিয়ন (৪৬) লাখ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url