কাতারের টাকার মান জানলে আপনি অবাক হবেন



কাতারের টাকার মান জানা  খুবই  গুরুত্বপূর্ণ। আপনি যদি কাতার থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে অবশ্যই কাতারের টাকার সম্পর্কে পুরোপুরি জানতে হবে । পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কাতারের অর্থনীতির মূল অংশ।এইসব কাজের জন্য শ্রমিকের চাহিদা ও প্রচুর।আজকে আমরা জানবো
কাতারের-টাকার-মান
কাতারের টাকার মান,কাতারের ১টাকা বাংলাদেশের কতো টাকা, কাতারের এক রিয়াল সমান বাংলাদেশের কতো টাকা, কাতারের ১৫০০রিয়াল সমান কতো টাকা, কাতার থেকে কখন টাকা পাঠালে লাভবান হবেন,কাতারের ১০০দিরহাম সমান কতো টাকা ইত্যাদি জানতে পুরো পোষ্টটি পড়ুন।

পেজ সূচিপত্র :কাতারের টাকার মান 


কাতারের টাকার মান

কাতার টাকার মান জানা  খুবই  গুরুত্বপূর্ণ । কাতার হলো পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ।কাতারের টাকার নাম হলো রিয়াল। বাংলাদেশের যেমন টাকা কাতারিদের জন্য তেমনই রিয়াল।কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশের 32.83টাকা।এভাবে যতো রিয়াল লেন-দেন করবেন তার সাথে 32.83গুন করলেই বাংলাদেশের টাকায় তার মূল্য বের হয়ে আসবে।

শুরুমাত্র কাতার থেকেই যে প্রবাসীরা বাংলাদেশে অর্থ প্রেরন করেন তা নয়। বাংলাদেশ থেকেও অনেক টাকা কাতারে মানুষ নিয়ে যায়। বিভিন্ন কাজে কোনো প্রবাসির খরচ লাগে আবার অনেক মানুষ ব্যবহার কাজে নিয়ে যায় আবার কিছু মানুষ ঘুরতে যায় তখন খরচ করার জন্য লাগে ইত্যাদি।

কাতারের এক টাকা বাংলাদেশের কতো টাকা

কাতারের এক টাকা বাংলাদেশের কতো টাকা এটা জানার জন্য অনেক মানুষ অনেক জায়গায় সার্চ করেন।বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন বা যারা কাতারে যেতে চাচ্ছেন তারাই বেশি সার্চ করেন।আসলে কাতারের টাকার নাম টাকা নয় টাকা শুধু বাংলাদেশের জন্য। বাংলাদেশের যেমন টাকা তেমনি কাতারিদের জন্য রয়েছে রিয়াল।কাতারের ১রিয়াল সমান বাংলাদেশের ৩২.৮৩ টাকা।

অর্থাৎ কাতারের ১ টাকা সমান বাংলাদেশে৩২টাকা৮৩পয়সা।তবে এই বিনিময় হার সব সময় একরকম থাকে না কখনো বেশি হয় কখনো কম হয়।বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কাতারের রিয়ালের মান ও বাংলাদেশের টাকার মান পরিবর্তন হতে পারে।প্রতিদিন বা কয়েক ঘন্টার ব্যবধানে ও মান কম বেশি হতে পারে তাই প্রবাসী ভাই যারা আছেন টাকা পাঠানোর আগে টাকার মান জেনে টাকা পাঠাবেন।

আরো পড়ুন : সকালে  খালি  পেটে  কালোজিরা খাওয়ার  উপকারিতা 

কাতারের এক দিরহাম বাংলাদেশের কতো টাকা

কাতারের-টাকার-মান
কাতারের এক দিরহাম সমান বাংলাদেশের কতো টাকা এটা জানতে হলে আপনাকে আগে জানতে হবে রিয়াল। আমাদের বাংলাদেশের যেমন টাকা তেমনি কাতারীদের জন্য রয়েছে রিয়াল। এক রিয়াল সমান বাংলাদেশের টাকায় ৩২.৮৩ টাকা। অর্থাৎ কাতারের এক টাকায় বাংলাদেশের ৩২টাকা ৮৩পয়সা। কাতারের ১০০ দিরহাম সমান কাতারের ১রিয়াল।

আমাদের বাংলাদেশের যেমন রয়েছে কয়েন টাকা আরো ছোট ছোট টাকার নোট তেমনি কাতারীদের জন্যে রয়েছে দিরহাম । কাতারে প্রচলিত কয়েন এর নাম দেওয়া হলো:

  • ২৫ দিরহাম                                                                                                                                                  
  • ৫০দিরহাম                                                                                                                                                    
  • ১ রিয়াল 
১০০দিরহাম সমান ১রিয়াল। আরো রয়েছে বড়ো নোট যেগুলো এই আর্টিকেলে আস্তে আস্তে জানতে পারবো।

কাতারের ১০০ রিয়াল বাংলাদেশের কতো টাকা

কাতারের ১০০রিয়াল বাংলাদেশের কতো টাকা জানতে হলে আপনাকে আগে জানতে হবে রিয়াল কি। ইতিমধ্যেই আপনি হয়তো জেনে গেছেন রিয়াল কি। কাতারের এক রিয়াল সমান বাংলাদেশের ৩২.৮৩টাকা। অর্থাৎ কাতারের এক রিয়াল সমান বাংলাদেশের ৩২টাকা৮৩পয়সা। এই রিয়াল এর রেট অনুযায়ী ১০০দিয়ে ৩২.৮৩গুন দিলেই বাংলাদেশের টাকায় হিসেব বের হয়ে আসবে ৩,২৮৩টাকা।

এই হিসেব অনুযায়ী কেউ যদি কাতার থেকে বাংলাদেশে টাকা পাঠায় তাহলে সরকার অনুমোদিত বিভিন্ন ব্যাংকে ১০০রিয়ালের জন্য বাংলাদেশ থেকে ৩,২৮৩টাকা করে পাবে।আর যদি কেউ বাংলাদেশ থেকে কাতারে টাকা পাঠাতে চাই তাহলে তাকে প্রতি ১০০ রিয়াল এর জন্য ৩,২৮৩টাকা দিতে হবে (+ব্যাংক চার্জ)

কাতার কোথায় অবস্থিত

কাতার রাজ্য, পশ্চিম এশিয়ার একটি উন্নত দেশ।বহি বিশ্বে কাতারের বিশেষ ভূমিকা রয়েছে। এটি আরব উপদ্বীপের উত্তর - পূর্ব উপকূলে কাতার রয়েছে। দক্ষিণে রয়েছে প্রতিবেশী উপসাগরীয় পরিষদের রাজতন্ত্র সৌদি আরব। কাতার ও সৌদি আরব এই দুটি দেশ একটি মাএ স্থল নিয়ে আছে।

কাতারের ১০০০রিয়াল বাংলাদেশের কতো টাকা

কাতারের ১০০০রিয়াল বাংলাদেশের কতো টাকা জানা খুবই জরুরী। বিশেষ করে যারা কাতার প্রবাসী আছেন বা কাতার যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাতারের ১হাজার রিয়াল বাংলাদেশের টাকায় ৩২,৮৩০টাকা পাওয়া যাবে।

অর্থাৎ কাতারের ১হাজার রিয়াল এ বাংলাদেশের টাকায় ৩২হাজার৮৩০টাকা পাওয়া যাবে। তবে ঘন্টা বা দিন এর পরিবর্তন এ এর মান পরিবর্তন হতে পারে।বাংলাদেশের সরকার অনুমোদিত ব্যাংক গুলোতে এই রেট অনুযায়ী টাকা দেওয়া হয়।

অন্য কিছু ব্যাংক এ কম বেশি হতে পারে। তাছাড়া আপনি বিকাশ ও অন্য অন্য মাধ্যমে ও টাকা পাঠাতে পারবেন।এতে রেমিট্যান্স পাবেন না। ব্যাংক এর মাধ্যমে টাকা পাঠালে আপনি পাচ্ছেন ২.৫% রেমিট্যান্স।

কাতারে প্রচলিত নোট

বর্তমানে কাতারে বিভিন্ন ধরনের নোট ব্যবহার করা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশটি এসব নোট ব্যবহার করে। চলুন নোট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নি

  • ১ রিয়াল :কাতারের ১ রিয়াল এর বেগুনি রঙের নোটের ওপর রয়েছে বিশাল কাতারের মানচিত্র। কাতারের ১রিয়াল এর ডিজাইন করেছেন শেখ জাসিম বিন মুহাম্মদ আল থানি।                               
  • ৫ রিয়াল : কাতারের ৫রিয়াল এর সবুজ রঙের নোট এর ওপরে রয়েছে আল খোর টাওয়ার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিক যা অসম্ভব সুন্দর লাগে।                                                                              
  • ১০ রিয়াল :কাতারের ১০ রিয়াল এর লাল রঙের নোট এর ওপরে রয়েছে কাতার জাতীয় মিউজিয়াম এর ছবি ও শেখ হামাদ গ্র্যান্ড মসজিদ এর ছবি যা খুবই সুন্দর লাগে।                                                         
  • ৫০ রিয়াল : কাতারের ৫০রিয়াল নীল রঙের নোট এর ওপরে অনেক সুন্দর ডিজাইন করেছেন শেখ আবদুল্লাহ বিন জাসিম আল থানি প্যানেল অনেক সুন্দর লাগে।                                                       
  • ১০০ রিয়াল :কাতারের ১০০রিয়াল বেগুনি রঙের নোটের ওপরে কাতারের অর্থনৈতিক ও কাতারের কেন্দ্রীয় ব্যাংকের ছবি দেওয়া যা দেখতে অনেক সুন্দর লাগে।                                                                 
  • ২০০ রিয়াল : কাতারে ২০০রিয়াল হালকা সবুজ রঙের নোট এর ওপরে ডিজাইন করা রয়েছে কাতারের সাংস্কৃতিক ঐতিহ্য ও কাতারের জাতীয় লাইব্রেরির ছবি যা খুবই সুন্দর লাগে ।                   
  • ৫০০ রিয়াল :কাতারের ৫০০রিয়াল এর ধূসর সবুজ রঙের নোট এর ওপরে রয়েছে কাতারের ঐতিহাসিক স্থান ও কাতারের এমিরেট প্যানেল যা খুবই ভালো লাগে।

এতোখন আমরা কাতারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ইতিমধ্যেই অনেক কিছু জানতে পেরেছেন। পুড়ো পোস্টটি মন দিয়ে পড়ুন।

কাতারের মুদ্রার পুরোনো ইতিহাস

কাতারের-টাকার-মান
কাতার বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে একটি। কাতারের মুদ্রার বেশ পুরোনো ইতিহাস রয়েছে। সেই পুরোনো কথা ১৯৬৬সালের আগে কাতারের নিজস্ব কোনো মুদ্রা ছিলো না। ১৯৬৬সালের আগে কাতার অন্য দেশের মুদ্রা ব্যবহার করতো।ব্রিটিশ দের পাউন্ড , ভারতীয় দের রুপি ইত্যাদি ব্যবহার করতো। ১৯৬৬ সালে এই সব ভারতীয় রুপি বন্ধ হওয়ার পর কাতার এবং তার পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলো নিজেদের মুদ্রা বানানোর সিদ্ধান্ত নিলো।

এই সময় কাতারের প্রতিবেশী দেশ দুবাই আর কাতার মিলে দিরহাম চালু করলো। কিন্তু এটা বেশি দিন থাকলো না। ১৯৭৩সালে কাতার ও দুবাই আলাদা হয়ে গেলো। তখন কাতার তাদের জন্য আবার মুদ্রা তৈরি করে । যেটা এখন কাতারি রিয়াল নামে পরিচিত পেয়েছে। ১০০ দিরহাম সমান ১রিয়াল। এই রিয়ালের অনেক গুলো নোট রয়েছে ইতিপূর্বে সেগুলো নিয়ে আলোচনা করেছি। কাতার তাদের নিজস্ব এই রিয়াল পরিচালনা করে কাতার সেন্ট্রাল ব্যাংক (QCB)এর মাধ্যমে।

বাংলাদেশিরা কেন কাতার দেশে কাজে যায়

বাংলাদেশিরা কেন কাতার দেশে কাজে যায় তার কারণ পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে কাতার একটি। বাংলাদেশের আয়তন অনুযায়ী জনসংখ্যা বেশি এতো জনসংখ্যার জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট কর। কাতারের টাকার  মান  বাংলাদেশের টাকার থেকে অনেক বেশি হওয়ায় কাতারে বাংলাদেশের মানুষ কাজে যায়।বর্তমানে বিভিন্ন দেশে জীবিকা নির্বাহের জন্য প্রায়২৮ লক্ষ এর বেশি লোক বসবাস করে। কাতারের রয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এর বিশাল সমাহার।

যা এই কাতারের অর্থনীতির মূল ভূমিকা পালন করে। এই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। এভাবেই কাতার বিশ্বের উন্নত দেশ গুলোর একজন হয়ে উঠেছে। ২০১৯সালের হিসাব মতে কাতারে বাংলাদেশি রয়েছে প্রায় ৪,০০,০০০জনের ও বেশি মানুষ। কাতার যেমনি উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে তেমনি শ্রমিক কের চাহিদা ও রয়েছে প্রচুর।

বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক মানুষ কাতারে শ্রমিক হিসেবে কাজ করে। ২০১৯ সালের হিসাব মনে কাতারে বাংলাদেশি শ্রমিক ছিলো ৪,০০,০০০ জন।২০২৪সালে এসে আরো অনেক বেশি হয়ে গেছে। তারা কাজ করে মাস শেষে তাদের অর্জিত অর্থগুলো দেশে রেমিনেন্স হিসেবে প্রদান করে।

আরো পড়ুন : কাঁচা রসুনের উপকারিতা ও খাওয়ার নিয়ম

কাতার রিয়াল সমান বাংলাদেশি টাকা


কাতার রিয়াল QAR              বাংলাদেশি টাকা BDT

১ রিয়াল                 =                 ৩২.৮৩ টাকা

১০রিয়াল                =                ৩২৮.৩ টাকা

৫০ রিয়াল              =                ১,৬৪১.৫টাকা

১০০রিয়াল               =              ৩,২৮৩টাকা

৫০০রিয়াল             =               ১৬,৪১৫টাকা

১০০০রিয়াল          =                ৩২,৮৩০টাকা

৫০০০রিয়াল          =              ১৬৪,১৫০টাকা

ওপরের তালিকায় যে হিসাব দেওয়া হলো সেগুলো দিনের বা ঘন্টার ব্যবধানে কম বেশি হতে পারে।

কাতার থেকে কখন টাকা পাঠালে আপনি লাভবান হবেন

কাতার থেকে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন টাকা দেশে পাঠান । তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কাতার উন্নত দেশগুলোর মধ্যে একটি । এই দেশে বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের জন্য থাকেন। তাদের অর্জিত অর্থ গুলো যখন মাস শেষে বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে পাঠাতে চাই তখন সঠিক দাম না জেনে যদি পাঠায় তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারে।

তাই বিশেষ করে প্রবাসী ভাইদের এ বিষয়ে সব সময় খোঁজ খবর রাখতে হবে । যখনি দেখবেন দাম বেড়ে গেছে বা ভালো দাম যাচ্ছে তখনি টাকা পাঠিয়ে দিবেন। বিশ্ববাজারে বাংলাদেশ টিকে থাকার জন্য প্রবাসী ভাইদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাংলাদেশ সরকার অনুমোদিত বিভিন্ন ব্যাংক এ টাকা পাঠালে আপনি পাচ্ছেন ২.৫% রেমিট্যান্স। অন্য অন্য মাধ্যমে পাঠালে এই রেমিট্যান্স পাবেন না।

কখন টাকা পাঠালে ক্ষতির সম্মুখীন হবেন

কখন টাকা পাঠালে ক্ষতির সম্মুখীন হবেন তা জানতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কখন টাকা পাঠালে লাভবান হবেন। আপনি যদি না জানেন কাতার রিয়াল রেট ও বাংলাদেশি টাকার রেট সম্পর্কে তাহলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন।

আপনার কষ্টে অর্জিত টাকা যেন নষ্ট না হয় এজন্য আপনাকে সব সময় খোঁজ রাখতে হবে কখন কাতার রিয়াল রেট ও বাংলাদেশি টাকার রেট বেশি কখনি আপনি টাকা পাঠাবেন এতে আপনি বিশাল ক্ষতির থেকে রক্ষা পাবেন এবং লাভবান হবেন।

শেষ কথা - কাতারের টাকার মান 


কাতারের টাকার মান জানা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে কাতারে প্রবাসী রয়েছেন। আপনার কষ্টে অর্জিত টাকা যেন নষ্ট হয় তাই আপনাকে সব সময় খোঁজ রাখতে হবে টাকার মান এর উপর। কাতারের রিয়াল ব্যবহার করা। কাতারে খুচরা টাকা আছে দিরহাম । ১০০দিরহাম সমান ১রিয়াল।

এক রিয়াল বাংলা টাকায় ৩২.৮৩টাকা। তবে সময়ের সাথে কম বেশি হতে পারে। তাই এসব বিষয়ে খোঁজ খবর রেখে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠান এবং দেশকে উন্নত করুন। নতুন নতুন বিষয় জানতে আমাদের ওয়েবসাইটি ফলো করে রাখতে পারেন। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url