ইতালি সর্বনিম্ন বেতন কত ২০২৫
আপনি কি ইতালি সর্বনিম্ন বেতন কত তা সম্পর্কে জানতে চান?। কিন্তু সঠিক তথ্য কোথাও
খুঁজে পাচ্ছেন না। কোনো সমস্যা নেই আজকের এই আর্টিকেলে আমরা ইতালিতে কোন কাজের
বেতন কত তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি ইতালিতে বিভিন্ন ধরনের কাজ করতে চান তাহলে সর্বনিম্ন বেতন সম্পর্কে জানা
উচিত। আজকের এই আর্টিকেলটি পড়া শেষ হলে আপনি ইতালি বেতন সম্পর্কে বিস্তারিত জানতে
পারবেন।
পেজ সূচিপত্র : ইতালি সর্বনিম্ন বেতন কত জানুন
ইতালি সর্বনিম্ন বেতন কত
ইতালি সর্বনিম্ন বেতন কত তা সম্পর্কে অনেকেই জানার জন্য বিভিন্ন জায়গায় খোজাখুজি
করেন। ইতালি একটি বড়ো এবং উন্নত দেশ। এ দেশে বিভিন্ন ধরনের কাজের জন্য প্রতি বছর
হাজার হাজার শ্রমিক নিয়ে থাকে। সেখানে বাংলাদেশ থেকেও হাজার হাজার শ্রমিক বিভিন্ন
কাজে ইতালি গিয়ে থাকে। অনেকেই জানতে চায় ইতালিতে সর্বনিম্ন কাজের বেতন কত।
আরো পড়ুন : কুয়েত কোম্পানি ভিসা বেতন কত
আসলে ইতালি সরকার কতৃক কোনো শ্রমিকের বেতন নির্ধারন করা নেই। ইতালিতে আপনি যাওয়ার
পর প্রথমে একটু কম বেতন পাবেন। এর পর আস্তে আস্তে আপনার কাজের অভিজ্ঞতা এবং কাজের
মানের উপর ভিত্তি করে আপনার বেতন অনেক বেড়ে যাবে। তবে যে কোনো অন্য অন্য দেশের
থেকে ইতালিতে অনেক টাকা বেশি বেতন পাবেন।
ইতালিতে সাধারণত কাজের বেতন ঘন্টা হিসেবে হিসাব করা হয়। ইউরোপীয় এই দেশগুলোতে
শ্রমিকদের সাধারণত ৮ ঘন্টা বেসিক কাজ করানো হয়। এর পর ওভারটাইম কাজের সুযোগ
রয়েছে। বর্তমানে ইতালিতে কাজ করলে সর্বনিম্ন ৭০০ থেকে ৮০০ ইউরো বেতন পাওয়া যায়।
ইতালিতে বর্তমানে যে কোনো কাজের ওপর আপনি সর্বনিম্ন ৭০ থেকে ৮০ হাজার টাকা বেতন
পাবেন।
ইতালিতে সর্বোচ্চ বেতন কত
ইতালিতে সর্বোচ্চ বেতন কত টাকা তা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। বিশেষ করে যারা
ইতালিতে নতুন যেতে চাচ্ছেন তারা ইতালিতে সর্বোচ্চ বেতন কত তা জানতে বিভিন্ন
জায়গায় সার্চ করে থাকেন। তবে ইতালিতে প্রথম গিয়ে আপনি অনেক বেশি টাকা বেতন পাবেন
না।কাজ করার পর আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা ও দক্ষতার ওপরে ভিত্তি করে বেতন
বৃদ্ধি পেতে থাকবে।
আরো পড়ুন : মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে
ইতি মধ্যে জেনেছেন ইতালিতে সর্বোনিম্ন কাজের কোনো বেতন নির্ধারিত নেই তেমনি
সর্বোচ্চ কাজের ও কোনো বেতন নির্ধারিত নেই। তবে ইতালিতে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার
টাকা থেকে শুরু করে শ্রমিকদের কাজের ওপর নির্ভর করে ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে
থাকে।
তবে সার্জন, বিশেষজ্ঞ ডক্টর, আইনজীবী, বিমানচালক, ব্যাংকার ইত্যাদি কাজের বেতন
ইতালিতে সর্বোচ্চ দেওয়া হয়। এদের বেতন মাসে প্রায় সর্বোনিম্ন ৭০,০০০ থেকে ৮০,০০০
ইউরো দিয়ে থাকে। তাই সাধারণত আপনার সর্বোচ্চ বেতন নির্ধারিত হবে আপনি কি কাজ
করছেন তার ওপর ভিত্তি করে।
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
ইতালিতে কোন কাজের চাহিদা বেশি তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। প্রতি বছর
ইউরোপীয় এই দেশগুলোতে বাহিরের দেশ গুলো থেকে হাজার হাজার শ্রমিক নিয়ে থাকে
বিভিন্ন ধরনের কাজ করানোর জন্য। বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার মানুষ
ইতালি গিয়ে থাকে। বিশেষ করে যারা নতুন ইতালি যায় তারা জানতে চান ইতালিতে বর্তমানে
কোন কাজের চাহিদা বেশি।
এবং কোন কাজ করলে অনেক বেশি টাকা বেতন পাওয়া যাবে।আপনি যদি একটি বৈধ ভিসা নিয়ে
ইতালিতে যান এবং আপনি যদি বিভিন্ন কাজের ওপর দক্ষ হয়ে থাকেন। তাহলে আপনি প্রতি
মাসে অনেক টাকা বেতন পাবেন। বর্তমানে ইতালিতে প্রায় অনেক গুলো কাজের প্রচুর
চাহিদা রয়েছে। নিচে ইতালিতে যে কাজ গুলোর বর্তমানে চাহিদা রয়েছে তা দেওয়া হলো :
- ড্রাইভিং কাজ।
- ফুট প্যাকেজিং
- কৃষি কাজ
- মেকানিক্যাল কাজ
- পাইপ ফিটিং
- ক্লিনিং ও পরিচ্ছন্ন কর্মী
- ইলেকট্রনিক এর কাজ
- কনস্ট্রাকশন কোম্পানির কাজ
- ওয়েল্ডিং মিস্ত্রির কাজ
- ইলেকট্রিশিয়ান এর কাজ
- হোটেল ম্যানেজার
- রেস্টুরেন্ট শেফ ও কুক
- কার্পেন্টার
- ট্যুর গাইড
ইতালিতে কৃষি কাজের বেতন কত
ইতালিতে কৃষি কাজের বেতন কত তা সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন জায়গায়
খোজাখুজি করেন। আজকের আর্টিকেলের এই অংশে আমি আপনাদের জানাবো ইতালিতে কৃষি কাজের
বেতন কত। ইতালিতে প্রচুর পরিমানে কৃষি জমি রয়েছে। এসব জমিতে বিভিন্ন ধরনের ফসল
চাষ করা হয়।
ইতালির সরকার প্রতি বছর বিভিন্ন এজেন্সির মাধ্যমে কৃষি কাজের জন্য বাহিরের দেশ
গুলো থেকে শ্রমিক নিয়ে থাকে। আপনি চাইলে ইতালিতে গিয়ে এই কৃষি কাজ করতে পারবেন।
ইতালিতে কৃষি কাজ সাধারণত ঘন্টা ভিত্তিক করানো হয়।প্রতি ঘন্টায় গড়ে প্রায় ৭-৯
ইউরো বেতন দিয়ে থাকে।
ইতালিতে সাধারণত ফল বাগানে, জমি পরিস্কার, ফসল কাটা,প্যাকেট জাত করা ইত্যাদি কাজ
করানো হয়।প্রতিদিন বেসিক প্রায় ৮ ঘন্টা করে কাজ করতে হয়। প্রতি ঘন্টা যদি ৭ ইউরো
করে দেয় তাহলে মাসে প্রায় ১,৪৫৬ ইউরো হয়ে থাকে। তবে অনেক সময় মাসিক আয়ের পরিমান
বিভিন্ন কারণে একটু কম হয়ে থাকে।
ইতালিতে শ্রমিকদের বেতন কত
শ্রমিকদের ইতালি সর্বনিম্ন বেতন কত তা সম্পর্কে আমরা অনেকেই জানি না। বর্তমানে বাংলাদেশ
থেকে অসংখ্য মানুষ এই শ্রমিক ভিসাই ইতালিতে গিয়ে থাকেন। বর্তমানে অনেক মানুষ
ইতালির শ্রমিক ভিসার বেতন সম্পর্কে জানার পর দালাল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে
তাড়াতাড়ি ইতালিতে যাচ্ছেন। এছাড়াও অনেক মানুষ সরকারি ভিসায় ইতালিতে শ্রমিক ভিসায়
কাজ করতে যাচ্ছেন। ইতালিতে আপনার কাজের অভিজ্ঞতা দক্ষতার উপরে ভিত্তি করে বেতন
দেওয়া হয়। তবে ইতালিতে আপনি শ্রমিক ভিসায় গিয়ে সর্বোনিম্ন ৬০ হাজার থেকে ১ লক্ষ
টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও আপনার কাজের মানের উপর ভিত্তি করে আপনার বেতন
বেশিও হতে পারে।
ইতালি সর্বনিম্ন মজুরি কত ২০২৫
ইতালিতে সর্বনিম্ন মজুরি কত তা সম্পর্কে অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
ইতালিতে সাধারণত সরকার কতৃক সর্বনিম্ন মজুরি নেই।ইতালিতে শ্রমিকের বেতন নির্ধারিত
হয় সাধারণত চুক্তির মাধ্যমে। অনেকেই হয়তো জানেন না ইতালিতে ঘন্টা ভিত্তিক কাজ
করানো হয়। প্রতি ঘন্টায় গড়ে ৭-৯ ইউরো বেতন পাওয়া যায়।
দিনে বেসিক প্রায় ৮ ঘন্টা কাজ করতে হয়। প্রতি ঘন্টা যদি ৭ ইউরো বেতন পাওয়া যায়
তাহলে মাসে প্রায় ১,৪৫৬ ইউরো বেতন আসে।তবে ইতালিতে কাজের দক্ষতার উপর আনুমানিক
মাসে প্রায় ১০০০থেকে১৫০০ ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায়।
ইতালিতে কোন কাজের বেতন বেশি
ইতালিতে কোন কাজের বেতন বেশি তা সম্পর্কে অনেকেই জানেন না। আপনি যদি ইতালিতে
বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্য গিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইতালিতে কোন কাজের
বেতন বেশি তা সম্পর্কে জানতে হবে। ইতালিতে বাঙালির জন্য বেশ কিছু কাজ রয়েছে যেকাজ
গুলো সহজেই করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন।
ইতালিতে সাধারণত কৃষি কাজ, নির্মাণ কাজ, হোটেল ম্যানেজার এবং রেস্টুরেন্টের সেফ,
ইলেকট্রনিক কাজ, ড্রাইভি, ফুড ডেলিভারি,প্লাম্বার, ইত্যাদি কাজের যেমন চাহিদা
রয়েছে তেমনি বেতন অনেক বেশি পাওয়া যায়। এসব কাজের সর্বনিম্ন বেতন ৭০ -৮০ হাজার
টাকা। তবে আপনার অভিজ্ঞতা দক্ষতার উপর ভিত্তি করে ২-৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন
দিয়ে থাকে।
ইতালিতে কোন কাজের বেতন কত
ইতালিতে কোন কাজের বেতন কত তা সম্পর্কে অনেকেই জানেন। ইতালিতে বিভিন্ন ধরনের
কাজের জন্য প্রতি বছর হাজার হাজার শ্রমিক নিয়ে থাকে। বাংলাদেশ থেকেও প্রতি বছর
হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে গিয়ে থাকে। কিন্তু অনেক মানুষ জানতে চায় ইতালির
কোন কাজের বেতন কত।
ইতালিতে সাধারণত আপনার কাজের দক্ষতার ওপর নির্ভর করে বেতন কম বা বেশি হয়। তবে
ইতালিতে সব কাজের ওপর ভিত্তি করে সর্বনিম্ন গড় বেতন প্রায় ৭০-৮০ হাজার টাকা। তবে
আপনার কাজের ওপর ভিত্তি করে ১-৬ লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। আপনাদের
সুবিধার জন্য নিচে ইতালিতে কোন কাজের বেতন কত তা সর্বনিম্ন বেতন তালিকা দেওয়া হলো
:
ক্রমিক নাম্বার | কাজের শ্রেণী | কাজের বেতন |
---|---|---|
০১ | ড্রাইভিং কাজ | প্রায় ১ লক্ষ টাকা |
০২ | ফুট প্যাকেজিং | প্রায় ৬০-৭০ হাজার টাকা |
০৩ | কৃষি কাজ | প্রায় ৮০-৯০ হাজার টাকা |
০৪ | মেকানিক্যাল কাজ | প্রায় ১ লক্ষ টাকা |
০৫ | কনস্ট্রাকশন কাজ | প্রায় ৮০-৯০ হাজার টাকা |
০৬ | হোটেল ম্যানেজার | প্রায় ১ লক্ষ টাকা |
০৭ | ক্লিনিং ও পরিচ্ছন্ন কর্মী | প্রায় ৬০-৭০ হাজার টাকা |
০৮ | রেস্টুরেন্ট শেফ ও কুক | প্রায় ৮০-৯০ হাজার টাকা |
শেষ কথা : ইতালি সর্বনিম্ন বেতন কত
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ইতালি সর্বনিম্ন বেতন কত তা সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও ইতালিতে কোন কাজের বেতন কত তা সম্পর্কেও
বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও ইতালিতে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি এবং কোন
কাজের বেতন বেশি তা সম্পর্কে জানিয়েছি।আপনি যদি ইতালি বিভিন্ন ধরনের কাজে যেতে
চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন : কাতার ভিসা চেক অনলাইন করার নিয়ম
আপনি যদি ইতালিতে বৈধ ভাবে যান তাহলে বিভিন্ন ধরনের কাজ করে প্রচুর টাকা ইনকাম
করতে পারবেন। তাই নিয়ম অনুসরণ করে বৈধ ভাবে ইতালি যান।প্রিয় পাঠক আজকের এই
আর্টিকেলটি পড়ে যদি একটও উপকৃত হন তাহলে একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না।
প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url