নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন?
তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের সকল তথ্য জানতে পারবেন।
নারায়ণগঞ্জ টু চাঁদপুর নিয়মিত অনেক গুলো লঞ্চ চলাচল করে। আজকের এই আর্টিকেলে আমরা
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের ভাড়া, সময়সূচী ও যোগাযোগ নাম্বার সহ সকল তথ্য গুলো
বিস্তারিত আলোচনা করবো।
পেজ সূচিপত্র : নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া জানুন
নারায়ণগঞ্জ টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে
নারায়ণগঞ্জ টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চায়। আপনারা
হয়তো অনেকেই জানেন নারায়ণগঞ্জ টু চাঁদপুর যাতায়াতের প্রধান মাধ্যম হলো নদী।তাই
অনেকেই জানতে চায় নারায়ণগঞ্জ টু চাঁদপুর কোন কোন লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ টু
চাঁদপুর মোট ৯ লঞ্চ চলাচল করে। আপনি যদি নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে চলাচল করেন
তাহলে নারায়ণগঞ্জ টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে তা জানা খুবই গুরুত্বপূর্ণ।
নিচে নারায়ণগঞ্জ টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে তা দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম |
---|---|
০১ | এম ভি সুরজ |
০২ | এম ভি সোনার বাংলা |
০৩ | এম ভি নবীন |
০৪ | এম ভি নূরজাহান |
০৫ | এম ভি মদিনা |
০৬ | এম ভি চাঁদপুর |
০৭ | এম ভি আল আমিন |
০৮ | এম ভি শাহজাহান |
০৯ | এম ভি রহমত |
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ২০২৫
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন জায়গায়
সার্চ দিয়ে খোজাখুজি করে থাকেন। ইতি মধ্যে নারায়ণগঞ্জ টু চাঁদপুর কোন কোন লঞ্চ
চলাচল করে তা সম্পর্কে জেনেছেন।আজকের আর্টিকেলের এই অংশে নারায়ণগঞ্জ টু চাঁদপুর
সকল লঞ্চের সময়সূচি সম্পর্কে জানাবো।
আপনি যদি নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে চলাচল
করেন তাহলে সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সময়সূচী সম্পর্কে
না জানেন তাহলে ভোগান্তিতে পড়বেন। এছাড়াও আপনার নিদিষ্ট গন্তব্যে সঠিক সময়ে
পোঁছাতে পারবেন না। সদরঘাট টু চাঁদপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন। নিচে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী তালিকা
দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
---|---|---|---|
০১ | এম ভি সুরজ | বিকেল ৪:০০ টা | রাত ১০:০০ টা |
০২ | এম ভি সোনার বাংলা | সকাল ৭:০০ | দুপুর ১:০০ টা |
০৩ | এম ভি নবীন | বিকেল ৩:০০ টা | রাত ৯:০০ টা |
০৪ | এম ভি নূরজাহান | সকাল ৮:০০ টা | বিকেল ২:০০ টা |
০৫ | এম ভি মদিনা | দুপুর ১:০০ টা | সন্ধ্যা ৭:০০ টা |
০৬ | এম ভি চাঁদপুর | বিকাল ২:০০ টা | রাত ৮:০০ টা |
০৭ | এম ভি আল আমিন | সকাল ৯:০০টা | বিকেল ৩:০০টা |
০৮ | এম ভি শাহজাহান | দুপুর ১২:০০ টা | সন্ধ্যা ৬:০০ টা |
০৯ | এম ভি রহমত | সকাল ১০:০০ টা | বিকেল ৪:০০ টা |
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ ভাড়া তালিকা ২০২৫
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ ভাড়া সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। ইতি মধ্যে
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের আর্টিকেলের
এই অংশে আমি আপনাকে জানাবো নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ ভাড়া সম্পর্কে। আপনি যদি
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ চলাচল করেন তাহলে আপনাকে অবশ্য নারায়ণগঞ্জ টু চাঁদপুর
লঞ্চ ভাড়া সম্পর্কে জানতে হবে।
আরো পড়ুন : ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ও ভাড়া
আপনি যদি লঞ্চ ভাড়া সম্পর্কে জানেন তাহলে চলাচল করতে সুবিধা হবে। ইতিমধ্যে
জেনেছেন নারায়ণগঞ্জ টু চাঁদপুর অনেক গুলো লঞ্চ চলাচল করে। এই লঞ্চ গুলো কেবিন ও
সিটের আলাদা আলাদা ভাড়া হয়ে থাকে। নিচে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ ভাড়া তালিকা
দেওয়া হলো :
ক্রমিক নম্বর | লঞ্চের নাম | সিট ভাড়া | কেবিন ভাড়া |
---|---|---|---|
০১ | এম ভি সুরজ | বিকেল ৪:০০ টা | |
০২ | এম ভি সোনার বাংলা | ১৫০ টাকা | ৪০০ টাকা |
০৩ | এম ভি নবীন | বিকেল ৩:০০ টা | |
০৪ | এম ভি নূরজাহান | ১৬০ টাকা | ৪৫০ টাকা |
০৫ | এম ভি মদিনা | ২০০ টাকা | ৬৫০ টাকা |
০৬ | এম ভি চাঁদপুর | ২১০ টাকা | ৭০০ টাকা |
০৭ | এম ভি আল আমিন | ১৭০ টাকা | ৫০০ টাকা |
০৮ | এম ভি শাহজাহান | ১৯০ টাকা | ৬৫০ টাকা |
০৯ | এম ভি রহমত | ১৮০ টাকা | ৫৫০ টাকা |
নারায়ণগঞ্জ টু চাঁদপুর নৌপথের দূরত্ব কত কিলোমিটার
নারায়ণগঞ্জ টু চাঁদপুর নৌপথের দূরত্ব কত কিলোমিটার তা সম্পর্কে অনেকেই জানতে
চায়।ইতিমধ্যে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
এখন নারায়ণগঞ্জ টু চাঁদপুর দূরত্ব সম্পর্কে জানাবো। বিশেষ করে যারা নারায়ণগঞ্জ টু
চাঁদপুর নৌপথে লঞ্চে চলাচল করে তারা অনেকেই সময় নির্ধারণ করার জন্য জানতে চান।
নারায়ণগঞ্জ টু চাঁদপুর নৌপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।বরিশাল টু ভোলা লঞ্চ
সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন।
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে যেতে কত সময় লাগে
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে যেতে কত সময় লাগে তা সম্পর্কে জানার জন্য অনেকেই
আগ্রহ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে নিরাপদ ও আরামদায়ক ভাবে
যাতায়াত করতে পারবেন। তাই যারা নিয়মিত নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে চলাচল করেন
তারা অনেকেই জানতে চায় নারায়ণগঞ্জ টু চাঁদপুর যেতে কত সময় লাগে।
আরো পড়ুন: ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচী ও ভাড়া
অনেকেই বিভিন্ন কাজের উদ্দেশ্য নারায়ণগঞ্জ টু চাঁদপুর গিয়ে থাকেন তাই তারা সঠিক
সময়ে পোঁছাতে কত সময় লাগে তা সম্পর্কে জানতে চান। নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চে
যেতে মোটামুটি ৬-৮ ঘন্টা সময় লাগে। তবে আবহাওয়া ও নদীর পানির চাপ এর কারণে সময়
আরো কম বা বেশি লাগতে পারে।
লেখকের মন্তব্য : নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচী
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসা সকল লঞ্চের
সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও নারায়ণগঞ্জ টু চাঁদপুর
যেতে কত সময় লাগে দূরত্ব কত তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আপনি যদি
নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ চলাচল করেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য
খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় আশা আজকের এই আর্টিকেলে আপনার প্রয়োজনীয় সকল তথ্য তুলে ধরতে পেরেছি। প্রিয়
পাঠক আজকের মতো এই পর্যন্তই আপনার নারায়ণগঞ্জ টু চাঁদপুর যাত্রা শুভ হোক আল্লাহ
হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url