পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জানুন
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে
চেয়েছেন। কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভারতীয় ভিসা চেক করতে হয় অনেকেই জানে না।
আজকের আর্টিকেলে আমরা ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা
করবো।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম দুটি রয়েছে । একটি হলো
বাংলাদেশের ওয়েবসাইট ব্যবহার করে অন্যটি হলো ভারতীয় ওয়েবসাইট ব্যবহার
করে।পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি যদি ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে না
জানেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নি।
পেজ সূচিপত্র : পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
- ইন্ডিয়ান ভিসা চেক ওয়েব ফাইল নাম্বার দিয়ে
- বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক
- ইন্ডিয়ান ভিসা করতে কি কি কাগজপত্র লাগে
- ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
- ইন্ডিয়ান ভিসা পেতে কতোদিন লাগে
- ভারতীয় টুরিস্ট ভিসা
- ইন্ডিয়াতে যেতে কি ভিসা লাগবে
- শেষ কথা : পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম বেশ কয়েকটি রয়েছে।
আমাদের বাংলাদেশের মানুষের বিভিন্ন কারণে ইন্ডিয়ায় জেতে হয়। আপনি হয়তো জেনে
থাকবেন। যেকোনো দেশে যেতে হলে ভিসা লাগে।
আরো পড়ুন : কাতারের টাকার মান
অনেকে ভিসা করে সর্বশেষ অবস্থা জানতে চাই । এজন্য তারা অনলাইনে বিভিন্ন জায়গায়
তাদের ভিসা সম্পর্কে জানতে চাই । আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে
আপনি ঘরে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করতে হয় চলুন বিস্তারিত জেনে
নি।
- আপনাকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে Authorized portal for visa Application to indianvisaonline.gov.in এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
- এর পর নিচের দিকে লিখা দেখবেন For Ragular / Paper visa by Indian Mission / post,apply here এই লিখার ওপর ক্লিক করতে হবে।
- তার পর Check Your visa Staus এই লেখার ওপর ক্লিক করতে হবে।
- তারপর লিখা দেখবেন Application id ওই লিখার সাথে একটি ফাঁকা ঘর রয়েছে। ওইখানে আপনার Application idদিতে হবে। চেক করে দেখবেন Application id অবশ্যই ১২ডিজিটের হবে।
- এরপর নিচে লিখা দেখবেন passport No ওই লিখার সাথে একটি ফাঁকা ঘর রয়েছে । ওখানে আপনার Passport Noদিতে হবে।
- এরপর নিচে দেখবেন কয়েকটি কোড বা ইংরেজি শব্দ লেখা আছে। ওই লিখা দেখে দেখে সঠিকভাবে নিচে আবার লিখতে হবে।
- এর পর নিচে লিখা দেখবেন Check Status ওইখানে চাপ দিতে হবে।
এরপর আপনার ভিসা চলে আসবে। এরপর আপনার ভিসা দেখতে পারবেন। এতোখন আমরা পাসপোর্ট
নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানলাম। এখন নিচে আমরা
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। পুরো পোষ্টটি পড়তে
থাকুন।
ইন্ডিয়ান ভিসা চেক ওয়েব ফাইল নাম্বার দিয়ে
ইন্ডিয়ান ভিসা চেক ওয়েব ফাইল নাম্বার দিয়েও করতে পারবেন। এজন্য আপনাকে
www.ivacbd.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে
হবে। এটি একটি বাংলাদেশি ওয়েবসাইট । এখানে আপনি শুরু ইন্ডিয়ান ভিসাই চেক করতে
পারবেন।
এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ট্র্যাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে
আপনার ভিসা আবেদনের ওয়েল ফাইল নাম্বার পেয়ে যাবেন। এর পর নিচের ধাপ গুলো ফলো
করলেই আপনার ভিসা দেখতে পাবেন।
- আপনাকে প্রথমে যে কোন ব্রাউজার এ গিয়ে www.ivacbd.com এই ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।
- এর পর একটু নিচের দিকে দেখবেন পাঁচটি পাশাপাশি সাজানো লেখা রয়েছে। এর মধ্যে চতুর্থ নাম্বারে Track Your Application লেখা রয়েছে তার নিচে Real-Time Updates লেখা রয়েছে ওই দিখায় ক্লিক করুন।
- এর পর একটু নিচের দিকে গেলে দেখবেন পাশাপাশি দুইটা সবুজ রঙের ঘর রয়েছে । এর মধ্যে প্রথমটায় Regular Vasa Application ওই লেখার ওপর ক্লিক করতে হবে।
- এরপর দেখবেন Web file Number লেখা আছে । তার নিচে ফাঁকা ঘরে আপনার Web file number লিখতে হবে।
- এর পর নিচে লিখা দেখবেন Please type below লিখা র নিচে একটি ফাঁকা ঘর রয়েছে। নিচে কিছু কোড লেখা থাকবে ওই ফাঁকা জায়গায় কোড গুলো সঠিকভাবে বসাতে হবে।
- এর পর submit লেখা দেখবেন। সেখানে ক্লিক করলেই আপনার ভিসা দেখতে পারবেন।
ওপরের ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার ভিসা দেখতে পারবেন । এতক্ষণ আমরা
ওয়েব ফাইল নাম্বার ব্যবহার করে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানলাম।
আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।
বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক
বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক গুলো এমন ভাবে নিয়েছি । যেন আপনাদের সুবিধা হয়।
আপনি যেই দেশের ভিসা চেক করতে চাচ্ছেন সেই দেশের নামের ওপর ক্লিক করলেই আপনাকে
সরকারি ওই জায়গায় নিয়ে যাবে। প্রিয় পাঠক নিচে কয়েকটি দেশের ভিসা চেক লিংক দেওয়া
হলো :
ইন্ডিয়ান ভিসা করতে কি কি কাগজপত্র লাগে
ইন্ডিয়ান ভিসা করতে কি কি কাগজপত্র লাগে আমরা তা অনেকেই জানি না। সর্বপ্রথম
আপনাকে জানাতে হবে ইন্ডিয়াতে আপনি কেন যাচ্ছেন । কারণ ইন্ডিয়াতে যাওয়ার
বিভিন্ন ধরনের ভিসা রয়েছে । কেউ ঘুরতে গেলে টুরিস্ট ভিসা। আবার অনেক মানুষ উন্নত
চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায়।
আরো পড়ুন :
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
এজন্য চিকিৎসা ভিসা রয়েছে ।এজন্য আপনাকে কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। ইন্ডিয়াতে
আপনি কেন যাচ্ছেন। বিভিন্ন কাজের ভিসার ধরন আলাদা হতে পারে। অনেকেই ইন্ডিয়ান
ভিসা করতে কি কি কাগজপত্র লাগে জানতে ইন্টারনেটে সার্চ দেন।কিন্তু সঠিক তথ্য না
পাওয়ায় ব্যর্থ হন। আজকের আর্টিকেলের এই অংশে আমরা আপনাকে জানাবো ইন্ডিয়ান ভিসা
করতে কি কি কাগজপত্র লাগে । পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
ইন্ডিয়ান ভিসা করতে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। তবে আপনার যাওয়ার
উদ্দেশ্য ভেদে ভিসা ধরন পরিবর্তন হয়ে কাগজপত্র কম বেশি লাগতে পারে। তবে আপনি
আপনার মূল্যবান সকল কাগজপত্র সাথে রাখার চেষ্টা করবেন। চলুন বিস্তারিত জেনে নি।
- প্রথমেই আপনার ভিসা আবেদন ফরম লাগবে।
- এর পর আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে।
- এরপর আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।
- এরপর আপনার যাওয়ার টিকিট লাগবে।
- এরপর আপনার ওখানে থাকার হোটেল বুকিং এর প্রমান লাগবে।
- এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
- আপনার ভ্রমণ বীমা লাগবে।
- এরপর আপনার ফেরত আসার টিকিট লাগবে।
- প্রয়োজন ভেদে আর অন্যান্য কাগজপত্র ও তথ্য লাগতে পারে।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম আমরা অনেকেই জানি না। আমাদের বিভিন্ন কাজে
বিভিন্ন দেশে যেতে হয়। এজন্য এ বিষয় গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় না। ভিসা চেক করার জন্য আমাদের
Web file number ব্যবহার করতে হয়।
আরো পড়ুন : SEO শিখে মাসে লাখ টাকা আয়
কিভাবে ভিসা চেক করতে হয় নিচে তার কিছু ধাপ উল্লেখ করা হলো:
- প্রথমে আপনি যেকোনো ব্রাউজার থেকে passtrack. Net এই ওয়েবসাইট এ প্রবেশ করবেন।
- এর পর আপনার ভিসার ধরন অনুযায়ী Regular visa Application এ ক্লিক করতে হবে।
- এর পর আপনার Web visa Application নাম্বার দিতে হবে।
- এর পর নিচের ক্যাপচা কোট দিয়ে সাবমিট করতে হবে।
ইন্ডিয়ান ভিসা পেতে কতোদিন লাগে
ইন্ডিয়ান ভিসা পেতে কতোদিন লাগে এ বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। বিষয় করে যারা
ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন , তাদের ইন্ডিয়ান ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ও কতোদিন সময় লাগে তা জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট
করতে পারেন। ভিসা ধরন অনুযায়ী সময় নির্ধারিত হয় ।
যেমন : টুরিস্ট ভিসা, চিকিৎসা ভিসা ইত্যাদি আরো অনেক ভিসা রয়েছে। সাধারণত
ইন্ডিয়া ভিসা পেতে ২০-২৫ দিন সময় লাগে। তবে ভিসার ধরন অনুযায়ী সময় কম বেশি হতে
পারে। কোনো কোনো ভিসা পেতে তিন মাস পর্যন্ত লেগে যাই। আশা করছি আজকের আর্টিকেলের
এই অংশে ইন্ডিয়ান ভিসা পেতে কতোদিন লাগে তা বিস্তারিত জানতে পেরেছেন।
ভারতীয় টুরিস্ট ভিসা
অনলাইনে ভিসার আবেদন : আপনি যদি ভারত ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই
একটি টুরিস্ট ভিসা তৈরি করতে হবে। এজন্য আপনি বাড়িতে থেকেই ভারত সরকারের ই- ভিসা
ওয়েবসাইটে
indianvisaonline.gov.in এই
ওয়েবসাইট এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদন জমা দেওয়ার ৪-৫কর্ম দিবসের মধ্যেই আপনি ভিসার অনুমোদন পেয়ে যাবেন। তবে কোন
কারনে এর সময় বেশিও লাগতে পারে।
ই- ভিসা : ভারতীয় টুরিস্ট ভিসা দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। কোভিড ১৯
মহামারীর কারণে যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিলো। তখন ভারত সরকার এই ভিসা
বন্ধ করে দেন। দীর্ঘদিন পর কোভিড ১৯ বন্ধ হওয়ার পর্যটকদের জন্য ভারতীয় টুরিস্ট
আবার চালু করেছে। ভারত ভ্রমণকে সহজ ও সুবিধাজনক করে তুলেছে এই টুরিস্ট ভিসা।
টুরিস্ট ভিসার মেয়াদ : আপনি যদি ইন্ডিয়াতে ঘুরতে যান তাহলে আপনাকে একটি
ভিসা করতে হবে। এই ভিসার একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। বর্তমানে বিভিন্ন মেয়াদের
ভিসা পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নি।
- ৩০ দিনের ভিসা : এই ভিসা ডাবল এন্ট্রির জন্য । এই ভিসায় নির্দিষ্ট সময় অনুযায়ী ওই সময়ের মধ্যেই ভ্রমণ শেষ করতে হবে।
- ১ বছরের ভিসা : এই ভিসাটি মাল্টিপল এন্ট্রি সহ এবং এক বছরের মধ্যে যেকোনো সময় ব্যবহার করলেই হবে।
- ৫ বছরের ভিসা : এই বিষয়টি মাল্টিপল এন্টি সহ এবং পাঁচ বছরের মধ্যে যেকোনো সময় ব্যবহার করলেই হবে।
ইন্ডিয়াতে যেতে কি ভিসা লাগবে
ইন্ডিয়াতে যেতে কি ভিসা লাগবে এই কথাটি অযৌক্তিক একটি কথা। আমাকে অনেকেই এই বিষয়ে
প্রশ্ন করে থাকেন। এজন্যই বলতেছি। বিশ্বের যে কোন দেশে যেতে হলে আপনার অবশ্যই
ভিসা করতে হবে। ভিসা ছাড়া গেলে ওইটা আইনীয় দণ্ডনীয় অপরাধ । এতে আপনার
যাবজ্জীবন জেল ও হয়ে যেতে পারে।
এজন্য আপনাকে বিভিন্ন দেশে যাওয়ার আগে ওই দেশের ভিসা করতে হবে। ইন্ডিয়াতে যেতে
হলে আপনাকে অবশ্য একটি ভিসা করতে হবে। এবং ভিসার মেয়াদ পর্যন্তই আপনি ইন্ডিয়াতে
অবস্থানরত থাকতে পারবেন। আপনি ইন্ডিয়াতে যে বিষয়ের জন্য যাবেন সে বিষয়ের জন্য
ভিসা তৈরি করতে হবে।
শেষ কথা : পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে ইতি মধ্যে আমরা
আলোচনা করেছি । আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে চান।
তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই আর্টিকেলটি সম্পুর্ন পড়তে হবে। তাহলেই আপনি বুঝতে
পারবেন কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়।
আজকের এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করেছি। কিভাবে অনলাইনে ইন্ডিয়ান ভিসার আবেদন
করবেন।আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ ছিলো। এ ধরনের তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ফলো করে
রাখতে পারেন।
যদি আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু-বান্ধব
আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো
থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url