SEO শিখতে কতদিন লাগে SEO শিখে মাসে লাখ টাকা আয়
SEO শিখতে কতদিন লাগে এবং এসইও করে কিভাবে টাকা আয় ইনকাম করা যায় এটা অনেকেই
জানতে চেয়েছেন । এসইও একটি খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। এটা অনলাইন প্ল্যাটফর্মের
মধ্যে বড় সেক্টর । আজকে আমরা এসইও শিখে কিভাবে আয় করবো এবং শিখতে কতোদিন লাগে তা
জানবো।
SEO শিখতে কতদিন লাগে এই বিষয়টি সম্পুর্ণ আপনার ওপর নির্ভর করে। এর পর ও ভালো
মানের এসইও শিখতে কতদিন লাগে এবং এসইও শিখে কিভাবে আয় ইনকাম করা যায় এই সম্পর্কে
বিস্তারিত আলোচনা করবো । আপনি যদি এসইও বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে
পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্ট সূচিপত্র : SEO শিখতে কতদিন লাগে
SEO শিখতে কতদিন লাগে
SEO শিখতে কতদিন লাগে জানতে হলে আপনাকে আগে জানতে হবে এসইও কি। আমরা অনেকেই জানি
না এসইও কি । আমি বলছি এসইও কি? এসইও এর পূর্ণরুপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও
অনেক কিছুর ওপর করা যায় । যেমন :ইউটিউব এসইও,ফেসবুক এসইও, আর্টিকেল এসইও,ভিডিও
এসইও ইত্যাদি ।
আরো পড়ুন :
অল্প পুঁজিতে ১১টি লাভজনক ব্যবসা
এই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম পেজ
এ দেখাতে সাহায্য করবে। এককথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ হলো কোনো
পোষ্ট বা কনটেন্টকে র্যাংক করিয়ে সার্চ পেজ এর প্রথম পেজ এ রাখে। এখন অনেকের
প্রশ্ন যে এসইও শিখতে কতদিন লাগে ।
এই সম্পর্কে বলতে গেলে আমার অভিজ্ঞতা থেকে বলবো এসইও একটি অনেক বড়ো
সেক্টর।স্বাভাবিকভাবে এসইও শিখতে ১-৩ মাস সময় লাগে। তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো
যতো সময় নিয়ে কাজ করবেন ততো ভালো করবেন। সময় নিয়ে কাজ করলে অনেক কিছু শিখতে
পারবেন। বাংলা কথায় একটা প্রবাদ আছে অপেক্ষার ফল মিষ্টি হয় ।
তেমনি আপনি যদি সময় নিয়ে এসইও শিখেন তাহলে ভালো মানের এসইও এক্সপার্ট হয়ে বিভিন্ন
জায়গায় ভালো মানের টাকায় কাজ করতে পারবেন। তবে সবার ধারন ক্ষমতা একরকম নয় কারো এক
থেকে তিন মাস লাগে আবার কারো তিন থেকে ছয় মাস লাগে।
এসইও কতো প্রকার ও এসইও এর পূর্ণরূপ কি
এসইও কতো প্রকার ও এসইও এর পূর্ণরুপ কি আমরা অনেকেই জানি না । এসইও কতো প্রকার
এবং এসইও এর পূর্ণরুপ কি এসব বিষয় জানতে হলে আপনাকে অবশ্যই পুরো পোষ্টটি মনোযোগ
দিয়ে পড়তে হবে । তাহলে আপনি এসইও বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে
একজন এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
আরো পড়ুন :
১৫ দিনে মোটা হওয়ার উপায়
চলুন জেনে নি। এসইও এর পূর্ণরুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন । সার্চ
ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ হলো কোনো পোষ্ট বা কনটেন্টকে প্রথম পেজ এ দেখানো যেন
পাঠক সহজেই তা দেখে পড়তে পারে। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রধানতো তিন
প্রকার।
যথা:
১। অন পেজ এসইও
২। অফ পেজ এসইও
৩। টেকনিক্যাল এসইও
চলুন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিস্তারিত জেনে নি।
অন পেজ এসইও
অন পেজ এসইও হলো ওয়েবসাইট এর মধ্যে বিভিন্ন অংশ উন্নত করতে অপটিমাইজেশন । অন পেজ
এসইও আপনার কনটেন্টকে উন্নত করতে সাহায্য করে। অন পেজ এসইও করে আপনার ওয়েবসাইট এর
কনটেন্ট এর ইমেজ, টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন , লিংক অপ্টিমাইজড এর
মাধ্যমে ব্যবহার কারীর চাহিদা পূরণ করে।
আপনার পোস্ট বা কন্টেন্ট প্রথম পেজ এ পাঠকদের সামনে আসার জন্য অন পেজ এসইও খুবই
গুরুত্বপূর্ণ।অন পেজ এসইও এর কয়েকটি কৌশল সম্পর্কে আলোচনা করা হলো :
মেটা ডেসক্রিপশন : মেটা ডেসক্রিপশন একটি ওয়েবসাইট এর প্রাণ বলা হয়। কারণ
মেটা ডেসক্রিপশন যতো ভালো হবে পোস্ট ততো র্যাংকিং এ এগিয়ে যাবে। তাই আমাদের
মেটা ডেসক্রিপশন এ এমন কিছু রাখতে হবে যেন পুরো পোষ্ট এ কি আছে বোঝা যায়।
উন্নত কনটেন্ট : উন্নত কনটেন্ট এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর খুবই
গুরুত্বপূর্ণ । কনটেন্ট যতো উন্নত হবে এসইও ততো ভালো হবে। কনটেন্ট এর মধ্যে তথ্য
মূলক কথা বেশি বেশি উল্লেখ করতে হবে। অল্প কথাতেই সুন্দর করে বোঝাতে হবে।
লিংক বিল্ডিং : লিংক বিল্ডিং একটি কনটেন্ট এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ।
লিংক বিল্ডিং হলো একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট এ লিংক ব্যবহার করা। সেটা যে
কোনো ওয়েবসাইট হতে পারে । তবে তথ্য মূলক বিষয় নিয়ে লিংক বিল্ডিং করা উচিত । এতে
ওয়েবসাইট এর সার্চ ইঞ্জিন র্যাংকিং উন্নত হবে এবং পোস্ট তাড়াতাড়ি র্যাংক করবে।
অফ পেজ এসইও
অফ পেজ এসইও হলো এমন একটি অপটিমাইজেশন যা ওয়েবসাইট এর ভিতরে কোনো কাজ করতে হয় না। ওয়েবসাইট এর বাহিরে গিয়ে বিভিন্ন কাজ করার মাধ্যমে এই অফ পেজ এসইও হয়। এই অফ পেজ এসইও এর মূল উদ্দেশ্য হলো ওয়েবসাইট এর ট্রাস্ট ও অথরিটি উন্নত করতে সাহায্য করে।
এই অফ পেজ এসইও প্রধানত ওয়েবসাইট এ ব্যাকলিংক তৈরি করে। যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য জায়গা থেকে সিগন্যাল দিয়ে ওয়েবসাইট এ ব্যাকলিংক তৈরি করে। ভালো ব্যাংক লিঙ্ক মানে অনেক বিশ্বস্ত ওয়েবসাইট ।অফ পেজ এসইও সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেছি। এবার অফ পেজ এসইও সম্পর্কে কয়েকটি জেনে নি।
মিডিয়া মার্কেটিং: মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ও একটি বড়ো সেক্টর । মিডিয়া মার্কেটিং হলো আপনার ওয়েবসাইট কে বিভিন্ন ওয়েবসাইট এর সাথে শেয়ার করে ওয়েবসাইট পরিচিতি করা। এতে আপনার ওয়েবসাইট সম্পর্কে মানুষ জানতে পারবে।
গনমাধ্যম : গনমাধ্যম হলো একটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত মানুষের কাছে প্রচার করা। এতে মানুষ আপনার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং ওয়েবসাইট মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং খুব সহজে ভিজিট করবে।
ব্যাকলিংক: ব্যাকলিংক কি অনেকেই জানি না। ব্যাকলিংক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট লিংক করা। এতে ওয়েবসাইট র্যাংকিং অনেক এগিয়ে যায় এবং সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের গুরুত্ব সম্পর্কে জানতে সাহায্য করে।
টেকনিক্যাল এসইও
টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইটের অপটিমাইজেশন অনেক উন্নত করতে সাহায্য করে। আমরা
অনেকেই জানি না টেকনিক্যাল এসইও কি। টেকনিক্যাল এসইও এমন এসইও যেটা করতে কোনো
টাকা পয়সা খরচ করতে হয় না। কিছু টেকনিক অবলম্বন করে নিজের মেধা শক্তিকে কাজে
লাগিয়ে এসইও করতে হয়।
এই টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই
টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইটকে সার্চ রেজাল্ট এর প্রথম পেজ এ রাখতে সাহায্য
করে।টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ণ । এখন আমরা
টেকনিক্যাল এসইও এর কিছু বিষয় জানবো।
নিরাপত্তা : নিরাপত্তা মানে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন। নিরাপত্তা মানে
আপনার ওয়েবসাইট এর নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টেকনিক্যাল
এসইও।
সার্চ ইঞ্জিন ঞলিং ও ইন্ডেক্সিং : সার্চ ইঞ্জিন ঞলিং ও ইন্ডেক্সিং একটি
ওয়েবসাইট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । সার্চ ইঞ্জিন ঞলিং ও ইন্ডেক্সিং একটি
ওয়েবসাইট এর ইন্ডেক্স খুব তাড়াতাড়ি করতে সাহায্য করে। এজন্য ওয়েবসাইট এর
পারফরম্যান্স ভালো হয়।
মোবাইল প্রমোট: মোবাইল প্রমোট বলতে মোবাইল ডিভাইসে টেকনিক্যাল এসইও এর
মাধ্যমে ওয়েবসাইট মোবাইল ডিভাইসে সুন্দর ভাবে পাঠকদের সামনে উপস্থিত করা।
এসইও করার নিয়ম
এসইও করার নিয়ম গুলো অনুসরণ করলে আমরা আমাদের কনটেন্টকে খুব তাড়াতাড়ি র্যাংক
করাতে পারবো। এসইও এর পূর্ণরুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন । সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন হলো এমন একটি টেকনিক বা মাধ্যম যার মাধ্যমে একটি ওয়েবসাইট এর পোস্টকে
সার্চ পেজ এর প্রথম এ নিয়ে আসা যায়।
আরো পড়ুন :
গাজর খাওয়ার ২০টি উপকারীতা
এসইও এর অনেক টেকনিক আছে ওপরে এসইও টেকনিক গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এইসব
টেকনিক্যাল এসইও করার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। একটু ব্রেণ কে কাজে
লাগিয়ে এই এসইও গুলো করা যায়। তবে এসইও করার সাথে সাথে যে কনটেন্ট রাইটিং প্রথমে
চলে যাবে। এমনটা না।
এসইও করার পর কিছু দিন সময় লাগবে র্যাংক করাতে। কারো কারো দুই -তিন মাস ও লাগে।
তবে কনটেন্ট এর ধরন ভালো হতে হবে এবং কনটেন্ট এ তথ্য মূলক বিষয় নিয়ে আলোচনা করতে
হবে। যেন পাঠক সহজেই বুঝতে পারে । এসইও কয়েক ধরনের আছে তা আপনারা ইতি মধ্যে জেনে
গিয়েছেন।
এসইও ওয়েবসাইট এর ভিতরে ও করা যায় আবার ওয়েবসাইট এর বাহিরেও করা যায়। আপনার
কনটেন্ট এর টাইটেল,মেটা ডেসক্রিপশন ,ইমেজ,লিংক,হেডিং ট্যাগ (H1,H2,H3)ইত্যাদি
সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।
এসইও শিখে মাসে লাখ টাকা আয়
এসইও শিখে আয় করবো কিভাবে এটা অনেকেরই প্রশ্ন। বর্তমান এই ডিজিটাল যুগ এর সাথে
তাল মিলিয়ে চলতে হবে। আপনি আসেপাশে তাকালেই দেখতে পাবেন। মানুষ কনটেন্ট, ভিডিও
তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লাখ লাখ টাকা আয় করছে। তারা কনটেন্ট , ভিডিও
তৈরি করছে এগুলো কি এমনি এমনি র্যাংক করছে।
না এগুলোতে এসইও এর ব্যবহার করা হয়েছে । এসইও এর পূর্ণরুপ হলো সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন । এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মে মানুষ
ওই বিষয়ে সার্চ দেওয়ার পর তার কনটেন্টটি সবার সামনে থাকছে এতে তার আয় ইনকাম হচ্ছে
। কিন্তু তারা সবাই কি এসইও এক্সপার্ট ।
না কখনোই না তারা তাদের কনটেন্ট এসইও করার জন্য একজন এসইও এক্সপার্ট কে
হায়ার করবে । আপনি চাইলে এসইও এর ওপর দক্ষতা অর্জন করে লাখ টাকা আয় করতে পারেন।
নিজে কনটেন্ট তৈরি করে এসইও করে আরো বেশি টাকা আয় করতে পারেন। আমরা বিভিন্ন
বিষয়ের ওপর এসইও করে টাকা ইনকাম করতে পারি যেমন:
- ইউটিউব চ্যানেল এসইও করে টাকা ইনকাম করতে পারি।
- এসইও করার মাধ্যমে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
- ই-কমার্স এসইও করে টাকা ইনকাম করতে পারবন।
- আপনি চাইলে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির এসইও কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
- ফেসবুক এসইও করে ইনকাম করতে পারবেন।
এসইও শিখতে হলে কি কি জানতে হবে
এসইও শিখতে হলে কি কি জানতে হবে ? এটা অনেকেই জানতে চেয়েছেন । আপনি যদি সঠিক এবং
সম্পূর্ণ এসইও শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে পড়তে হবে
। কারণ আজকের এই আর্টিকেল এ আমরা এসইও শিখতে হলে কি কি জানতে হবে এসব বিষয় নিয়ে
আলোচনা করবো ।
আমরা ওপরে আলোচনা করেছি এসইও শিখতে কতদিন লাগে । এসইও শিখতে হলে কি কি থাকতে হবে,
ট্যাগ পরিচিতি ইত্যাদি। এসইও শিখতে হলে আপনাকে আমাদের সর্ব প্রথম কম্পিউটার
প্রশিক্ষণ নিতে হবে এবং কম্পিউটার এর সকল কিছু ভালো ভাবে জানার চেষ্টা করতে হবে।
ভালো ভাবে ইন্টারনেট ব্রাউজ ব্যবহার জানতে হবে। যেহেতু এসইও ডিজিটাল মার্কেটিং এর
একটি অংশ তাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে।
আপনি যদি প্রফেশনাল ভাবে এসইও শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান । তাহলে আপনাকে
অবশ্যই এসইও সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করতে হবে।এসইও এর বিভিন্ন
কাজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আপনি চাইলে কোনো প্রতিষ্ঠানে কোর্চ করেও ভালো
মানের এসইও শিখতে পারেন।
- আপনি যদি খুব ভালো ভাবে এসইও শিখতে চান তাহলে আপনাকে গুগল সিট ও মাইক্রোসফট এক্সেল এর ওপর বিশেষ জ্ঞান অর্জন করতে হবে।
- অনলাইন এ বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার মতো দক্ষতা অর্জন করতে হবে।
- ওয়েবসাইট আর্কিটেকচার এবং টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে।
- এসইও এর পূর্ণরুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন । গুগল সার্চ ইঞ্জিন যেকোনো সময় পরিবর্তন হতে পারে তাই আপনাকে সব সময় গুগল পলিসির সাথে যুক্ত থাকতে হবে।
- এসইও শিখতে হলে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার এর অভ্যাস গড়ে তুলতে হবে যেমন :ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডিন ইত্যাদি । এসব সোশ্যাল মিডিয়ার প্রায় সব সময় প্রয়োজন পড়বে আপনার।
- এছাড়াও আপনি ইংরেজি জানার মাধ্যমে বিশেষ জ্ঞান অর্জন করবেন এতে আপনার সফলতার রাস্তা সহজ হয়ে যাবে।
পোস্টের টাইটেল ও ফিচার ইমেজ এসইও নির্বাচন
পোস্টের টাইটেল ও ফিচার ইমেজ এসইও নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ । পোস্টের
টাইটেল ও ফিচার যতো ভালো হবে পোষ্ট ততো ভালো র্যাংক করবে। এসইও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন এর কাজ হলো কোনো পোষ্টকে সার্চ রেজাল্ট এর প্রথম পেজ এ রাখতে সাহায্য
করে।
একটি পোস্টের টাইটেল ৫থেকে ৯ টির বেশি শব্দ রাখা যাবে না। পোস্ট র্যাংকিং এর
শুরুতে রাখতে হলে অবশ্যই ফোকাস কিওয়ার্ড ভালো ভাবে নির্বাচন করতে হবে।ফিচার
ইমেজের মধ্যে চার লাইনের কিছু লিখতে হবে। ফিচার ইমেজ এর মধ্যে ফোকাস কিওয়ার্ড
রাখতে হবে।
পোস্ট এর টাইটেল ও ফিচার ইমেজ আকর্ষণীয় করে তুলতে হবে । এতে পাঠকদের ভালো
লাগবে এবং ভিজিটর বেশি আসবে। ফিচার ইমেজ এর সাইজ ১১০০/৬১৯ রাখতে হবে। এতে সব
জায়গায় ইমেজ দেখতে সুন্দর লাগবে।
শেষ কথা : SEO শিখতে কতদিন লাগে
SEO শিখতে কতদিন লাগে এবং কিভাবে এসইও করতে হয় এসব বিষয় ইতি মধ্যে জেনে গিয়েছেন।
এসইও শিখে কোথায় কিভাবে টাকা ইনকাম করবেন এসব বিষয় ও ইতি মধ্যে জেনে গিয়েছেন। যদি
সুন্দর ভাবে নিয়ম অনুসরণ করে এসইও করেন তাহলে আপনার পোস্ট অবশ্যই সার্চ রেজাল্ট
এর প্রথম পেজ এ থাকবে।
এই আর্টিকেল টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
কারণ আপনার বন্ধুরাও হয়তো এসইও কিভাবে করতে হয় জানে না। এখান থেকে আপনার বন্ধুরা
এসইও শিখে মাসে লাখ টাকা আয় করতে পারে।
প্রিয় পাঠক এই ধরনের তথ্য মূলক পোস্ট যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের
ওয়েবসাইটটি ফলো করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
thanks for the details