প্রফেশনাল ফাইবার একাউন্ট খোলার নিয়ম জানুন
ফাইবার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। আপনি কি প্রফেশনাল
ফাইবার একাউন্ট খুলে টাকা ইনকাম করতে চান।প্রফেশনাল ভাবে ফাইবার একাউন্ট খুলতে
হলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
ফাইবার একাউন্ট খোলার অনেক নিয়ম রয়েছে। কেউ আপনাকে প্রফেশনাল ফাইবার একাউন্ট খোলার সঠিক
নিয়ম সম্পর্কে জানাবে না। আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে শেষ
করার পর আশা করছি আপনি একটা প্রফেশনাল ফাইবার একাউন্ট খুলতে পারবেন।
পেজ সূচীপত্র : ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৫
ফাইবার একাউন্ট খোলার নিয়ম
ফাইবার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ফ্রিল্যান্সিং
দুনিয়ার সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম হলো Fiverr।এই প্ল্যাটফর্মে আপনি ফ্রিল্যান্সিং
জগতের সকল কাজ করতে পারবেন। এই প্লাটফর্মে আপনি পৃথিবীর যেকোনো দেশের কাজ করে
টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, এবং কিভাবে একটি
প্রফেশনাল ফাইবার একাউন্ট খুলতে হয় না জানেন তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ
দিয়ে পড়ুন।
আরো পড়ুন : বাংলা আর্টিকেল লেখার নিয়ম
ফাইবার হলো একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে ফ্রিল্যান্সাররা বিভিন্ন
ধরনের সেবা, অফার ইত্যাদি প্রদান করে থাকে। যা বিভিন্ন ক্লাইন্টরা সেবাগুলো
ডলার এর মাধ্যমে কিনে থাকেন।এই ফাইবার মার্কেটপ্লেসে আগে আগে ছোট ছোট কাজের
জন্য বিখ্যাত হলেও বর্তমানে অনেক বড়ো বড়ো কাজ পাওয়া যায়। এখানে মানুষ কাজ করে
দিতেও আসে এবং কাজ করিয়ে নিতেও আসে।
এক কথায় বলতে গেলে ফাইবারে একজন মানুষকে আরেকজন মানুষ ভাড়া করে কাজ করিয়ে নেয়।
এখানে প্রফেশনাল ভাবে কাজ করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনার
কাজের দক্ষতা যতো বেশি হবে এখানে ততো বেশি টাকা ইনকাম করতে পারবেন। একটি
প্রফেশনাল ফাইবার একাউন্ট খুলতে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
ফাইবার একাউন্ট খোলার আগে যে বিষয়গুলো জানা উচিত
ফাইবার একাউন্ট খোলার আগে যে বিষয়গুলো জান উচিত তা আমরা অনেকেই জানি না। ফাইবার
হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে বড়ো মার্কেটপ্লেস। এখানে আপনি অনেক ধরনের কাজ
করে ইনকাম করতে পারবেন। এককথায় এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে বিক্রি করে
টাকা ইনকাম করবেন। অনেকেই আছে কোনো কিছু না জেনে হুট করে ফাইবারে একাউন্ট খুলতে
চলে আসে।
আরো পড়ুন : জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো
কোনো বিষয়ে অভিজ্ঞতা নাই এমনি এমনি একাউন্ট করে দুশ্চিন্তা করে।আবার অনেকেই আছে
একটু একটু কাজ শিখে ফাইবার একাউন্ট খুলে বসে। তারা উত্তেজনায় মনে করে এই ফাইবার
একাউন্ট খুললেই টাকা ইনকাম করা যায়।এটা সম্পুর্ন ভুল, এই মার্কেটপ্লেস এর কাজ
কাজ করতে হলে সর্বপ্রথম আপনার যে কোন বিষয়ের উপর অভিজ্ঞতা দরকার।
আপনার যে বিষয়ে কাজ করতে ভালো লাগে যে বিষয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।
বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর হাজার হাজার কোর্স রয়েছে। আপনি এই মার্কেট
প্লেসে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing), গ্রাফিক্স ডিজাইন (Graphics -
Design), এসইও অপটিমাইজেশন( SEO Optimization) ইত্যাদি কাজের বর্তমানে প্রচুর
চাহিদা রয়েছে।
আপনি যে কোনো বিষয়ের ওপর কোর্স করে সঠিক ভাবে শিখে। তার পর ফাইবার একাউন্ট
খুললে আপনার কাজের কোনো অভাব হবে না। বর্তমানে মার্কেটপ্লেসে মানুষের অভাব নাই,
কিন্তু অভিজ্ঞ মানুষ খুবই কম। আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আর্টিকেলটি
মনোযোগ দিয়ে পড়তে থাকুন , এর পরই আমরা ফাইবার একাউন্ট খোলার নিয়ম গুলো জানবো।
ফাইবার একাউন্ট খুলতে যে গুলো প্রয়োজন
ফাইবার একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন তা আমরা অনেকেই জানি না। একটি সঠিক
ফাইবার একাউন্ট খোলার জন্য কয়েকটি জিনিস আপনার থাকতে হবে।এখন যে জিনিস গুলোর
নাম বলবো একটি প্রফেশনাল ফাইবার একাউন্ট খোলার জন্য এগুলো প্রয়োজন হবে।তাহলে
চলুন বিস্তারিত জেনে নি।
- Professional Email
- Professional photo
- Behance Account
- Dribble Account
- Linkedin Account
- Phone number
- Perfectly Bio
প্রফেশনাল ফাইবার একাউন্ট খোলার নিয়ম ২০২৫
প্রফেশনাল ফাইবারে একাউন্ট খোলার নিয়ম ২০২৫ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।মনে
করছি আপনার কাজের দক্ষতা রয়েছে। এখন আপনার ফাইবার একাউন্ট দরকার। আপনার কাজের
দক্ষতাও যদি থাকে তাও যদি প্রফেশনাল ভাবে একটি ফাইবার একাউন্ট খুলতে না পারেন
তাহলে আপনার কাজ পেতে সমস্যা হবে।
এই মার্কেট প্লেসে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ফাইবার একাউন্ট খুলতে
হবে। তাহলে চলুন জেনে নি কিভাবে সঠিক নিয়মে ফাইবার একাউন্ট খুলবেন।ফাইবার
একাউন্ট খোলার নিচে কয়েকটি স্টেপ দেওয়া হলো :
স্টেপ :০১
প্রথমে আপনার নিজস্ব যে কোনো ব্রাউজারে সবচেয়ে ভালো হয় গুগল কোম ব্রাউজারে গিয়ে
Fiver. Comলিখে সার্চ করুন।তার পর আপনার সামনে Fiverrএর অফিসিয়াল পেজটি ওপেন
হবে। তার পর ওপরের ডানদিকের কোনায় দেখবেন Join লেখা রয়েছে। ওই Join বাটনের ওপর
ক্লিক করুন।
স্টেপ : ০২
Join বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। ওই পেজের
মাঝখানে দেখবেন continue with email এই লেখা রয়েছে। ওই লিখার ওপর একটা ক্লিক
করুন। আমরা ছবিতে যেভাবে দেখাচ্ছি সে ভাবে কাজ করুন না হলে সমস্যা হতে পারে।
স্টেপ : ০৩
Continue with email এই লেখার পর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ
আসবে। এই পেজে যেখানে ইমেইল লেখা রয়েছে তার নিচে আপনাকে একটা প্রফেশনাল ইমেইল
দিতে হবে। তার নিচে যেখানে পাসওয়ার্ড লেখা রয়েছে সেখানে ৮ সংখ্যার একটি
শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে।
পাসওয়ার্ড এর মধ্যে ছোট হাতের অক্ষর, বড়ো হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন
দিয়ে শক্তিশালী করতে হবে। এর পর নিচে দেখবেন Continue লেখার তার পর একটি ক্লিক
করুন।
স্টেপ : ০৪
তার পর আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজের মাঝখানে দেখবেন লেখা
রয়েছে Choose a username এই লেখার নিচে আপনাকে একটা ইউজার নেম বসাতে হবে।ইউজার
নেম অক্ষর আন্ডার স্কোর এবং কিছু সংখ্যা যুক্ত করতে পারেন। ইউজার নেম বসানো হলে
নিচে দেখবেন লেখা রয়েছে Create my account ওই লেখার ওপর একটা ক্লিক করুন।
স্টেপ : ৫
এর পর আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। ওই পেজের ওপরে দেখবেন লেখা রয়েছে
Confirm your email। তার মানে এটা আপনার ইমেইল কি না তা চেক করতেছে। আপনার
ইমেইলে ৬ সংখ্যার একটি কোড যাবে। ওই কোডটি লিখে নিচে দেখবেন submit লেখা রয়েছে।
ওই সাবমিট এর ওপর একটা ক্লিক করুন।
প্রিয় পাঠক ওপরের দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি একটি ফাইবার একাউন্ট খুলতে
পারবেন। এই ফাইবার একাউন্টকে প্রফেশনাল পর্যায়ে নিতে হলে এখনো অনেক গুলো ধাপ
সম্পুর্ন করতে হবে। আস্তে আস্তে নিচে ধাপ গুলো দেখানোর চেষ্টা করবো। একটি
প্রফেশনাল ফাইবার একাউন্ট খুলতে আমাদের সাথেই থাকুন।
ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম এপ্রুভড ১০০%
ফাইবার একাউন্ট ভেরিফাই করার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। সঠিক ভাবে
ফাইবার একাউন্ট ভেরিফাই না করলে অনেক সমস্যা দেখা দিবে। এতোখন আমরা কয়েকটি
স্টেপ শেষ করে ফাইবার একাউন্ট তৈরি করলাম তাহলে চলুন এখন আমরা ফাইবার একাউন্ট
ভেরিফাই করার নিয়ম গুলো জেনে নি।
স্টেপ :০১
প্রথমেই ডানদিকে ওপরে দেখবেন একটা প্রোফাইল আইকন রয়েছে, তার ওপর একটা ক্লিক
করুন। তার পর দেখবেন ওপরে দেখা রয়েছে Profile। তার ওপর একটা ক্লিক করুন।
স্টেপ : ০২
তার পর আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। ওই পেজে আপনার প্রোফাইলের জন্য
একটা সুন্দর ছবি দিতে হবে।
আমরা ছবিতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এই ধাপ গুলো সম্পুর্ন করবেন।প্রোফাইলের
ছবি দেওয়ার পর আপনাকে একটা ডিসপ্লে নাম দিতে হবে। আমরা যে ভাবে দেখিয়েছি এই
ভাবে প্রোফাইল রাখার চেষ্টা করবেন।
স্টেপ : ০৩
ওপরের ধাপ গুলো সম্পুর্ন হয়ে গেলে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ড্যাশবোর্ড
রয়েছে। সেই ড্যাশবোর্ডে আপনাকে আপনি কোন কাজ পারেন। এখানে কোন কাজ করতে এসেছেন
ইত্যাদি দিখতে হবে। এটা অবশ্য ইংরেজিতে লিখতে হবে। আপনি চাইলে অন্যদের
প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন তারা কি লিখেছে।
ওইভাবে ধারণা নিয়ে অবশ্যই নিজের মতো করে লিখতে হবে কোনো কপি চলবে না। এর পর
নিচে দেখবেন ভাষা এড করতে বলবে এখানে আপনি ইংলিশ বেসিক এবং বাংলা Fluentসেট
করবেন। এখানে কোনো সমস্যা নাই যার যে ভাষা ভালো লাগে এড করতে পারবেন।
স্টেপ : ০৪
তার পর Continue বাটুনে ক্লিক করলে আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এই
পেজে আপনি যে যে বিষয়ের ওপর দক্ষতা অর্জন করেছেন সেগুলো সিলেক্ট করতে হবে।
এখানে আপনি কয়েকটি কাজের নাম লিখে দিবেন।
এর পর দেখতে পাবেন ওপরের দিকে দুইটা সাল লেখার জায়গা রয়েছে। ওখানে আপনার কাজের
অভিজ্ঞতা কতো বছর থেকে কতো বছর তা লিখতে হবে। তার মানে প্রথমটায় কাজ শুরু
করেছিলেন ওই সাল আর দ্বিতীয়টা বর্তমান সাল। এভাবে এড করে নিবেন।
ওপরের ধাপ গুলো সম্পুর্ন করার পর নিচে দেখবেন সার্টিফিকেশান এবং আপনার যদি কোনো
পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাও এড করতে পারবেন। এগুলো এড করা হয়ে গেলে
পরবর্তী বাটনে ক্লিক করুন।
ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন
স্টেপ : ০১
ফাইবার একাউন্টে মোবাইল নাম্বার ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের
দেখানো নিয়ম অনুসরণ করে এই পর্যন্ত আসেন তাহলে আপনাকে এবার মোবাইল নাম্বার
ভেরিফিকেশন করতে বলবে। ওপরের ধাপ শেষ করার পর একটা নতুন পেজ আসবে। এই পেজের
প্রথমে থাকবে Email যেটা ইতি মধ্যে ভেরিফাই করা হয়ে গেছে। এর পর লেখ রয়েছে
Phone Number তার পাশে লেখা Add phone number এর ওপর একটা ক্লিক করুন।
স্টেপ :০২
Add phone number এ ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই
পেজের ওপরে আপনার দেশ সিলেক্ট করতে হবে। এর পর আপনার মোবাইল নাম্বার সেট করতে
হবে। এর পর আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে। এর পর নিচে দুইটা অপশন রয়েছে
আপনি কোড ফোনের মাধ্যমে নিবেন না মেসেজ এর মাধ্যমে নিবেন। আপনার যেটা সুবিধা হয়
সেটার ওপর একটা ক্লিক করুন।
স্টেপ : ০৩
এর পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে কোড বসাতে বলবে।
আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ৪ ডিজিটের একটি কোড যাবে।
ওই কোডটি বসিয়ে দিতে হবে। এর পর Submit code ওই বাটনে ক্লিক করতে হবে।
এর পর আরেকটা নতুন পেজ ওপেন হবে ওই পেজে লেখা থাকবে Verlfication complete।
তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। তার পর আপনার সামনে নতুন আরেকটা পেজ আসবে।
এখানে আপনাকে সিকিউরিটি Question এড করতে হবে।
এই সিকিউরিটি Question এড করলে আপনি ফাইবার একাউন্টের পরবর্তীতে কোনো সমস্যা
হলে ফিরিয়ে আসা যাবে। উক্ত ধাপ গুলো সঠিক ভাবে সম্পুর্ন করতে পারলে আপনাকে গিগ
তৈরির পেজে নিয়ে যাবে। নিচে গিগ তৈরির পেজ দেখানো হলো।
ওপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটায় হলো গিগ তৈরির পেজ।এখানেই ফাইবার গিগ তৈরি
করতে হয়। ফাইবার গিগ তৈরি সম্পর্কে আমরা অন্য আরেকটি আর্টিকেলে ভালো করে আলোচনা
করবো ইনশাআল্লাহ।
শেষ কথা : ফাইবার একাউন্ট খোলার নিয়ম
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে ফাইবারে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত
আলোচনা করেছি। কিভাবে আপনি অল্প সময়ে প্রফেশনাল ফাইবার একাউন্ট তৈরি করবেন তা
দেখিয়েছি। ফাইবার একাউন্ট করতে কি কি তথ্য লাগে তা নিয়েও বিস্তারিত আলোচনা
করেছি।
আজকের এই আর্টিকেলটি এমন ভাবে তৈরি করেছি আপনি মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে
পারবেন।আপনাদের সুবিধার জন্য ছবিতে রেড মার্ক করে দিয়েছে ।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে
একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ
থাকবেন আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url