জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো
জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো তা আমরা অনেকেই জানি না। জিমেইল আইডি আমাদের
খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।অনেক সময় আমরা এই জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যায়।এই
আর্টিকেলে জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে দেখবো তা নিয়ে বিস্তারিত আলোচনা
করবো।
স্মার্ট ফোন ব্যবহার করার জন্য আপনার অবশ্যই একটি জিমেইল আইডি খুলতে হবে।
মোবাইলের যাবতীয় কাজ এই জিমেইল এর মাধ্যমে সম্পর্ন হয়। তাহলে চলুন সহজে জিমেইল
আইডির পাসওয়ার্ড দেখার নিয়ম জেনে নি।
পেজ সূচীপত্র : জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো
জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো
জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো তা অনেকেই জানতে চেয়েছেন। আজকাল, গুগল
জিমেইল ব্যবহারকারীদের জন্য অন্যতম জনপ্রিয় সার্ভিস হলো ইমেইল। আমাদের যাদের
স্মার্টফোন রয়েছে তারা সবাই এই জিমেইল আইডি ব্যবহার করে থাকি।জিমেইল একাউন্ট
ব্যবহার করা খুবই সহজ,।
আরো পড়ুন : Seo শিখে মাসে লাখ টাকা আয়
কিন্তু অনেক সময় আমরা এই জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যায়, যা খুবই গুরুত্বপূর্ণ
গোপনীয় তথ্য। আপনি যদি আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কোনো
সমস্যা নেই।আজকের এই আর্টিকেলে আমি আপনাকে জিমেইল (Gmail)আইডির পাসওয়ার্ড
কিভাবে দেখবো তার সহজ উপায় সম্পর্কে জানাবো।
ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড দেখা
ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যায় খুবই সহজেই। আপনার ব্রাউজারে যদি আগে
থেকে সংরক্ষিত পাসওয়ার্ড সংরক্ষণ করা থাকে তাহলে খুব সহজে সেটা দেখে নিতে
পারেন। ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড দেখার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন।
১. প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
২. ওপরের ডান পাশে দেখুন (⋮) থ্রি- ডট রয়েছে। থ্রি - ডট এর ওপরে ক্লিক করুন।
৩. নিচের দিকে লক্ষ্য করে দেখুন ( settings) সেটিংস দেখা আছে । সেটিংস এ প্রবেশ
করুন।
৪. একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন Password manager (পাসওয়ার্ড)
লেখা। পাসওয়ার্ড এর ওপর ক্লিক করুন।
৫. সেখানে আপনার সংরক্ষিত সকল পাসওয়ার্ড গুলো দেখতে পাবেন।
৬.আপনার জিমেইল আইডির পাশে থাকা চোখের মতো আইকনে ক্লিক করুন।
৭. সিকিউরিটি ভেরিফিকেশন ( লগইন পাসওয়ার্ড) দিয়ে আপনার জিমেইল পাসওয়ার্ড দেখে
নিন।
ওপরে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড গুলো দেখতে
পাবেন। এই একই নিয়ম অনুসরণ করে মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, অপেরা
ব্রাউজারেও আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড গুলো দেখতে পাবেন।
জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভারি করার পদ্ধতি
জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভারি করার পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই জানি না।
জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন তা সহজ নিয়মে জানিয়ে দিবো। জিমেইল
আইডির পাসওয়ার্ড রিকভারি করতে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
১. গুগল একাউন্ট লগ ইন করুন
প্রথমে যে কোন ব্রাউজারে গিয়ে এই
লিংকটি
খুলুন। এখানে আপনার ব্যবহৃত জিমেইল আইডি অথবা ফোন নাম্বার ব্যবহার করে একাউন্ট
সাইন ইন করুন।
২. আপনার আইডি অথবা ফোন নাম্বার প্রবেশ করুন
আপনার জিমেইল (Gmail)আইডির পাসওয়ার্ড ভুলে গেলে এখানে আপনার গুগল
একাউন্ট এর সাথে সংযুক্ত ইমেইল বা ফোন নম্বর দিতে হবে।আপনাকে এটা প্রমাণ করতে
হবে যে আপনি আপনার নিজের একাউন্টেই আছেন।
৩. পাসওয়ার্ড রিকভারি পদ্ধতি নির্বাচন করুন
পরবর্তীতে আপনার সামনে গুগল (Gmail) পাসওয়ার্ড রিকভারি করার জন্য
বিভিন্ন ধরনের পদ্ধতি দিবে। যেমন : আপনার মোবাইল নাম্বার এ কোড পাঠানো, ইমেইল এ
কোড পাঠানো ইত্যাদি । আপনার যেটা ভালো মনে হয় ওই পদ্ধতি বেছে নিন।
৪. নতুন পাসওয়ার্ড সেট করুন
যখন আপনি রিকভারি কোড সঠিক ভাবে বসিয়ে দিবেন, তখন সামনে দেখবেন নতুন পাসওয়ার্ড
তৈরি করতে বলবে।তখন একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।এমন পাসওয়ার্ড তৈরি
করুন যেন কেউ অনুমান করতে না পারে। যেমন : ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর,
সংখ্যা, বিশেষ কোনো চিহ্ন ইত্যাদি।
৫. পাসওয়ার্ড পরিবর্তন হওয়ার পরে লগ ইন করুন
ওপরের ধাপ গুলো সঠিক ভাবে শেষ হওয়ার পরে আপনার জিমেইল (Gmail)আইডি
দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
যদি আপনি পাসওয়ার্ড রিকভারি না করতে পারেন?
যদি আপনি পাসওয়ার্ড রিকভারি না করতে পারেন তাহলে সরাসরি গুগল এর সাথে যোগাযোগ
করতে হবে। আপনি যদি পাসওয়ার্ড রিকভারি করার পদ্ধতি অনুসরণ করে পাসওয়ার্ড
রিকভারি করতে না পারেন তাহলে অতিরিক্ত সাহায্য পাওয়ার জন্য গুগল সার্পোট পেজে
যোগাযোগ করুন। গুগল আপনার একাউন্ট এর জন্য সম্ভাব্য কিছু পদ্ধতি দিবে। পদ্ধতি
গুলো নিচে দেওয়া হলো :
১. আপনার একাউন্টের সাথে যুক্ত করা ইমেইল বা মোবাইল নাম্বার চেক করুন।
২. যদি আপনি সিকিউরিটি প্রশ্ন সেট করে থাকেন, তাহলে সিকিউরিটি প্রশ্নের সঠিক
উত্তর দিন।
৩. আপনার সঠিক পরিচয় যাচাই করার জন্য আপনাকে গুগল একটি ফর্ম পূরণ করতে হতে
পারে।
পাসওয়ার্ড সংরক্ষণ করার উপায়
পাসওয়ার্ড সংরক্ষণ করার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানি না। পাসওয়ার্ড খুবই
গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা অনেক সময় অন্য অন্য কাজের মধ্যে থেকে পাসওয়ার্ড
ভুলে যায়। আপনি চাইলে গুগল বা পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপে সংরক্ষণ করতে পারেন।
আরো পড়ুন : ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম
আপনি চাইলে আপনার নোটবুকের নিরাপদ জায়গায় লিখে রাখতে পারেন। এমন পাসওয়ার্ড সেট
করুন সহজ কিন্তু শক্তিশালী যেন হয়। যেমন : MySecurePass@2025এরকম যা আপনি সহজেই
মনে রাখতে পারেন।
অন্যের পাসওয়ার্ড দেখার চেষ্টা করবেন না
অন্যের পাসওয়ার্ড দেখার চেষ্টা করবেন না, মনে রাখবেন অনুমতি ছাড়া অন্যদের
একাউন্টে প্রবেশ করা আইনত অপরাধ। এতে আপনার আইডি এবং আপনি মারাত্মক ক্ষতির
সম্মুখীন হতে পারেন।তাই এই নিয়ম অনুসরণ করে শুধু আপনার
জিমেইল (Gmail)আইডি পুনরুদ্ধার করুন এবং অন্যদের গোপনীয়তা রক্ষা
করুন।
নিরাপত্তা সতর্কতা
পাসওয়ার্ড পরিবর্তন করুন : আপনি আপনার জিমেইল আইডি সুরক্ষিত রাখতে
নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
দ্বি - ধাপ যাচাইনকরুন : আপনার জিমেইল আইডির নিরাপত্তা বৃদ্ধি করতে
গুগলের নিরাপত্তা দ্বি - ধাপ যাচাইকরন ( Two- Factor Authentication) চালু
করুন।
পৃথক পাসওয়ার্ড ব্যবহার করুন : আপনার যদি অনেক গুলো একাউন্ট থাকে তাহলে
সব গুলোর আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
শেষ কথা : জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবো তা
নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়া এটা
অস্বাভাবিক কিছু নয়। তবে আপনি যদি আপনার ব্রাউজারে সংরক্ষণ করে রাখেন তাহলে
সহজেই দেখে দিতে পারবেন। আর যদি না পারেন কোনো সমস্যা নেই।
ভয় পাবেন না ওপরের দেখানো নিয়ম অনুসরণ করে আস্তে আস্তে নতুন পাসওয়ার্ড
সেট করে নিবেন।প্রিয় পাঠক আপনার যে কোনো পাসওয়ার্ড ভালো ভাবে সংরক্ষণ করে
রাখুন।পাসওয়ার্ড খুবি গুরুত্বপূর্ণ অংশ।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে একটি
সুন্দর কমেন্ট করে জানাবেন। প্রিয় পাঠক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন
সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url