নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে

নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে এটা অনেকেই জানে না। জিমেইল আইডি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের স্মার্ট ফোন ব্যবহারের জন্য একটি জিমেইল আইডি প্রয়োজন হয়। তাহলে চলুন একটি জিমেইল আইডি কিভাবে খুলতে হয় তা বিস্তারিত জেনে নি।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে
জিমেইল আইডি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিমেইল আইডি ছাড়া স্মার্ট ফোন অকেজো প্রায়।আপনি যদি জিমেইল আইডি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

পেজ সূচীপত্র : নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে

নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে

নতুন জিমেইল আইডি কিভাবে খুলবো  এটা অনেকেই জানতে চেয়েছেন। জিমেইল আইডি আমরা কম বেশি সবাই চিনে থাকি। বিশেষ করে যাদের স্মার্টফোন রয়েছে তাদের সবারই নিজস্ব একটি করে জিমেইল আইডি প্রয়োজন হয়। গুগলের জনপ্রিয় ইমেইল পরিসেবাই জিমেইল Gmail ।
যা আমরা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই নতুন জিমেইল আইডি খুলতে চান, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না। আজকের এই আর্টিকেলে আমরা নতুন জিমেইল আইডি খুলতে হয় কিভাবে তা দিয়ে বিস্তারিত আলোচনা করবো।

কেন জিমেইল আইডি ব্যবহার করবেন

ফ্রি এবং সহজ : যেকোনো ব্যক্তি তার হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই তার ব্যক্তিগত অল্প কিছু তথ্য দিয়েই একটি জিমেইল আইডি খুলতে পারবেন।আর খুব সহজেই একবার দেখলেই আপনি এই জিমেইল আইডি খুলতে পারবেন।

ক্লাউড স্টোরেজ : এই জিমেইলে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও আরো অন্য অন্য জিনিস রাখার জন সম্পুর্ন ফ্রি ১৫ জিবি স্টোরেজ পাবেন।

গুগলের অন্যান্য পরিষেবার অ্যাক্সেস : এই জিমেইলে থাকা গুগলের ইউটিউব, গুগল ড্রাইভ,গুগল মিট,গুগল ফটোস এবং অন্য সেবা গুলো সহজেই ব্যবহার করতে পারবেন।

সুরক্ষা ও নিরাপত্তা : এই জিমেইল আইডি যা গুগল খুবই শক্তিশালী নিরাপত্তা প্রদান করে। যা আমাদের ইমেইল পরিষদ এবং গুগল ফটোস ও অন্য অন্য বিষয় গুলো সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে।

নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে ধাপে ধাপে গাইড

নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে এটা অনেকেই জানতে চেয়েছেন। এখন আমরা কয়েকটি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিবো। সঠিক নিয়মে জিমেইল আইডি খুলতে সম্পুর্ন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

ধাপ০১ : গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে যান

আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার থেকে www.gmail.com লিখে সার্চ করুন। এর আপনাকে সরাসরি গুগল এর নিজস্ব জিমেইল একাউন্টে নিয়ে যাবে।

ধাপ০২: Create account অপশন নির্বাচন করুন

জিমেইলের ওয়েবসাইট প্রবেশ করার পরে দেখবেন Create Account লেখা রয়েছে যা আপনাকে নতুন একটি একাউন্ট খুলতে নির্দেশ করে। ওই Create Account লেখার ওপর একটা ক্লিক করুন।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে


Create Account এ ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসবে যে আপনি একাউন্ট কেন করতে চাচ্ছেন। তো আপনি যদি পার্সোনাল হিসেবে খুলতে চান তাহলে For my personal use এর ওপর ক্লিক করুন।


ধাপ ০৩ : ব্যক্তিগত তথ্য দিন

এখানে আপনাকে আপনার ব্যক্তিগত কিছু তথ্য প্রদান করতে হবে এখানে এসে দেখবেন দুটো ছোট ছোট ঘর রয়েছে। উপরের ঘরে আপনার নামের প্রথম অংশ আর পরের ঘরে আপনার নামের শেষের অংশ দিয়ে Next বাটুনে ক্লিক করুন।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে

এর পর আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে আপনার জন্ম তারিখ , মাস ও বছর যোগ করতে হবে। এর পর নিচে দেখবেন Gender লেখা রয়েছে সেখানে আপনি আপনার লিংঙ্গটা দিবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে Maleআর মেয়ে হলে Female দিয়ে Next বাটুনে ক্লিক করুন।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে
এর পর আপনাকে একটি ইউজারনেম (Username) লিখেতে হবে। এটায় আপনার ইমেইল ঠিকানা হবে তাই সঠিক ভাবে ইউজার নেম বসানো শেষ করুন। আপনার জিমেইল আইডির নাম যদি না নিতে চায় তাহলে সাথে কিছু সংখ্যা যোগ করে দিবেন ।যেমন (Yourname50@gmail.com)। এর পর Next বাটুনে একটা ক্লিক করুন।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে
এর পর আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এই পেজে আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি এমন ভাবে তৈরি করবেন। যেন কেউ অনুমান করতে না পারে। কিছু লেটার কিছু সংখ্যা যোগ করে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। প্রথমে Password লেখা ওই ঘরে পাসওয়ার্ড লিখে, ওই একই পাসওয়ার্ড নিচের ঘরে confirm করুন।এর পর Next বাটুনে ক্লিক করুন।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে

ধাপ০৪ : মোবাইল নাম্বার ও পুনরুদ্ধার ইমেইল দিন

এই ধাপে এসে আপনাকে একটি মোবাইল বা বিকল্প ( recovery) করার জন্য একটি ইমেইল যোক করতে বলবে।এখানে যে ইমেইল বা মোবাইল নাম্বার দিবেন। সেই নাম্বারে একটি কোড পাঠাবে পরের পেজে আপনাকে ওই কোড লিখতে হবে। এর পর Next বাটুনে ক্লিক করুন।

নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে

ধাপ০৫: গুগলের শর্তাবলী পড়ে সম্মতি দিন

এর পর আপনার সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে গুগলের privacy policy এবং Terms of service সম্পর্কে পড়তে বলবে। এগুলো পড়া শেষ হলে আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন Agree লেখা আছে। ওইAgree এর ওপর ক্লিক করুন।
নতুন-জিমেইল-আইডি-খুলবো-কিভাবে

ধাপ ০৬: আপনার নতুন জিমেইল একাউন্ট তৈরি হয়ে গেছে

এর আপনি গুগলের ওয়েলকাম পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি গুগলে আপনার জিমেইল এর ইনবক্সে প্রবেশ করতে পারবেন। এখন আপনার জিমেইল আইডি খুলা শেষ।

নতুন জিমেইল আইডি খোলার পর করণীয়

নতুন জিমেইল আইডি খোলার পর করণীয় কি সেটা অনেকেই জানে না। একটি নতুন জিমেইল আইডি খোলার পর আইডির সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তা নিচে দেওয়া হলো :

১. প্রোফাইল ছবি যুক্ত করুন : আপনার ইমেইল একাউন্ট সুন্দর এবং আরো পেশাদার দেখাতে একটি প্রোফাইল যোগ করতে পারেন।

২. দ্বৈত নিরাপত্তা : আপনার ইমেইল একাউন্টকে নিরাপদ রাখতে (Two- Factor Authentication)চালু করে রাখুন। এটি গুগলে দুই স্তরে আপনার একাউন্টকে নিরাপত্তা দিবে।

৩. গুরুত্বপূর্ণ ইমেইল সংরক্ষণ করুন: এই ইমেইল এর মধ্যে আপনার গুরুত্বপূর্ণ তথ্য গুলো আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে নিরাপদে রাখতে পারবেন।

সাধারণ কিছু সমস্যার সমাধান

নতুন জিমেইল আইডি খোলার পর অনেকের কিছু সমস্যা হয়ে থাকে। এই সমস্যা গুলোর উত্তর নিচে দেওয়া হলো :

১. মোবাইল নাম্বার ছাড়া কি জিমেইল খোলা যায়?

হ্যাঁ, মোবাইল নাম্বার ছাড়া একাউন্ট খোলা যায় তবে মাঝে মাঝে খুলতে দেয় না। আপনি skip অপশন ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন।

২. যদি পছন্দের ইউজারনেম পাওয়া না যায়

গুগল লাখ লাখ মানুষ ব্যবহার করে। এই এতো মানুষের মাঝে আপনার পছন্দের ইউজার নেম আগে থেকে কেউ ব্যবহার করতে পারে। তাই আপনি যদি( Your name@gmail.com) এটা নিতে না পারেন তাহলে Your name123@gmail.com এরকম কিছু নতুন সংখ্যা যোগ করে দিবেন তাহলে দেখবেন নিতে দিবে।

৩. পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।আমাদের সবারই কম বেশি অনেক গুলো করে একাউন্ট থাকে। এই এতো একাউন্ট এর মাঝে পাসওয়ার্ড ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। পাসওয়ার্ড ভুলে গেলে Forget Password অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার বা বিকল্প ইমেইল দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

শেষ কথা : নতুন জিমেইল আইডি খুলবো কিভাবে

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে একটি নতুন জিমেইল আইডি খুলতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন, জিমেইল আইডি খোলার পর করণীয় কি তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি।জিমেইল শুধু ইমেইল পাঠানো ও গ্রহণ করার জন্যই নয়।

এই জিমেইল গুগলের বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিমেইল আইডি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এসব একাউন্ট গুলো সাবধানে ব্যবহার করাই উত্তম। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট জানাতে ভুলবেন না। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url