সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫ সম্পর্কে জানুন

আপনি কি সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানেন না। সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন। কিন্তু কিভাবে খুলবেন?। আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে জানবো কিভাবে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে হয়।
সোনালী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
সোনালী ব্যাংক বর্তমান সময়ের মধ্যে অত্যন্ত বিশ্বস্ত একটি ব্যাংক। তাই টাকা লেন দেন করার জন্য অনেকেই এই সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন। আজকের এই আর্টিকেলটি সম্পুর্ন পড়া শেষ হলে আপনি সোনালী ব্যাংক একাউন্ট কিভাবে খুলতে হয় তা বিস্তারিত জেনে জাবেন।

পেজ সূচীপত্র : সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। সোনালী ব্যাংক একটি সরকার মালিকানাধীন সবচেয়ে বড়ো বাণিজ্যিক ব্যাংক। ১৯৭২ সালে এই সোনালী ব্যাংক যাত্রা শুরু করে এখন পর্যন্ত সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। এই সোনালী ব্যাংক একটি সরকারী ব্যাংক। এটি বাংলাদেশের গ্রাম ও শহর মিলে প্রায় ১২১০ টির মতো শাখা রয়েছে।
এই শাখাগুলো থেকে প্রতিনিয়তো সাধারণ মানুষকে সেবা দেওয়া হয়। আপনি যদি একজন ব্যবসায়ী বা একজন সরকারি - বেসরকারি চাকরিজীবি হন এবং নিরাপদ সেভিংস লেনদেন করতে চান তাহলে সোনালী ব্যাংক হতে পারে আপনার জন্য আর্দশ একটি ব্যাংক। এতোদিন হয়তো অনেকেই সোনালী ব্যাংক একাউন্ট করেছেন।

কিন্তু ২০২৫ সালে এসে সোনালী ব্যাংক একাউন্ট খোলার ধরন অনেক আবডেট করেছে এবং অনেক সুযোগ-সুবিধা যোগ করেছেন। আজকের এই আর্টিকেলটি সম্পুর্ন পড়া শেষ হলে আপনি জানতে পারবেন কিভাবে একাউন্ট করতে হয়, কতো টাকা খরচ হয়, কী কী ডকুমেন্ট লাগে ইত্যাদি জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

সোনালী ব্যাংকে একাউন্ট খোলার ধরনসমূহ

সোনালী ব্যাংকে একাউন্ট খোলার ধরনসমূহ সম্পর্কে আমরা অনেকেই জানি না। সোনালী ব্যাংকে একাউন্ট খোলার আগে আপনাকে জানতে হবে। সোনালী ব্যাংকে একাউন্ট খোলার কয়টি ধরন রয়েছে। আপনি সোনালী ব্যাংকে কোন ধরনের একাউন্ট করতে চাচ্ছেন তা আগে আপনাকে নির্বাচন করতে হবে। এই ২০২৫ সালে এসে আপনি সোনালী ব্যাংকে ৬ ধরনের একাউন্ট করতে পারবেন। সোনালী ব্যাংকে একাউন্ট খোলার ধরনগুলো নিচে দেওয়া হলো :
  • চলতি হিসাব ( Current Account)
  • স্টুডেন্ট একাউন্ট ( student Account)
  • সঞ্চয়ী হিসাব (Savings Account)
  • ডিপিএস ( Deposit Pension Scheme)
  • পেনশন স্কিম হিসাব
  • এফডিআর বা মেয়াদি আমানত ( Fixed Deposit Receipt)
আপনি আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন অনুযায়ী সোনালী ব্যাংকে একাউন্ট করতে পারেন। আপনি যদি সোনালী ব্যাংকে টাকা মজা রাখতে চান তাহলে সঞ্চয়ী একাউন্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি একটি স্টুডেন্ট একাউন্ট করতে পারেন। এছাড়াও আপনাদের প্রয়োজন অনুযায়ী একাউন্ট করার সুযোগ রয়েছে।

সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে তা অনেকেই জানতে চেয়েছেন। অনেকেই সোনালী ব্যাংকে বিভিন্ন ধরনের একাউন্ট করতে চান কিন্তু সঠিক জানেন না সোনালী ব্যাংকে একাউন্ট করতে কি কি কাগজ লাগে। আজকের আর্টিকেলের এই অংশে আমি আপনাকে জানাবো সোনালী ব্যাংকে একাউন্ট করতে কি কি কাগজ বা ডকুমেন্টস লাগে। আমরা সবাই জানি দেশ অনেক আবডেট হয়েছে। সেই হিসেবে ২০২৫ সালে এসে সোনালী ব্যাংকে একাউন্ট করতে যেসব কাগজ লাগবে তা নিচে দেওয়া হলো :
  • জাতীয় পরিচয় পত্র (NID) বা স্মার্ট কার্ড অনলাইনে ভেরিফাই করা আছে এমন।
  • পাসপোর্ট নাম্বার যদি থাকে।
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আপনার নাম, স্থানী ঠিকানা, আপনার পেশা সংক্রান্ত সঠিক তথ্য।
  • ইনট্রোডিউসার ( যদি চেয়ে থাকে) এটি সোনালী ব্যাংকের কোনো বিদ্যমান একাউন্ট হোল্ডার হতে পারে।
  • নমিনির তথ্য এবং জাতীয় পরিচয় পত্রের রঙিন ছবি।
  • আপনার বর্তমান ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিল,গ্যাস বিল, পানি বিল ইত্যাদি।
  • একটি সচল মোবাইল নম্বর যেটা সব সময় চালু থাকে।
  • সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে যে পরিমান টাকা লাগে সে পরিমান টাকা।
  • আপনার ইনকাম সোর্স প্রমাণের জন্য আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার আইডি কার্ড বা নিয়োগপত্র এছাড়া আপনি যদি একজন ব্যাবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যাবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স।
আপনি যদি সোনালী ব্যাংকে একাউন্ট করতে চান তাহলে আপনার ওপরের কাগজ বা ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে।হবে।তাই সোনালী ব্যাংকে একাউন্ট করতে যাওয়ার আগে অবশ্যই উপরিউক্ত কাগজ গুলো সংগ্রহ করবেন।

অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। এখন আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। এজন্য আপনাকে নিম্ন বিষয় গুলো অনুসরণ করতে হবে।

ধাপ ১ :  সোনালী ব্যাংক একাউন্ট খুলতে হলে আপনাকে Sonali eSheba অ্যাপ ইনস্টল করতে হবে। এর পর ওপেন করুন।এর পর সোনালী ব্যাংকের একটি পেজ ওপেন হবে। এই পেজের ওপরের দিকে open Bank A/c ওপর একটা ক্লিক করুন। এর পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে জানাতে হবে আপনি কোন ধরনের একাউন্ট করতে চাচ্ছেন। আপনি যে ধরনের একাউন্ট খুলবেন তার পর একটা ক্লিক করুন।

ধাপ ২ : এই ধাপে এসে আপনাকে একটি মোবাইল নাম্বার প্রদান করতে হবে। এক কথায় আপনি যে মোবাইল নাম্বারে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বার লিখুন। এর পর নিচে দেখবেন সাবমিট বাটুন রয়েছে ওই সাবমিট বাটনের ওপর একটা ক্লিক করুন। এর পর যে মোবাইল নাম্বার লিখেছেন সেই মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার OTP কোড আসবে। নিচের ফাঁকা ঘরে ওই কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ : আপনার মোবাইল নাম্বার যাচাই করা হলে এবার আপনার মোবাইল দিয়ে আপনার নিজের ছবি তুলতে হবে। এর পর আপনার সামনে একটি আবেদন ফর্ম আসবে এটি পূরণ করতে হবে। প্রথমে আপনার সঠিক নাম, জন্ম তারিখ / মাস / বছর আপনার অনুযায়ী সঠিক ভাবে পূরণ করুন। এর পর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি লিখুন।

এছাড়াও আপনার যদি স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ডের নাম্বার লিখার জায়গায় নাম্বারটি লিখুন।আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার লিখুন। তবে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার আগে অবশ্যই এটি অনলাইনে দেওয়া থাকতে হবে। এর পর নিচে দেখুন " তথ্য যাচাই করুন "লেখা রয়েছে ওই লেখার ওপর একটা ক্লিক করুন।

ধাপ ৪ : তথ্য যাচাই করা সফল হলে আপনাকে নতুন একটি পেজ এ নিয়ে যাবে। এই পেজে এসে আপনাকে আপনার বর্তমান ও স্হায়ী ঠিকানা গুলো প্রদান করতে হবে। এখানে প্রথমে গ্রাম নাম,পোস্ট অফিস, উপজেলা, জেলা ইত্যাদি ঠিকানা গুলো দিতে হবে। এর পর আপনার আপনার যদি স্বামী / স্ত্রী থাকে তাহলে তার নাম লিখুন। এর নিচে পরবর্তী বাটনে একটা ক্লিক করুন।

ধাপ ৫ : এই ধাপে এসে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হবে। এজন্য জাতীয় পরিচয় পত্র একটি সমতল জায়গায় রেখে দুই পাশেরই সম্পুর্ন ছবি তুলতে হবে। ছবি তুলার সময় লক্ষ্য রাখতে হবে ছবি যেন ক্লিয়ার হয়।

ধাপ ৬ : আপনি যে জেলা বা উপজেলার ওপর ভিত্তি করে ঠিকানা বা তথ্য দিয়েছেন। সেই ঠিকানার মধ্যে পছন্দ অনুযায়ী একটি শাখা নির্বাচন করুন। এর পর ড্রবডাউন থেকে আপনার হিসাবের ধরনটি নির্বাচন করুন। এর পর আপনার যে নমিনি থাকবে সে নমিনির তথ্যগুলো প্রদান করতে হবে। এজন্য প্রথমেই নমিনির নাম, নমিনির সাথে আপনার কেমন সম্পর্ক, নমিনির জন্ম তারিখ, এর পর নমিনির জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রদান করুন। 
এর পর নিচে দেখুন একাউন্ট খুলুন একটি বাটন রয়েছে। ওই বাটনের ওপর একটা ক্লিক করুন। এর পর আপনার সোনালী ব্যাংক একাউন্ট খোলা হয়ে যাবে। এর পর যে নাম্বার দিয়ে সোনালী ব্যাংক একাউন্ট খুলেছেন সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনার একাউন্ট নাম্বারটি জানিয়ে দিবে।

ধাপ ৭ : ওপরের ধাপ গুলো সম্পুর্ন ভালো করে শেষ করতে পারলে আপনার সোনালী ব্যাংক একাউন্ট খোলা হয়ে যাবে। আপনি সোনালী ব্যাংক একাউন্টে কোন ধরনের লেনদেন করতে পারবেন তা জেনে ওই পরিমান টাকা দিয়ে একাউন্ট একটিভ করতে হবে। আপনি যদি অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খুলে থাকেন তাহলে একাউন্ট খোলার তিন মাসের মধ্যে আপনার নির্বাচন করা শাখায় গিয়ে একাউন্টে টাকা, স্বাক্ষর, এবং অন্য অন্য যা যা তথ্য লাগে তা দিয়ে একাউন্ট একটিভ করে আসতে হবে।

ওপরে সোনালী ব্যাংক একাউন্ট খোলার যে সাতটি ধাপ দেওয়া হয়েছে। এই ধাপ গুলো সঠিক ভাবে সম্পুর্ন করতে পারলে আপনার সোনালী ব্যাংকে একাউন্ট একটিভ হয়ে যাবে।

সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে আমরা অনেকেই জানি না। অনেকেই বিভিন্ন জায়গায় সার্চ করে সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আজকের আর্টিকেলের এই অংশে আমি আপনাকে জানাবো সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে। আসল কথা হলো সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কোনো টাকা লাগে না। কিন্তু আপনার সকল ডকুমেন্টস দিয়ে একাউন্ট খোলার পর একাউন্ট চালু করতে টাকা লাগবে।
এটা আপনার একাউন্টের ওপর নির্ভর করে যে কত টাকা লাগবে। আপনি যদি Savings Account খুলেন তাহলে সর্বনিম্ন ৫০০ টাকা লাগবে। আপনি যদি Current Account খুলেন তাহলে সর্বনিম্ন ১০০০ টাকা লাগবে। আপনি যদি স্হায়ী আমানত হিসাব সর্বনিম্ন ১০,০০০ টাকা। এছাড়াও আপনি যদি একটি স্টুডেন্ট একাউন্ট করতে চান তাহলে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে একাউন্ট চালু রাখতে পারবেন।

সোনালী ব্যাংক হেল্পলাইন মোবাইল নম্বর

সোনালী ব্যাংক হেল্পলাইন মোবাইল নম্বর সম্পর্কে আমরা অনেকেই জানি না। আপনি যদি একজন সোনালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সোনালী ব্যাংকের হেল্পলাইন মোবাইল নম্বর সম্পর্কে জানতে হবে। কারন আপনার যে কোনো সময় যে তথ্যের প্রয়োজন হতে পারে। সোনালী ব্যাংকের হেল্পলাইন নম্বর হলো ১৬৬৩৯। 

এছাড়াও আরো রয়েছে +৮৮০৯৬১০০১৬৬৩৯ এসব নম্বর গুলো ২৪ ঘন্টা খোলা থাকে। এই নম্বরে ফোন দিয়ে আপনি সোনালী ব্যাংক একাউন্ট সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এছাড়াও support@sonalibank.com.bd এই ইমেইল ঠিকানাতে মেইল করে ও আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন। এছাড়াও আপনার নিকটস্থলের সোনালী ব্যাংকের শাখায় গিয়েও সমস্যার সমাধান পেতে পারেন।

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার 

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার সম্পর্কে অনেকেই জানতে চান। অনেক জায়গায় খোঁজ করার পরও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আমি আজকের আর্টিকেলের এই অংশে  সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার সম্পর্কে জানাবো। সোনালী ব্যাংক এর গ্রাম ও শহর মিলে প্রায় ১২৩০ টি শাখা রয়েছে। এসকল শাখা থেকেই গ্রাহকদের প্রতিনিয়ত সেবা দিয়ে আসছে। সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার নিচে দেওয়া হলো :

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার (রাজশাহী বিভাগ)

শাখার নাম মোবাইল নাম্বার
রাজশাহী মূল শাখা 01713335333
আহসান মঞ্জিল শাখা 01713335444
নিউ মার্কেট শাখা 01713335555
কাটাখালী শাখা 01713335666
বাগমারা শাখা 01713335777
চাঁপাইনবাবগঞ্জ মূল শাখা 01713335888
ভোলাহাট শাখা 01713336000
শিবগঞ্জ শাখা 01713335999
গোমস্তাপুর শাখা 01713336111
নাটোর মূল শাখা 01713336222
সিংড়া শাখা 01713336555
লালপুর শাখা 01713336333
বনপাড়া শাখা 01713336444
পাবনা মূল শাখা 01713336666
সুজানগর শাখা 01713336888
ঈশ্বরদী শাখা 01713336777
ভাঙ্গুরা শাখা 01713336999
সিরাজগঞ্জ মূল শাখা 01713337000
তাড়াশ শাখা 01713337222
শাহজাদপুর শাখা 0171333711
উল্লাপাড়া শাখা 01713337333

ঢাকা বিভাগের সোনালী ব্যাংকের সকল মোবাইল নাম্বার 

শাখা নাম মোবাইল নাম্বার
ধানমন্ডি মূল শাখা 01713334222
গুলশান শাখা 01713334444
তেজগাঁও শাখা 01713334333
শাহবাগ শাখা 01713334111
মতিঝিল শাখা 01713333999
পল্টন শাখা 01713334000
বনানী শাখা 01713334555
মিরপুর শাখা 01713334666
আগা খান মার্কেট শাখা 01713333888
উত্তরা শাখা 01713334777
ফরিদপুর মূল শাখা 01713336555
সদরপুর শাখা 01713336888
বোয়ালমারী শাখা 01713336666
মধুখালী শাখা 01713336777
শরীয়তপুর মূল শাখা 01713336999
ভেদরগঞ্জ শাখা 01713337222
নড়িয়া শাখা 01713337000
জাজিরা শাখা 01713337111
নারায়ণগঞ্জ মূল শাখা 01713335777
বন্দর শাখা 01713336000
ফতুল্লা শাখা 01713335888
সিদ্ধিরগঞ্জ শাখা 01713335999
টাঙ্গাইল মূল শাখা 01713336111
ভূঞাপুর শাখা 01713336222
কালিয়া শাখা 01713336333
মিরপুর শাখা 01713336444
ময়মনসিংহ মূল শাখা 01713334888
তারাকান্দা শাখা 01713334999
নগরকান্দা শাখা 01713335000
ফুলবাড়িয়া শাখা 01713335111
গৌরনদী শাখা 01713335222
গাজীপুর মূল শাখা 01713335333
শ্রীপুর শাখা 01713335555
কালীগঞ্জ শাখা 01713335444
কাশিমপুর শাখা 01713335666

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার (সিলেট বিভাগ)

শাখা নাম মোবাইল নাম্বার
সিলেট সিটি কর্পোরেশন শাখা 01713336000
সিওমেক শাখা 01713336444
টিকরপাড়া শাখা 01713336666
শাবিপ্রবি শাখা 01713336555
জিন্দাবাজার কর্পোরেট শাখা 01713335555
জালালাবাদ শাখা 01713336777
আমজাদ আলী রোড শাখা 01713335777
সিলেট কর্পোরেট শাখা 01713335666
বিশ্বনাথ শাখা 01713335888
ঢাকা দক্ষিণ শাখা 01713336111
বৈরাগীরবাজার শাখা 01713335999
ফেঞ্চুগঞ্জ সার কারখানা শাখা 01713336222
কানাইঘাট শাখা 01713336888
গোয়াইনঘাট শাখা 01713336333
ফেঞ্চুগঞ্জ শাখা 01713337333
জৈন্তাপুর শাখা 01713337222
গোলাপগঞ্জ শাখা 01713337444
দক্ষিণ সুরমা শাখা 01713336999
কোম্পানীগঞ্জ শাখা 01713337111
বিশ্বনাথ শাখা 01713337000
সুনামগঞ্জ মূল শাখা 01713338555
ধর্মপাশা শাখা 01713338888
দোয়ারাবাজার শাখা 01713338666
ছাতক শাখা 01713338777
মৌলভীবাজার মূল শাখা 01713337555
বড়লেখা শাখা 01713337999
কুলাউড়া শাখা 01713337666
কমলগঞ্জ শাখা 01713337888
শ্রীমঙ্গল শাখা 01713337777
হবিগঞ্জ মূল শাখা 01713338000
বানিয়াচং শাখা 01713338222
আজমিরীগঞ্জ শাখা 01713338444
চুনারুঘাট শাখা 01713338111
নবীগঞ্জ শাখা 01713338333

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার (চট্টগ্রাম বিভাগ)

শাখা নাম মোবাইল নাম্বার
চট্টগ্রাম মূল শাখা 01713337333
পোর্ট মোড় শাখা 01713337777
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা 01713338111
কর্ণফুলী শাখা 01713337888
বাকলিয়া শাখা 01713338000
পাহাড়তলী শাখা 01713337999
জামালখান শাখা 01713337666
কাওয়াসদানি শাখা 01713337444
হালিশহর শাখা 01713337555
রাঙ্গামাটি মূল শাখা 01713334777
খাগড়াছড়ি শাখা 01713335000
কাপ্তাই শাখা 01713334888
বনরুপা শাখা 01713334999
ফেনী মূল শাখা 01713339444
দাগনভূঞ্জ শাখা 01713339777
ছাগলনাইয়া শাখা 01713339555
পরশুরাম শাখা 01713339666
লক্ষ্মীপুর মূল শাখা 01713339888
কমলনগর শাখা 01713334000
রামগঞ্জ শাখা 01713339999
চাঁদপুর মূল শাখা 01713334111
মতলব উত্তর শাখা 01713334444
হাজীগঞ্জ শাখা 01713334222
শাহরাস্তি শাখা 01713334333
খাগড়াছড়ি মূল শাখা 01713334555
মহালছড়ি শাখা 01713334666
বান্দরবান মূল শাখা 01713335111
রুমা শাখা 01713335222
আলীকদম শাখা 01713335444
থানচি শাখা 01713335333
কক্সবাজার মূল শাখা 01713338222
মহেশখালী শাখা 01713338555
টেকনাফ শাখা 01713338333
উখিয়া শাখা 01713338444
কুমিল্লা মূল শাখা 01713338666
দাউদকান্দি শাখা 01713338777
ব্রাহ্মণপাড়া শাখা 01713338999
লালমাই শাখা 01713338888
নোয়াখালী মূল শাখা 01713339000
হাতিয়া শাখা 01713339333
সেনবাগ শাখা 01713339111
সুবর্ণচর শাখা 01713339222

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার (খুলনা বিভাগ)

শাখা নাম মোবাইল নাম্বার
কাষ্টম হাউস শাখা 01713339000
রূপসা শাখা 01713339555
ফুলতলা শাখা 01713339666
দৌলতপুর শাখা 01713339333
বয়রা শাখা 01713339444
পাইকগাছা শাখা 01713339777
খালিশপুর শাখা 01713339222
বটিয়াঘাটা শাখা 01713339999
ডুমুরিয়া শাখা 01713339888
কেডিএ নিউ মার্কেট শাখা 01713339111
দাকোপ শাখা 01713334000
কয়রা শাখা 01713334111
বরগুনা মূল শাখা 01713338111
আমতলী শাখা 01713338222
বাতিয়াঘাটা শাখা 01713338333
তালতলী শাখা 01713338444
পিরোজপুর মূল শাখা 01713338555
নেছারাবাদ শাখা 01713338666
কাউখালী শাখা 01713338777
ভান্ডারিয়া শাখা 01713338999
মঠবাড়িয়া শাখা 01713338888
পটুয়াখালী মূল শাখা 01713337666
বাউফল শাখা 01713337777
গলাচিপা শাখা 01713338000
মিরপুর শাখা 01713337888
দশমিনা শাখা 01713337999
চুয়াডাঙ্গা মূল শাখা 01713334777
দামুড়হুদা শাখা 01713334888
জীবননগর শাখা 01713335000
আলমডাঙ্গা শাখা 01713334999
যশোর মূল শাখা 01713335111
চৌগাছা শাখা 01713335222
শার্শা শাখা 01713335333
কেশবপুর শাখা 01713335555
মনিরামপুর শাখা 01713335444
মেহেরপুর মূল শাখা 01713336333
গাংনী শাখা 01713336444
আমড়াতলা শাখা 01713338888
ঝিনাইদহ মূল শাখা 01713335666
শৈলকুপা শাখা 01713335999
কালীগঞ্জ শাখা 01713335777
হরিণাকুণ্ডু শাখা 01713335888
মাগুরা মূল শাখা 01713336000
মহম্মদপুর শাখা 01713336222
শালিখা শাখা 01713336111
নড়াইল মূল শাখা 01713336555
জামালিয়া শাখা 01713336888
লোহাগড়া শাখা 01713336666
কালিয়া শাখা 01713336777
কুষ্টিয়া মূল শাখা 01713334222
খোকসা শাখা 01713334666
মিরপুর শাখা 01713334333
কুমারখালী শাখা 01713334555
ভেড়ামারা শাখা 01713334444

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার (বরিশাল বিভাগ)

শাখা নাম মোবাইল নাম্বার
বরিশাল মূল শাখা 01713338999
হিজলা শাখা 01713339222
গৌরনদী শাখা 01713339111
বানারীপাড়া শাখা 01713339333
বাকেরগঞ্জ শাখা 01713339000
মেহেন্দিগঞ্জ শাখা 01713339444
আগৈলঝাড়া শাখা 01713339555
ঝালকাঠি মূল শাখা 01713335000
নলছিটি শাখা 01713335333
রাজাপুর শাখা 01713335111
কাঁঠালিয়া শাখা 01713335222
পিরোজপুর মূল শাখা 01713334555
ভান্ডারিয়া শাখা 01713334999
নেছারাবাদ শাখা 01713334666
মঠবাড়িয়া শাখা 01713334888
কাউখালী শাখা 01713334777
পটুয়াখালী মূল শাখা 01713339666
বাউফল শাখা 01713339777
গলাচিপা শাখা 01713334000
মিরপুর শাখা 01713339888
দশমিনা শাখা 01713339999
বরগুনা মূল শাখা 01713334111
তালতলী শাখা 01713334444
আমতলী শাখা 01713334222
বাতিয়াঘাটা শাখা 01713334333

রংপুর বিভাগের সোনালী ব্যাংকের সকল মোবাইল নাম্বার 

শাখা নাম মোবাইল নাম্বার
রংপুর মূল শাখা 01713335444
কাউনিয়া শাখা 01713335666
রংপুর সদর শাখা 01713335555
পীরগাছা শাখা 01713335999
পীরগঞ্জ শাখা 01713335777
তারাগঞ্জ শাখা 01713335888
দিনাজপুর মূল শাখা 01713336000
খানসামা শাখা 01713336222
বীরগঞ্জ শাখা 01713336111
গাইবান্ধা মূল শাখা 01713336444
গোবিন্দগঞ্জ শাখা 01713336777
সুন্দরগঞ্জ শাখা 01713336555
ফুলছড়ি শাখা 01713336666
কুড়িগ্রাম মূল শাখা 01713336888
উলিপুর শাখা 01713337111
রাজারহাট শাখা 01713336999
ফুলবাড়ী শাখা 01713337000
লালমনিরহাট মূল শাখা 01713337222
পীরগাছা শাখা 01713335999
হাতিবান্ধা শাখা 01713337333
তারাগঞ্জ শাখা 01713335888
আদিতমারী শাখা 01713337444
পীরগঞ্জ শাখা 01713335777
রংপুর মূল শাখা 01713335444
কাউনিয়া শাখা 01713335666
রংপুর সদর শাখা 01713335555

সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার (ময়মনসিংহ বিভাগ)

শাখা নাম মোবাইল নাম্বার
ময়মনসিংহ মূল শাখা 01713337555
গফরগাঁও শাখা 01713337777
তারাকান্দা শাখা 01713337888
ঈশ্বরগঞ্জ শাখা 01713337666
ফুলপুর শাখা 01713337999
ত্রিশাল শাখা 01713338222
শ্রীনগর শাখা 01713338111
নগরকান্দা শাখা 01713338000
কিশোরগঞ্জ মূল শাখা 01713339333
কারখানা শাখা 01713339888
বাজিতপুর শাখা 01713339444
হোসেনপুর শাখা 01713339777
ইটনা শাখা 01713339555
কুলিয়ারচর শাখা 01713339666
জামালপুর মূল শাখা 01713339999
সরিষাবাড়ী শাখা 01713334333
ইসলামপুর শাখা 01713334000
বকশীগঞ্জ শাখা 01713334222
মেলান্দহ শাখা 01713334111
শেরপুর মূল শাখা 01713338999
শ্রীবরদী শাখা 01713339222
নকলী শাখা 01713339000
জাফরগঞ্জ শাখা 01713339111
নেত্রকোণা মূল শাখা 01713338333
বাউশিয়া শাখা 01713338888
কেন্দুয়া শাখা 01713338444
খালিয়াজুড়ি শাখা 01713338777
মদন উপজেলা শাখা 01713338555
পূর্বাধলা শাখা 01713338666

লেখকের মন্তব্য : সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সোনালী ব্যাংক বাংলাদেশ সরকারের একটি ব্যাংক। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে সোনালী ব্যাংক একাউন্ট কিভাবে খুলতে হয় এবং কি কি কাগজ লাগে তা বিস্তারিত আলোচনা করেছি । এছাড়াও অনলাইনে কিভাবে সোনালী ব্যাংক একাউন্ট খুলবেন, সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি।

আপনি যদি সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পুর্ন মনোযোগ দিয়ে পড়লে সবকিছু বুঝতে পারবেন। প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধু আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url