ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন?
কিন্তু কোথাও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু
ময়মনসিংহ সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে চলাচল করেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার
জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি ঢাকা টু ময়মনসিংহ সকল
ট্রেনের সঠিক তথ্য পেয়ে যাবেন।
পেজ সূচিপত্র : ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী সম্পর্কে জানুন
ঢাকা টু ময়মনসিংহ সে ট্রেনগুলো চলাচল করে
ঢাকা টু ময়মনসিংহ সে ট্রেনগুলো চলাচল করে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি
যদি ঢাকা টু ময়মনসিংহ নিয়মিত ট্রেন চলাচল করেন তাহলে আপনাকে অবশ্যই ঢাকা টু
ময়মনসিংহ ট্রেন সম্পর্কে জানতে হবে। ঢাকা টু ময়মনসিংহ এই রেলপথে প্রতিদিন বিভিন্ন
সময় ৬ টি আন্তঃনগর এবং ৫ টি কমিউটার ও মেইল ট্রেন চলাচল করে। এই ট্রেন গুলোতে
আপনি নিরাপদ ও আরামদায়ক ভাবে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে পারবেন। নিয়ে ঢাকা টু
ময়মনসিংহ যে ট্রেনগুলো চলাচল করে তা তালিকা দেওয়া হলো :
ঢাকা টু ময়মনসিংহ যে আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ট্রেন নম্বর |
---|---|---|
০১ | যমুনা এক্সপ্রেস | ৭৪৫ |
০২ | অগ্নিবীণা এক্সপ্রেস | ৭৩৫ |
০৩ | ব্রক্ষপুত্র এক্সপ্রেস | ৭৪৩ |
০৪ | তিস্তা এক্সপ্রেস | ৭০৭ |
০৫ | হাওর এক্সপ্রেস | ৭৭৭ |
০৬ | মোহনগঞ্জ এক্সপ্রেস | ৭৮৯ |
ঢাকা টু ময়মনসিংহ যে মেইল ট্রেনগুলো চলাচল করে
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ট্রেন নম্বর |
---|---|---|
০১ | জামালপুর কমিউটার | ৫১ |
০২ | দেওয়ানগঞ্জ কমিউটার | - |
০৩ | ভাওয়াল এক্সপ্রেস | ৫৬ |
০৪ | বলাকা কমিউটার | ৪৯ |
০৫ | মহুয়া এক্সপ্রেস | ৪৩ |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন জায়গায়
সার্চ করে থাকেন। আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যেতে চান তাহলে আপনাকে
অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। ইতিমধ্যে জেনেছেন ঢাকা থেকে ময়মনসিংহ
এর উদ্দেশ্য ৬ টি আন্তঃনগর এবং ৫ টি মেইল ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর মধ্যে
কিছু ট্রেনের সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে মেইল ট্রেন গুলো নিয়মিত চলাচল করে।তাই
সময়সূচীর সাথে ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
কারণ আপনি যদি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন গুলো না জানেন তাহলে
ভোগান্তিতে পড়বেন।নিচে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী তালিকা দেওয়া হলো :
ঢাকা টু ময়মনসিংহ আন্তঃনগর ট্রেনের সময়সূচী
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | তিস্তা এক্সপ্রেস | সকাল ৭:৩০ মিনিট | সকাল ১০:২০ মিনিট | সোমবার |
০২ | ব্রক্ষপুত্র এক্সপ্রেস | সন্ধ্যা ৬:১৫ মিনিট | রাত ৯:২০ মিনিট | নাই |
০৩ | মোহনগঞ্জ এক্সপ্রেস | দুপুর ১:১৫ মিনিট | বিকেল ৪:০৫ মিনিট | সোমবার |
০৪ | যমুনা এক্সপ্রেস | বিকেল ৪:৪৫ মিনিট | রাত ৮:০০ টা | নাই |
০৫ | হাওর এক্সপ্রেস | রাত ১১:৫০ মিনিট | রাত ১:১৫ মিনিট | বুধবার |
০৬ | অগ্নিবিনা এক্সপ্রেস | সকাল ১১:০০ টা | দুপুর ১:৫০ মিনিট | নাই |
ঢাকা টু ময়মনসিংহ মেইল ট্রেনের সময়সূচী
ক্রমিক নাম্বার | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | জামালপুর কমিউটার (৫১) | বিকাল ৩:৪০ মিনিট | রাত ১০:১৫ মিনিট | নাই |
০২ | দেওয়ানগঞ্জ কমিউটার | সকাল ৫:৪০ মিনিট | সকাল ৮:০০ টা | নাই |
০৩ | ভাওয়াল এক্সপ্রেস (৫৬) | সন্ধ্যা ৭:৩৫ মিনিট | রাত ৪:২০ মিনিট | নাই |
০৪ | বলাকা কমিউটার (৪৯) | সকাল ১০:৪০ মিনিট | বিকেল ২:৫০ মিনিট | নাই |
০৫ | মহুয়া এক্সপ্রেস (৪৩) | সকাল ৮:১০ মিনিট | বিকেল ২:৫০ মিনিট | নাই |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া তালিকা ২০২৫
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া তালিকা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।ইতি মধ্যে
জেনেছেন ঢাকা টু ময়মনসিংহ মোট ১১ টি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর সরকার কতৃক
একটি নিদিষ্ট ভাড়া রয়েছে। আপনি যদি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে চলাচল করেন তাহলে
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া জানা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের
ভাড়া না জানলে প্রতারিত হতে পারেন।ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের আসন ভেদে ভাড়া আলাদা
আলাদা হয়ে থাকে। নিচে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া তালিকা দেওয়া হলো :
ক্রমিক নাম্বার | আসনের নাম | ট্রেন ভাড়া |
---|---|---|
০১ | ২য় শ্রেণী সাধারণ | ৪৫ টাকা |
০২ | ২য় শ্রেণী মেইল | ৫০ টাকা |
০৩ | কমিউটার | ৬০ টাকা |
০৪ | সুলভ | ৭০ টাকা |
০৫ | শোভন | ১২৫ টাকা |
০৬ | শোভন চেয়ার | ১৪৫ টাকা |
০৭ | ১ম শ্রেণী চেয়ার | ২২৫ টাকা |
০৮ | স্নিগ্ধা | ২৭৬ টাকা |
০৯ | এসি সিট | ২৭৬ টাকা |
১০ | ১ম শ্রেণী বার্থ | ৩৩৪ টাকা |
১১ | এসি বার্থ | ৫০১ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ দূরত্ব কত কিলোমিটার
ঢাকা টু ময়মনসিংহ দূরত্ব কত কিলোমিটার তা সম্পর্কে জানার জন্য অনেকেই বিভিন্ন
জায়গায় খোজাখুজি করেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ত রেলপথের একটি হলো এই ঢাকা
টু ময়মনসিংহ রেলপথ। বিশেষ করে যারা ঢাকা টু ময়মনসিংহ নিয়মিত ট্রেনে চলাচল করেন
তারা জানতে চান ঢাকা টু ময়মনসিংহ রেলপথের দূরত্ব কত কিলোমিটার। ঢাকা টু ময়মনসিংহ
রেলপথের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এছাড়াও ঢাকা টু ময়মনসিংহ সড়ক পথের দূরত্ব
প্রায় ১২৩ কিলোমিটার। তবে রুট পরিবর্তনে সড়কপথে কিলোমিটার বেশি বা কম হতে পারে।ঢাকা টু সিলেট
ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন ।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে যেতে কত সময় লাগে তা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন।
আজকের আর্টিকেলের এই অংশে আমি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে যেতে কত সময় লাগে তা
সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে চলাচল করেন
তাহলে ঢাকা টু ময়মনসিংহ যেতে কত সময় লাগে জেনে রাখা ভালো।
আরো পড়ুন : ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া
এতে আপনি সময় নির্ধারন করতে পারবেন এতে আপনি ভোগান্তিতে পড়বেন না। ঢাকা টু
ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন গুলোতে যেতে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে। তবে মেইল
ট্রেনগুলোতে সময় একটু বেশি লাগে। এছাড়াও আপনি যদি সড়কপথে ঢাকা টু ময়মনসিংহ যান।
সড়কপথে ঢাকা টু ময়মনসিংহ যেতে সময় লাগে প্রায়৪-৫ ঘন্টা।কুমিল্লা টু ঢাকা
ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন ।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন।
বিশেষ করে যারা ঢাকা টু ময়মনসিংহ নিয়মিত ট্রেন চলাচল করেন তারা জানতে চাচ্ছেন
ঢাকা থেকে ছাড়ার পর ট্রেন কোন কোন স্টেশনে বিরতি দিয়ে ময়মনসিংহ পোঁছাই।ঢাকা থেকে
ছাড়ার পর মেইল ট্রেনগুলো প্রায় সকল স্টেশনেই বিরতি দিয়ে থাকে। তবে ঢাকা টু
ময়মনসিংহ আন্তঃনগর ট্রেনগুলো সাধারণত মেন স্টেশন গুলোতে বিরতি দিয়ে থাকে। এসব
স্টেশন থেকে অনেক যাত্রী উঠে আবার নামে।আপনাদের সুবিধার জন্য দিচে ঢাকা টু
ময়মনসিংহ ট্রেনের স্টপেজ স্টেশন তালিকা দেওয়া হলো :
- কমলাপুর ঢাকা
- তেজগাঁও
- বনানী
- ঢাকা ক্যান্টনমেন্ট
- ঢাকা বিমানবন্দর
- টঙ্গী জংশন
- ধীরাশ্রম
- জয়দেবপুর জংশন
- ভাওয়াল - গাজীপুর
- রাজেন্দ্রপুর
- ইজ্জতপুর
- শ্রীপুর
- সাতখামাইর
- কাওরাইদ
- মশাখালী
- গফরগাঁও
- ধলা
- আউলিয়ানগর
- আহমদবাড়ী
- ফাতেমানগর
- কৃষি বিশ্ববিদ্যালয়
- ময়মনসিংহ জংশন
লেখকের মন্তব্য : ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের স্টপেজ স্টেশন
তালিকা এবং ঢাকা টু ময়মনসিংহ কত কিলোমিটার এছাড়াও ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে যেতে
কত সময় লাগে তা বিস্তারিত ভাবে আলোচনা করেছি। ঢাকা টু ময়মনসিংহ মোট ১১ টি ট্রেন
চলাচল করে যেগুলোতে আপনি খুবই আরামদায়ক ভাবে যাতায়াত করতে পারবেন।
আরো পড়ুন : ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটি শেয়ার করতে
ভুলবেন না। প্রিয় পাঠক এরকম তথ্যমূলক আর্টিকেল আমরা নিয়মিত পোস্ট করে থাকি তাই
এরকম তথ্য মূলক আর্টিকেল পেতে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url