চুলের যত্নে কালোকেশী ব্যবহার এর সঠিক নিয়ম জানুন
চুলের যত্নে কালোকেশী ব্যবহার এর সঠিক ব্যবহার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন । বর্তমান সময়ে বেশির ভাগ মানুষই চুল পড়ার সমস্যায় ভুগছেন । কালোকেশী দিয়ে খুব সহজে এ সমস্যা দূর করতে পারবেন।আজকের এই আর্টিকেলে আমরা কালোকেশীর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
একরাস কালো চুল ও ঘন চুল পেতে কালোকেশী ব্যবহার করুন। কালোকেশী দিয়ে কিভাবে চুল পড়া বন্ধ করে চুলকে ঘনো করতে হয় আমরা অনেকেই জানি না । আজকে আমরা জানবো কিভাবে কালোকেশী ব্যবহার করতে হয়। আপনি যদি কালোকেশী ব্যবহার করে ঘনো চুল করতে চান তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পেজ সূচিপত্র : চুলের যত্নে কালোকেশী ব্যবহার
- চুলের যত্নে কালোকেশী ব্যবহার
- কালোকেশী ব্যবহারে যেসব রোগের প্রতিকার ও উপকার হয়
- কালোকেশী বা কেশরাজ গাছের পরিচিতি
- কালোকেশীতে থাকা ঔষধি গুনাগুন গুলো
- কেশরাজ বা কালোকেশীর তেল তৈরি করার নিয়ম
- কালোকেশীর পাতা কিভাবে চুলে ব্যবহার করবেন
- মশা দূর করতে কালোকেশীর ব্যবহার
- ত্বকের যত্নে কালোকেশীর ব্যবহার
- কালোকেশী ব্যবহারে কিছু সর্তকতা
- শেষ কথা : চুলের যত্নে কালোকেশী ব্যবহার
চুলের যত্নে কালোকেশী ব্যবহার
চুলের যত্নে কালোকেশী ব্যবহার, আমরা অনেকেই জানি না। কালোকেশী একটি উদ্ভিদ যা
বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত পেয়েছে । এই কালোকেশী গাছ বিভিন্ন জায়গায়
পাওয়া । এটি বেশির ভাগ জঙ্গলে , পুকুর, নদীর ধারে , খালের পাশে জঙ্গল এর মধ্যে
বেশি হয়। যদিও কালোকেশী গাছের সাথে আমাদের অনেক আগে থেকেই পরিচিতি রয়েছে।
আরো পড়ুন :
আমলকীর উপকারীতা ও অপকারীতা
এই কালোকেশী গাছ আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে।
কালোকেশী আমাদের মা- বোনেরাই বেশি ব্যবহার করে। কারণ তাদের বড়ো বড়ো চুল তাদের চুল
পড়া সমস্যা বেশিই হয়। কালোকেশী ব্যবহার করলে আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য
করে। কালোকেশী আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল উঠতে সাহায্য করে।
কালোকেশী গাছ খুঁজে পেতে হলে আপনাকে অবশ্যই গ্রামের ঘাল বিল এর ধারে খোঁজ করতে
হবে। কারণ এই কালোকেশী গাছগুলো একটু জলাশয়ের আসেপাশে জন্মায়। বিভিন্ন জায়গায় এই
কালোকেশী গাছ কে কেশরাজ,কেশত,কেশুতী,কলসাতা ইত্যাদি নামে ডাকে। তবে যেখানে যে
নামেই ডাকুক না কেন এর কাজ কিন্তু সব জায়গায় একই।
কালোকেশী শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশে কালোকেশী গাছ রয়েছে । আজকের এই
আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করবো । আপনি যদি কালোকেশী গাছ সম্পর্কে
বিস্তারিত জানতে চান। তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
কালোকেশী ব্যবহারে যেসব রোগের প্রতিকার ও উপকার হয়
কালোকেশী ব্যবহারে যেসব রোগের প্রতিকার ও উপকার পাওয়া যায় তা আমরা অনেকেই জানি
না। কালোকেশী গাছ একটি ঔষধি গাছ।এ গাছে অনেক ধরনের ঔষধি উপাদান রয়েছে যা শরীরের
জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৫০-৬০ সেন্টিমিটার লম্বাই এই গাছে ছোট ছোট সাদা
রঙ্গের ফুল হয়ে থাকে।
আরো পড়ুন :
সকালে খালি পেটে কালোজিরা খাওয়ার
উপকারিতা
যা আমাদের শরীরে ঔষধ এর মতো কাজ করে। তবে বর্তমানে কালোকেশীর আরো একটি জাত বের
হয়েছে যেগুলোর ফল হলুদ রংয়ের হয়ে থাকে। কালোকেশী অনেক উপকার রয়েছে । এখন আমরা
কালোকেশীর ১৪ টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
একনজরে কালোকেশী গাছের ১৪ টি উপকারিতা
- চুলের যত্নে
- ত্বকের যত্নে
- মস্তিষ্কের সুস্বাস্থ্যে
- ক্ষয় নিরাময়ে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- ছত্রাক প্রতিরোধ
- ভালো ঘুম
- কৃমির উপদ্রব কমাতে
- হজমে সাহায্য
- লিভার সুস্থ রাখে
- প্রদাহ কমাতে
- মশা নিধনে
- মানসিক চাপ দূর
- স্মৃতিশক্তি বৃদ্ধিতে
চুলের যত্নে : চুলের যত্নে কালোকেশী ব্যবহার খুবই উপকারী। এই
কালোকেশী তেল চুল পড়া বন্ধ করে নতুন চুল উঠতে সাহায্য করে। এছাড়াও চুল অকালে পাকা
বন্ধ এবং চুলের খুশকি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে।
আরো পড়ুন :
কাঁচা রসুনের ১০ টি উপকারিতা
ত্বকের যত্নে : ত্বকের যত্নে কালোকেশী অনেক ভালো কাজ করে । ত্বক আমাদের
শরীরের একটি অন্যতম প্রধান অংশ। ত্বক একটু উজ্জ্বল হোক এটা সবাই চায়। কিন্তু
কিভাবে ত্বক উজ্জ্বল করবে জানেন না কালোকেশী দিয়েও ত্বক উজ্জ্বল করতে পারেন।এই
কালোকেশীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্টি ইনফ্লামেটরি যা আমাদের ত্বককে মসৃণ
ও উজ্জ্বল করতে সাহায্য করে।
মস্তিষ্কের সুস্বাস্থ্যে : কালোকেশী আমাদের মস্তিষ্কে সুস্বাস্থ্যে রাখতে
বিশেষ ভূমিকা করে। আমরা প্রতিদিন এতো এতো কাজ করি । মস্তিষ্কের ওপর প্রভাব
পড়ে।কালোকেশী বা কেশরাজ এ রয়েছে নিউরো প্রটেকটিভ যা আমাদের মস্তিষ্কের
সুস্বাস্থ্যে রাখতে সাহায্য করে।
ক্ষয় নিরাময়ে : ক্ষয় নিরাময়ে কালোকেশী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কালোকেশী বা কেশরাজ গাছ এর পাতা গাছ থেকে তুলে এনে পানিতে ধুয়ে ভালো করে গুঁড়ো
করে পেস্ট করে ক্ষতো স্থানে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে
ক্ষতো ভালো হয়ে যাবে।
রোগ প্রতিরোধ : কালোকেশী আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কালোকেশী
আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ হলে আমরা রোগ
থেকে মুক্তি পাবো এবং সুস্থ থাকবো। কালোকেশী বা কেশরাজ আমাদের শরীরের ইমিউন
সিস্টেম উন্নত করতে সাহায্য করে।
ছত্রাক প্রতিরোধ : কালোকেশী বা কেশরাজ ছত্রাক প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। কালোকেশী দিয়ে আপনি বিভিন্ন ধরনের ছত্রাক খুব সহজেই প্রতিরোধ
করতে পারবেন। আড়াইশো মিলি নারিকেল তেল বা তিলের তেল এর সাথে এক কাপ কালোকেশীর রস
মিশিয়ে ব্যবহার করলে এর অনেক উপকার পাওয়া যায়।
ভালো ঘুম : কালোকেশী বা কেশরাজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কালোকেশী
ব্যবহার করলে আপনার অনেক ভালো ঘুম হবে। যাদের মাথা ব্যথা করে ভালো ঘুম হয় না।
তারা এই কালোকেশী মাথায় ব্যবহার করতে পারেন।
কৃমির উপদ্রব কমাতে : কালোকেশী বা কেশরাজ আমাদের শরীরের কৃমি থেকে মুক্তি
পেতে সাহায্য করে। এজন্য আপনাকে প্রথমে কালোকেশী গাছের লতা একটি পাত্রের মধ্যে
নিয়ে অনেকখন জাল করতে হবে। জাল করা হয়ে গেলে তারপর ব্যবহার করতে হবে। এতে আপনার
শরীরের কৃমি কমে যাবে।
হজমে সাহায্য : কালোকেশী বা কেশরাজ আমাদের শরীরের হজমে সাহায্য করে।
কালোকেশী আমাদের শরীরের বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের হজম শক্তিকে উন্নত
করতে সাহায্য করে।
লিভার সুস্থ রাখে : কালোকেশী আমাদের শরীরের লিভার এর জন্য খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কালোকেশী আমাদের শরীরকে ক্ষতিকারক টক্সিনের হাত
থেকে রক্ষা করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।
প্রদাহ কমাতে : কালোকেশী আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যাথা দূর করতে
সাহায্য করে। সেই প্রাচীন কাল থেকেই কালোকেশী আমাদের ঔষধেরর মতো কাজ করে আসছে।
আমাদের শরীরের বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা ইত্যাদিতে এই কালোকেশী
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কালোকেশীতে রয়েছে ইনফ্লামেটরি যা আমাদের
শরীরের ব্যথা দূর করতে সাহায্য করে।
মশা নিধনে : কালোকেশী গাছের রস মশা নিধনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। আপনি যদি কালোকেশী দিয়ে মশা নিধন করতে চান তাহলে আপনাকে প্রথমেই তিন চামচ
কালোকেশীর রস পানির সাথে মিশিয়ে আপনার ঘরে স্প্রে করুন । দেখবেন মশা কমে যাবে।
মানসিক চাপ দূর : কালোকেশী বা কেশরাজ আমাদের শরীরের জন্য খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন কারণে আমাদের দুশ্চিন্তা হয়। এই
দুশ্চিন্তা আমাদের স্টকের কারণ । এই কালোকেশীর তেল বানিয়ে ব্যবহার আপনার মানসিক
চাপ দূর হবে।
স্মৃতিশক্তি বৃদ্ধিতে : কালোকেশী আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে খুবই উপকারী
। কালোকেশীতে থাকা বিভিন্ন ধরনের উপকরণ আমাদের শরীরে ঔষধের মতো কাজ করে।
কালোকেশীর রস আমাদের মাথাকে ঠান্ডা করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
কালোকেশী বা কেশরাজ গাছের পরিচিতি
কালোকেশী বা কেশরাজ গাছের পরিচিত একেক জায়গায় একেক রকম নামে পরিচিত পেয়েছে । এই
গাছের অনেক গুলো নাম রয়েছে । কয়েকটি নামে সারা দেশে এই গাছকে ডাকা হয় যেমন :
কালোকেশী, কেশরাজ,কেউতি,কেশুরি,কালোকেশিরিয়া,কেসুতি, কালসাতার ইত্যাদি। এই
কালোকেশী গাছের ইংরেজি নাম হলো False Daisy যা একটি ঔষধি
উদ্ভিদ।
কালোকেশী গাছের বৈজ্ঞানিক নাম Eclipta alba যা অনেক উপকার
পাওয়া যায়। কালোকেশী গাছ লম্বায় প্রায় ৫০থেকে ৬০ সেন্টিমিটার হয়ে থাকে। এটি
কিছুটা লতানো প্রকৃতির হয়ে থাকে। কালোকেশী গাছের পাতা লম্বায় চার থেকে পাঁচ
সেন্টিমিটার হয়ে থাকে। এর পাতা গুলো সবুজ রঙের হয়ে থাকে। এ গাছ দেখতে কিছুটা
খয়েরি রঙের হয়।
এ গাছে ছোট ছোট সাদা রঙের ফুল হয়। বর্তমানে কালোকেশী গাছর আরো একটি জাত বের
হয়েছে যেগুলোর ফল হলুদ হয়। এই ফুলগুলোর ভেতরে ছোট ছোট বিচি থাকে। বিচি থেকেই
আবার কালোকেশী গাছ বংশবিস্তার করে। এই গাছ গুলো আপনি বিভিন্ন ঘালের পাশে
জঙ্গলের মধ্যে পেয়ে যাবেন। কারণ কালোকেশী গাছ একটু পানির ওপর জঙ্গলে হতে বেশি
পছন্দ করে।
এই গাছটি আপনি যদি খুঁজে না পান তাহলে যে কোন কবিরাজ এর কাছে এই গাছ পেয়ে যাবেন
কারণ কালোকেশী গাছ একটি ঔষধি গাছ । এ গাছের অনেক উপকারীতা রয়েছে। এ গাছ শরীরের
সকল ধরনের কাজ করে। কালোকেশী গাছ বাংলাদেশ সহ ভারত,থাইল্যান্ড,ব্রাজিল,
ইন্দোনেশিয়া, চীন ইত্যাদি দেশে হয়ে থাকে। সব দেশেই এর ঔষধি গুনাগুন এর জন্য
পরিচিতি রয়েছে।
কালোকেশীতে থাকা ঔষধি গুনাগুন গুলো
কালোকেশীতে থাকা ঔষধি গুনাগুন গুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কালোকেশী
আমাদের শরীরের জন্য ঔষধের মতো কাজ করে। শরীরের বিভিন্ন জায়গার সমস্যা দূর করতে এই
কালোকেশীর অনেক ভূমিকা রয়েছে । এখানেও কালোকেশীর রস আমাদের চুলের জন্য খুব
গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে আধুনিকের ছোঁড়া পেয়ে সবাই গাছ গাছলা কে ভুলে
গিয়েছেন।
এখন বিভিন্ন ধরনের পোর্ডাক্ট বের হয়েছে । অনেক নামি দামি তেল ও ক্রিম বের হয়েছে ।
এগুলো ব্যবহারে ক্ষতি থাকতে পারে। কিন্তু কালোকেশী আমরা আমাদের শরীরে যে কাজেই
ব্যবহার করি না কেন কোনো ক্ষতি হবে না। কালোকেশী আপনি মাথায় ব্যবহার করলে আপনার
ভালো ঘুম হবে মানসিক চাপ দূর হবে এবং আপনার মাথার খুকশি দূর হবে।
আরো কবিরাজরা এই কালোকেশী দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ বানিয়ে থাকেন। তারা এই ধরনের
ঔষধি গাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রাখে। আপনি যদি কবিরাজ এর কাছে যান তাহলে
দেখতে পাবেন তার কাছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে। তার মধ্যে কালোকেশী গাছও
থাকবে।
এছাড়াও কালোকেশী রস ও গুড়ো করে খেলে আপনার শরীরের কৃমি কমে যাবে এবং আপনার কাশি
দূর হবে। এছাড়াও আপনার কোনোও কেটে গেলে আপনি কালোকেশী বেদে ব্যবহার করতে পারেন ।
এতে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে ক্ষত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আয়ুর্বেদিক চিকিৎসা
মতে কালোকেশী একটি খুবই উপকারী একটি ঔষধি উপাদান।
কেশরাজ বা কালোকেশীর তেল তৈরি করার নিয়ম
কেশরাজ বা কালোকেশীর তেল তৈরি করার নিয়ম সম্পর্কে আমাদের জানা খুবই জুরুরি। আমরা
অনেকেই কালোকেশীর তেল বানাোর নিয়ম সম্পর্কে জানি না। আপনি যদি কালোকেশী ব্যবহার
করেন তাহলে আপনাকে অবশ্যই নিয়ম অনুসরণ করে কালোকেশীর তেল বানাতে হবে। আপনি যদি
সঠিক নিয়মে কালোকেশীর তেল তৈরি না করেন ।
তাহলে এর উপকারও পাবেন না। এজন্য আজকের আর্টিকেলের এই অংশে আমরা দেখাবো কিভাবে
আপনি কালোকেশীর তেল তৈরি করবেন। আপনি যদি কালোকেশীর তেল তৈরি করতে চান তাহলে
সম্পুর্ন মনোযোগ দিয়ে পড়ুন।
- কালোকেশীর তেল বানাতে জন্য সর্বপ্রথম মেথি, জবা ফুল, আমলকী, ও কালোকেশীর পাতা পরিস্কার পানিতে ধুয়ে নিন
- এর পর কালোকেশীর পাতা সহ সকল উপাদান গুলো ব্লেন্ডার মেশিন দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিন।
- এর পর ২৫০ গ্রাম তিলের তেল বা নারিকেল তেল এর সাথে ব্লেন্ডর করা উপাদান গুলো মিশিয়ে নিন।
- এর পর একটি পাত্রে উপাদানগুলো নিয়ে হালকা জাল দিয়ে গরম করে নিন।
- এর পর গরম করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এক জায়গায় রেখে দিন ।
- এর পর ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার বোতলে সংরক্ষণ করে রাখুন।
ওপরের পদ্ধতিগুলো অনুসরণ করে যদি আপনি কালোকেশী ব্যবহার করেন তাহলে আপনার চুল
অনেক সুন্দর শক্তিশালী হবে। সুন্দর শীলকি চুল কে চান না। সেটা যদি হয় বাড়িতে বসে
থেকে। তাহলে তো কথায় নেই । তাই আপনিও কালোকেশীর তেল ব্যবহার করে সুন্দর চুলের
অধিকারী হয়ে যেতে পারেন।
কালোকেশীর পাতা কিভাবে চুলে ব্যবহার করবেন
কালোকেশীর পাতা কিভাবে চুলে ব্যবহার করবেন অনেক আমাকে এই প্রশ্নটা করেন ।
কালোকেশী একটি ঔষধি উদ্ভিদ। মানব দেহে কালোকেশী ওষুধের মতো কাজ করে । আমাদের
মাথায় কালোকেশী ব্যবহার এর ফলে আমাদের মাথার খুকশি দূর হয়। কালোকেশীর রস মাথায়
ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল উঠতে সাহায্য করে।
অনেকের অকালে চুল পেকে যায় এ সমস্যা দূর করতে কালোকেশীর তেল ব্যবহার করতে পারেন।
এখন আমরা জানবো কিভাবে কালোকেশীর পাতা চুলে ব্যবহার করতে হয়। প্রথমেই কালোকেশী
গাছ থেকে সুন্দর ভালো কিছু পাতা উঠিয়ে আসতে হবে। তারপর পাতাগুলো সুন্দর করে
পানিতে ধুয়ে নিতে হবে।
এর পর একটি পাত্রে পানি নিয়ে কালোকেশীর পাতাগুলো পানির মধ্যে নিয়ে একটু গরম করতে
হবে।এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এর পর একটু ব্লেন্ডার করে নিতে হবে।
এর পর কালোকেশীর পাতাগুলো চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর রোদে শুকাতে
হবে।
আধাঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সহজেই আপনি কালোকেশীর পাতা
ব্যবহার করতে পারবেন।
মশা দূর করতে কালোকেশীর ব্যবহার
মশা দূর করতে কালোকেশীর ব্যবহার আমরা অনেকেই জানি না। বর্তমান সময়ে এডিস মশার যে
প্রকোপ দেখা যাচ্ছে। তাতে ঘরে বাহিরে কোথাও শান্তি নেই। এই এডিস মশার কামরে আপনার
হতে পারে। এমনকি মৃত্যু হতে পারে। প্রতিদিন বিভিন্ন দেশে অনেক মানুষ মারা যাচ্ছে
এই মসার কারণে। মসা বর্তমান সময়ের জন্য খুবই ক্ষতিকর একটি প্রাণী।
এর কামরে যে কোন সময় জ্বর হয়ে মানুষ মারা যেতে পারে। এই মসার জন্য আমরা কয়েক
ব্যবহার করি।কিন্তু আমরা অনেকেই জানি না এই কয়েলের মধ্যে কতো ধরনের ক্ষতিকারক
কেমিক্যাল রয়েছে । যা ধোয়ার সাথে আমাদের শরীরের ভেতরে চলে যায় এবং আমরা অসুস্থ
হয়ে যাই । এবং মারাত্মক রোগের সৃষ্টি করে।
তাই ঘরবাড়িতে আমরা মসা তাড়ানোর জন্য কালোকেশীর ব্যবহার করতে পারি । কালোকেশী
যেমন আমাদের চুলও শরীরের জন্য খুবই উপকারী। তেমনি কালোকেশীর রস ব্যবহার করে আমরা
মসা তাড়াতে পারি। এজন্য আপনাকে প্রথমেই কালোকেশীর পাতা ব্লেন্ডার করে রস বের করতে
হবে।
এর পর কালোকেশীর চা চামচ এর দুই চামচ রস এবং ৫০০ মিলি পানি একসাথে মিশিয়ে একটি
বোতলে পুড়ে স্প্রে করতে হবে।স্প্রে করা হয়ে গেলে কিছুখন পর দেখবেন আব মশা নেই।
ত্বকের যত্নে কালোকেশীর ব্যবহার
ত্বকের যত্নে কালোকেশী ব্যবহার আমরা অনেকেই জানি না। ত্বক হচ্ছে আমাদের শরীরের
একটি অন্যতম প্রধান অংশ। আমরা এই ত্বককে উজ্জ্বল করতে প্রতিদিন হাজার হাজার টাকা
খরচ করি। কিন্তু কোন ভালো ফল পাওয়া যায় । তার একটায় কারণ আপনি বাজার থেকে যে
প্রোডাক্ট গুলো কিনে ত্বকে ব্যবহার করতেছেন।
এগুলো সব কেমিক্যাল দিয়ে তৈরি করা। এই সব কেমিক্যাল আমাদের ত্বক কে নষ্ট করে
দেয়। এসব ব্যবহার এর ফলে আমাদের ত্বকে ব্রণ,আরো অন্য অন্য কালো দাগ পড়ে । এসব
দূর করতে আপনি কালোকেশীর পাতা ব্যবহার করতে পারেন। কালোকেশীর পাতা ত্বকে ব্যবহার
করার জন্য প্রথমে কয়েকটি পাতা গাছ থেকে তুলে এনে পানিতে ধুয়ে নিন।
তারপর পাতাগুলো একটু ব্লেন্ডার করে নিন। এর পর মুখে আস্তে আস্তে পুরো মুখে লাগিয়ে
নিন।তারপর কিছুখন অপেক্ষা করুন।এর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিছু দিন ব্যবহার
করার পর রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন।
কালোকেশী ব্যবহারে কিছু সর্তকতা
কালোকেশী ব্যবহারে কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। আমরা জানি যেই জিনিস এ উপকার
রয়েছে সেই জিনিস এ অপকার ও রয়েছে । তাই আমাদের কালোকেশী ব্যবহারের সময় কিছু
সর্তকতা অবলম্বন করতে হবে। আমরা এখন কালোকেশী ব্যবহারে সর্তকতা গুলো বিস্তারিত
আলোচনা করবো।
- মাথায় চুলে আপনি যদি কালোকেশী ব্যবহার করে থাকেন এ ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে কালোকেশী ব্যবহার থেকে বিরত থাকুন।
- কালোকেশীর পাতা বা রস ব্যবহারের ফলে আমাদের যদি শরীরে এলার্জির লক্ষণ বা এলার্জিজনিত কোন সমস্যা হয়ে যায়। তাহলে কালোকেশী ব্যবহার থেকে বিরত থাকুন।
- আপনি যদি কালোকেশী মুখে ব্যবহার করে থাকেন আর আপনার মুখে কোনো সমস্যা দেখা দিলে কালোকেশী ব্যবহার হতে বিরত থাকুন।
- যাদের ডায়াবেটিস রয়েছে । তারা এই কালোকেশী ব্যবহার না করায় ভালো।
- গর্ভবতী মহিলাদের কালোকেশী খাওয়া উচিত হয়। কারণ এটি গর্ভবতী নারীর জন্য খুব বিপদজনক হতে পারে। এবং যেসব নারীর বাচ্চা হয়েছে বাচ্চা বুকের দুধ পান করে তারা কালোকেশী থেকে দুরে থাকুন।
- যাদের হার্টের ও কিডনিতে সমস্যা রয়েছে তারাও এ কালোকেশী ব্যবহার করবেন না।
কালোকেশী ব্যবহারে ওপরর সমস্যা গুলো হতে পারে। তবে এই সমস্যা গুলো সবার হবে এমন
নয়। কিছু মানুষের সমস্যা হতে পারে। কালোকেশী ব্যবহার করে আপনার যদি সমস্যা দেখা
যায় তাহলে চিকিৎসক এর পরামর্শ গ্রহন করুন।
শেষ কথা : চুলের যত্নে কালোকেশী ব্যবহার
চুলের যত্নে কালোকেশী ব্যবহার এর সঠিক নিয়ম কানুন সম্পর্কে ইতি মধ্যে আমরা আলোচনা
করেছি। কিভাবে কখন কালোকেশী ব্যবহার করবেন তা আলোচনা করেছি।আপনার বাড়ির আসেপাশে
খুঁজে দেখলেই এই কালোকেশী পেয়ে যাবেন । এই কালোকেশীতে অনেক ঔষধি গুনাগুন রয়েছে।
তাই এসব ঔষধি গুনাগুন গুলো মিস না করতে চাইলে এখনি ব্যবহার শুরু করুন।
কালোকেশীর তেল কিভাবে তৈরি করবেন আমরা ইতি মধ্যে আলোচনা করেছি। তবে কোনো কিছুই
অতিরিক্ত ভালো নয়। পরিমান মতো কালোকেশী ব্যবহার করতে হবে। কালোকেশী ব্যবহারে কিছু
মানুষের ক্ষতি হতে পারে তা নিয়ে ইতি মধ্যে আলোচনা করেছি। কালোকেশী ব্যবহার করে
যদি কোনো সমস্যা হয়। তাহলে ডাক্তার এর পরামর্শ গ্রহণ করুন।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন
সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url